বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য ১০০ কোটি ডলার ছাড়িয়েছে

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
পাঁচ দশক পর পাকিস্তানের সঙ্গে সরাসরি বাণিজ্য শুরু হয়েছে বাংলাদেশের

পাঁচ দশকের বেশি সময় পর জিটুজি পদ্ধতিতে সরাসরি দ্বিপক্ষীয় বাণিজ্য ফের শুরু করেছে বাংলাদেশ ও পাকিস্তান। ১৯৭১ সালের পর চলতি বছরই প্রথমবারের মতো পাকিস্তান থেকে সরাসরি পণ্য আমদানি করছে বাংলাদেশ। এ আমদানি এরই মধ্যে ১০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে।

এ ছাড়া উভয় দেশই আরও বেশ কিছু পণ্যের বাণিজ্যে আগ্রহী এবং এই কারণে বাণিজ্যের পরিমাণ ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজের বরাতে জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইকবাল হুসাইন খান বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। ভবিষ্যতে এটি আরও বৃদ্ধি পাবে সম্প্রতি কাসুর ও ফয়সালাবাদ সফর শেষে এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

হাইকমিশনার বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও গতিশীল করার জন্য তিনি ব্যবসায়ী ও বাণিজ্যিক সম্প্রদায়ের সঙ্গে ব্যাপক আলোচনা করেছেন। নিজের এ সফরকে উৎপাদনশীল ও ফলপ্রসূ হিসেবে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, বাংলাদেশে পাকিস্তানের পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে পাকিস্তানের তুলা, চিনি, চাল, পোশাক (বিশেষ করে মহিলাদের পোশাক), ফলের (বিশেষ করে আম) ব্যাপক চাহিদা রয়েছে। অন্যদিকে বাংলাদেশ পাকিস্তানে আনারস, পাট, ওষুধ ও গার্মেন্টস পণ্য রপ্তানি করতে পারে।

হাইকমিশনার বলেন, দুই দেশের মধ্যে সহযোগিতা ও বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা অসীম। এরই মধ্যে পাকিস্তান বাংলাদেশে ২৬ হাজার টন চাল রপ্তানি করেছে। এটি প্রায় দুই দশকের মধ্যে প্রথম ঘটনা। ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের (টিসিপি) মাধ্যমে মোট ৫০ হাজার টন চাল রপ্তানি করা হবে। যার বাকি ২৪ হাজার টন আগামী মাসে রপ্তানি করা হবে।

এ ছাড়া বাংলাদেশে চাল রপ্তানির জন্য কোম্পানিগুলোকে ২৭ ফেব্রুয়ারির মধ্যে আগ্রহ প্রকাশ করতে বলা হয়েছে। চালের ৬০ শতাংশ চট্টগ্রাম বন্দর এবং ৪০ শতাংশ মোংলা বন্দরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

আমদানি-রপ্তানি নিয়ে আরও পড়ুন

শীতকালীন সবজির মৌসুম শেষ হতেই অস্থির হয়ে উঠেছে কাঁচাবাজার। চাহিদা অনুযায়ী গ্রীষ্মকালীন সবজির সরবরাহ না থাকায় প্রায় প্রতি সপ্তাহেই বাড়ছে দাম। এরই মধ্যে অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছে মুরগির বাজার।

১৮ ঘণ্টা আগে

সব রকমের জ্বালানি তেলের দাম লিটার প্রতি এক টাকা করে কমিয়ে মে মাসের জন্য দাম নির্ধারণ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

২ দিন আগে

এক বছর আট মাস পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে আবারও ২২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। গত ২০২৩ সালের আগস্টে রিজার্ভ ছিল ২৩ দশমিক ২৫ বিলিয়ন ডলার।

২ দিন আগে

গত ৫ই মার্চ চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করে হেনস্তার অভিযোগে নিজ সংস্থার ২১ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এসময় এ ঘটনায় দুইজন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

৩ দিন আগে