এনবিআর দুই ভাগ নিয়ে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে: অর্থ উপদেষ্টা

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

এনবিআরকে যেভাবে দুইটি বিভাগে ভাগ করা হয়েছে, সেটিই বহাল থাকবে। একথা বলেছেন, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি দূর হয়েছে বলেও জানান তিনি।

আজ মঙ্গলবার সচিবালয়ে কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তবে এ বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করতে চাননি।

যত তাড়াতাড়ি সম্ভব এনবিআর পৃথকের ব্যাপারে গেজেট প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা । বলেন, ‘আমরা ২ জুন বাজেট দেব। এরপর এটা নিয়ে কাজ হবে। এনবিআর পৃথকের বিষয়টি বাস্তবায়নের পর্যায় রয়েছে। অনেক কাজ আছে এসব নিয়ে। সেসময় আমরা দেখব কতটুকু তাদের দাবি কতটুকু নেওয়া যায়। প্যাকটিকাল ইস্যুতে দশ ও দেশের স্বার্থে, ব্যবসার স্বার্থে আমরা যেটাকে অনুমোদন করেছি সেটা রাখব। কিন্তু তাদের বিষয়গুলো- বিধি হোক আর যেভাবেই হোক সেটা করতে আমরা চেষ্টা করব ‘ 

এ বিষয় নিয়ে তাদের সঙ্গে আর কোনো বৈঠক হবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘তাদের সঙ্গে ফর্মালি আর কোনো আলোচনা হবে না। তাদের যে উপদেষ্টা কমিটি আছে তারা তাদের সঙ্গে আলাপ করে এটা করবে।’ 

আজকের বৈঠক ফলপ্রসূ হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। 

এ কাজ শেষ করতে কতদিন লাগবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব দেওয়া যায়।’ 

তারা কি সন্তুষ্ট কিনা? আন্দোলন থেকে সরে আসবে কিনা জানতে চাইলে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা বলেছি, আন্দোলন থেকে সরে আসেন। তারা কি বলেছে সেটায় আমার যায়-আসে না।’

এ প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান জানান, অর্থ উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টারা কর্মকর্তাদের বক্তব্য শুনেছেন এবং এখন মন্ত্রণালয় বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, গত ১২ মে রাতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এনবিআরকে দুটি ভাগে বিভক্ত করে ‘রাজস্ব নীতি’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা’ নামে দুটি বিভাগ গঠন করা হয়। তবে ওই অধ্যাদেশে কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ উঠে। কর্মকর্তারা দাবি করছেন, এতে তাদের নিয়ন্ত্রণে রাখা হয়েছে এবং তাদের মতামত উপেক্ষা করা হয়েছে।এ অভিযোগে এনবিআরের অনেক কর্মকর্তা কলম বিরতি পালন করে প্রতিবাদ জানিয়ে আসছেন গত কয়েকদিন ধরে। এ বিষয়ে সরকারি সিদ্ধান্ত ও পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

রাজস্ব নিয়ে আরও পড়ুন

আগস্টের ১৭ দিনে ১৬১ কোটি ৯০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছে। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৪৯ কোটি ৩৩ লাখ ডলার। বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে এক ব্যাংকের (কৃষি ব্যাংক) মাধ্যমে এসেছে ১৫ কোটি ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৯৬ কোটি ২৭ লাখ ৬০ হাজার ডলার। এ ছাড়া বিদেশি ব্যাংকে

৮ ঘণ্টা আগে

২০২৪ সালের অক্টোবরে ব্যাংকটি এমডি পদে যোগ দেন শেখ মোহাম্মদ মারুফ। এর আগে তিনি সিটি ব্যাংকের অতিরিক্ত এমডি ছিলেন

৯ ঘণ্টা আগে

আশুলিয়ায় নাসা গ্রুপের নাসা বেসিক কমপ্লেক্স নামে একটি কারখানায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিক অসন্তোষ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ওই কারখানাসহ আশপাশে থাকা অন্তত ১৫টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হযেছে।

৩ দিন আগে

গত জুলাই মাসে প্রতিলিটার জেট ফুয়েলের দাম ৯৩ টাকা ৫৭ পয়সা থেকে বাড়িয়ে ৯৮ টাকা ২ পয়সা করা হয়

৪ দিন আগে