বাগেরহাটে ঈদের কেনাকাটার ধুম, চাঙ্গা হচ্ছে স্থানীয় অর্থনীতি

প্রতিনিধি
আপডেট : ২২ মার্চ ২০২৫, ১৩: ০৭
Thumbnail image
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বাগেরহাটের বাজারগুলো এখন সরগরম। ক্রেতা বিক্রেতাদের হাকডাকে মুখর জেলা সদরের অধিকাংশ বিপণিবিতান। নতুন পোশাক, জুতা, কসমেটিকসসহ নানান পণ্যের দোকানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

শহরের বড় বিপণিবিতানগুলো সদরের রেলরোড, সাধনার মোড়, রাহাতের মোড়ে অবস্থিত। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত সেখানে চলছে ঈদের কেনাকাটা । বিক্রেতারা বলছেন, ঈদের সময় যত ঘনিয়ে আসছে দোকান শোরুমগুলোতে ভিড় ততই বাড়ছে। গত কয়েক দিনের তুলনায় এখন বেচাকেনা কয়েকগুণ বেড়ে গেছে।

বেচাকোনার একই চিত্র মোংলা, ফকিরহাট, মোল্লাহাট মোরেলগঞ্জ ও রামপাল উপজেলার ফয়লাহাট বাজারে। জেলা সদর থেকে কিছুটা দূরে হলেও এসব উপজেলার বিপণিবিতানগুলোতে এখন ঠাসা ভিড়। স্বল্প আয়ের স্থানীয় মানুষজন পরিবার পরিজন নিয়ে এসব স্থানীয় বাজারে ঈদের কেনাকাটা করতে আসছেন।

WhatsApp Image 2025-03-22 at 12.40.38_ad9a5cf7

বাগেরহাটের রেলরোডে ঈদের কেনাকাটায় ব্যস্ত গৃহবধূ শারমীন আক্তার বলেন, "ছেলে মেয়েদের জন্য ঈদের পোশাক কেনাকাটা করছি। কিন্তু গত ঈদের তুলনায় এবার দাম একটু বেশি মনে হচ্ছে"।

বাগেরহাট সদরের কাছাকাছি রামপাল উপজেলার ফয়লাবাজার একটি বড় মার্কেট। সেখানে পায়ে পায়ে সুজ নামে একটি জুতার দোকানে কেনাকাটা করতে এসেছেন বাগেরহাটের একটি স্কুলের শিক্ষিকা ফারজানা আক্তার রুপা। তিনি বলেন, ফয়লাবাজারে সব ধরনের জিনিসের দাম জেলা সদরের থেকে অনেক কম। তাই সারা বছরই তিনি এখান থেকে কেনাকাটা করেন। তিনি বলেন "জুতা ও কসমেটিকস কেনা হয়ে গেছে, এবার নিজের ও বাচ্চাদের জন্য ড্রেস কিনতে যাবো"।

একাধিক দোকান মালিক বলেন, ঈদ উপলক্ষে নতুন ডিজাইনের পোশাক ও অন্যান্য পণ্য এনেছেন তারা, যা ক্রেতাদের আকৃষ্ট করছে। বাজারের চিত্র দেখে বোঝা যাচ্ছে, শেষ মুহূর্তের কেনাকাটায় আরও ভিড় বাড়বে।

জেলা প্রশাসনের পক্ষ ঈদের বাজার স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং, মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এছাড়া সার্বিক নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বাগেরহাটের একটি কলেজের মার্কেটিং বিভাগের প্রভাষক শান্তি রানী দাস বলেন, "ঈদের বাজার স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ এটি ব্যবসা-বাণিজ্যকে চাঙা করে এবং বিভিন্ন খাতের অর্থনৈতিক প্রবাহকে ত্বরান্বিত করে। ঈদ উপলক্ষে পোশাক, খাদ্য, উপহারসামগ্রী, গৃহস্থালি পণ্যের চাহিদা বেড়ে যায়। যার কারনে দোকানপাট, শপিং মল, ফুটপাতের ব্যবসায়ী, তরুন উদ্যোক্তাদের জন্য একদিকে যেমন ব্যবসার সুযোগ বাড়ে তেমনি ব্যবসা সম্প্রসারনেরও সুযোগ তৈরি করে। এছাড়া অস্থায়ীভাবেও অনেকের কর্মসংস্থানের সুযোগ তৈরী হয়। ঈদের কেনাকাটায় অর্থ বেশি ব্যয় হয়, যা স্থানীয় বাজারে নগদ অর্থের প্রবাহ বাড়ায় এবং সামগ্রিক অর্থনীতিকে চাঙা করে"।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

দেশব্যাপী নিয়ে আরও পড়ুন

শীতকালীন সবজির মৌসুম শেষ হতেই অস্থির হয়ে উঠেছে কাঁচাবাজার। চাহিদা অনুযায়ী গ্রীষ্মকালীন সবজির সরবরাহ না থাকায় প্রায় প্রতি সপ্তাহেই বাড়ছে দাম। এরই মধ্যে অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছে মুরগির বাজার।

১ দিন আগে

সব রকমের জ্বালানি তেলের দাম লিটার প্রতি এক টাকা করে কমিয়ে মে মাসের জন্য দাম নির্ধারণ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

৩ দিন আগে

এক বছর আট মাস পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে আবারও ২২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। গত ২০২৩ সালের আগস্টে রিজার্ভ ছিল ২৩ দশমিক ২৫ বিলিয়ন ডলার।

৩ দিন আগে

গত ৫ই মার্চ চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করে হেনস্তার অভিযোগে নিজ সংস্থার ২১ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এসময় এ ঘটনায় দুইজন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

৩ দিন আগে