রূপপুর বিদ্যুৎকেন্দ্র উৎপাদনের দ্বারপ্রান্তে, প্রথম ইউনিট চালু শিগগিরই

প্রতিনিধি
পাবনা
Thumbnail image
ছবি: সংগৃহীত

রাশিয়া নির্মিত পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) ১,২০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা-সম্পন্ন প্রথম ইউনিট চলতি বছরের ডিসেম্বর অথবা ২০২৫ সালের জানুয়ারিতে নির্ধারিত সময় অনুযায়ী উৎপাদন শুরু করবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান বলেন, ‘ইউনিটটির পরীক্ষামূলক চালনা শুরু হলে ধীরে ধীরে সর্বোচ্চ ক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন শুরু করবে।’

তিনি জানান, জ্বালানি ভর্তি হওয়ার পর প্রথম ইউনিটটি ধারাবাহিকভাবে ১০ মাস পরীক্ষামূলকভাবে চালানো হবে এবং ‘জ্বালানি লোড করতে আমাদের এক মাস সময় লাগবে’।

ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) জন্য একাধিক পরীক্ষা দরকার, যা দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মান ও গুণগত মান যাচাইয়ের গ্যারান্টি টেস্ট।’

আরএনপিপি কর্মকর্তারা জানান, কেন্দ্রটি রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য প্রায় ২,০০০ প্রশিক্ষিত জনবল প্রয়োজন হবে। এখন পর্যন্ত প্রায় ১,০০০ জন আন্তর্জাতিক মান বজায় রেখে প্রশিক্ষণ নিয়েছে এবং তাদের দক্ষতা বাড়ানোর জন্য আরও প্রশিক্ষণ কর্মসূচি চলছে।

সম্পর্কিত এক অগ্রগতিতে, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) ইতোমধ্যে নতুন নির্মিত রূপপুর-গোপালগঞ্জ গ্রিড লাইনের মাধ্যমে বিদ্যুৎ সঞ্চালনের পরীক্ষা সম্পন্ন করেছে।

পিজিসিবির ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন জানান, পরীক্ষা সম্পন্ন হওয়ার পর ১৫৮ কিলোমিটার দীর্ঘ ২,০০০ মেগাওয়াট ধারণক্ষমতা-সম্পন্ন ৪০০ কেভি সিঙ্গেল সার্কিট ট্রান্সমিশন লাইন আগামী বছরের মে মাসে বিদ্যুৎ সঞ্চালনের জন্য প্রস্তুত হয়েছে।

তিনি জানান, ২ জুন, ২০২৫ তারিখে ট্রান্সমিশন লাইনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।

এছাড়া তিনি জানান, আরও দুটি ট্রান্সমিশন লাইন- রূপপুর-বগুড়া ৪০০ কেভি সিঙ্গেল সার্কিট (ক্ষমতা ২,০০০ মেগাওয়াট) জুন ২০২৪-এ এবং রূপপুর-বাঘাবাড়ী ২৩০ কেভি ডাবল সার্কিট (ক্ষমতা ২,০০০ মেগাওয়াট) মে ২০২২-এ সম্পন্ন হয়েছে।

‘এই তিনটি ট্রান্সমিশন লাইন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সঞ্চালনের জন্য প্রস্তুত রয়েছে,’ বলেন হোসেন।

তিনি জানান, বর্তমানে পিজিসিবি আরও দুটি ট্রান্সমিশন লাইন নির্মাণ করছে- রূপপুর-ঢাকা (কালিয়াকৈর-আমিনবাজার) ৪০০ কেভি ডাবল সার্কিট (ক্ষমতা ৪,০০০ মেগাওয়াট) এবং রূপপুর-ধামরাই ২৩০ কেভি ডাবল সার্কিট (ক্ষমতা ২,০০০ মেগাওয়াট)—যা ২০২৬ সালের জুনে সম্পন্ন হবে।

আরএনপিপি প্রকল্পের তথ্য অনুযায়ী, রাশিয়ার রসাটম স্টেট করপোরেশন ইতোমধ্যে গত জুনে প্রথম ইউনিটে জ্বালানি লোডের আগে রিঅ্যাক্টর কন্টেইনমেন্ট পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে।

দলিলপত্রে কন্টেইনমেন্ট ডিজাইনের সকল শর্ত ও সর্বোচ্চ নিরাপত্তা মান পূরণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অস্বাভাবিক পরিস্থিতিতে সৃষ্ট অভ্যন্তরীণ চাপ সহ্য করার সক্ষমতা ও কাঠামোর সুরক্ষা নিশ্চিত করতে একাধিক পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

খুব শিগগিরই প্রথম ইউনিটে ‘হট মিডিয়া টেস্ট’ হবে, যেখানে প্রাথমিক কুল্যান্ট সার্কিটকে নির্ধারিত মানে উত্তপ্ত করা হবে এবং বাষ্প উৎপাদন করা হবে’।

তারা জানান, এছাড়াও নিরাপত্তামূলক মোডে বিভিন্ন পরীক্ষা হবে, যার মধ্যে বাষ্প নির্গমনের জন্য ব্যবহৃত যন্ত্রপাতির কার্যক্রমও রয়েছে।

সম্প্রতি রসাটম এক বিবৃতিতে বলেছে, ‘রসাটমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হচ্ছে নিরাপত্তা; তাই প্রকল্পে সব বাধ্যতামূলক মান ও শর্ত পূরণে জোর দেওয়া হয়েছে।’

বিবৃতিতে বলা হয়, আরএনপিপিতে দুটি ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর রয়েছে, যা দুই ইউনিটে মোট ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম।

রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে, যেখানে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর নিরাপত্তা মান, প্রাসঙ্গিক দিকনির্দেশনা ও আন্তর্জাতিক সেরা অনুশীলন অনুসরণ করা হচ্ছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

দেশব্যাপী নিয়ে আরও পড়ুন

আগস্টের ১৭ দিনে ১৬১ কোটি ৯০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছে। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৪৯ কোটি ৩৩ লাখ ডলার। বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে এক ব্যাংকের (কৃষি ব্যাংক) মাধ্যমে এসেছে ১৫ কোটি ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৯৬ কোটি ২৭ লাখ ৬০ হাজার ডলার। এ ছাড়া বিদেশি ব্যাংকে

২০ ঘণ্টা আগে

২০২৪ সালের অক্টোবরে ব্যাংকটি এমডি পদে যোগ দেন শেখ মোহাম্মদ মারুফ। এর আগে তিনি সিটি ব্যাংকের অতিরিক্ত এমডি ছিলেন

২১ ঘণ্টা আগে

আশুলিয়ায় নাসা গ্রুপের নাসা বেসিক কমপ্লেক্স নামে একটি কারখানায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিক অসন্তোষ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ওই কারখানাসহ আশপাশে থাকা অন্তত ১৫টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হযেছে।

৪ দিন আগে

গত জুলাই মাসে প্রতিলিটার জেট ফুয়েলের দাম ৯৩ টাকা ৫৭ পয়সা থেকে বাড়িয়ে ৯৮ টাকা ২ পয়সা করা হয়

৫ দিন আগে