‘দায়িত্বশীল কর্মকর্তাদের ভয়ের কিছু নেই, সীমা লঙ্ঘনকারীদের ভিন্নভাবে দেখা হবে’

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেছেন, কর্মকর্তারা দায়িত্বশীল আচরণ করলে ভয়ের কোনো কারণ নেই, তবে অতিরিক্ত সীমা লঙ্ঘনকারীদের ভিন্নভাবে দেখা হবে।

আজ সোমবার (৭ জুলাই) দুপুরে ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘কেউ কেউ অবশ্য বড় ধরনের সীমা লঙ্ঘন করেছেন। এই বিষয়গুলো হয়তো আলাদা দৃষ্টিকোণ থেকে দেখা হবে। তবে সামগ্রিকভাবে আমার মনে হয় না— কারও আতঙ্কিত হওয়ার প্রয়োজন আছে।’

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘কাস্টমস সংক্রান্ত বিষয়ে ব্যবসায়ীরা কোনো ধরনের বিড়ম্বনায় পড়বেন না, সেভাবেই কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।’

এসময় তিনি অনলাইনে শুল্ক-কর জমা দেয়ার নতুন সফটওয়্যার উদ্বোধন করেন। জানান, আগামী এক সপ্তাহের মধ্যেই শতভাগ সুবিধা পাওয়া যাবে এই অটোমেটেড চালান ব্যবস্থায়। এতে পণ্য খালাসের জট কমবে এবং রাজস্ব সরকারি কোষাগারে সরাসরি জমা হবে।

রাজস্ব আয়ের বিষয়ে তিনি জানান, ২০২৩-২৪ অর্থবছরে এনবিআর ৩ লাখ ৮২ হাজার ৫৬২ কোটি টাকার রাজস্ব আদায় করেছে। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরের শুরুর মাস পর্যন্ত ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকার রাজস্ব আদায়ের হিসাব ইতোমধ্যে নিশ্চিত হয়েছে।

এছাড়াও এনবিআর চেয়ারম্যান ব্যাগেজ রুলস পরিবর্তনের ইঙ্গিত দিয়ে বলেন, সাধারণ যাত্রীরা বছরে ১টি মোবাইল এবং প্রবাসীরা বছরে ২টি মোবাইল বিনা ট্যাক্সে আনতে পারবেন। ব্যাগেজ রুলস অনুযায়ী সর্বোচ্চ ১০ ভরি স্বর্ণ বিনা শুল্কে আনতে পারবে যাত্রীরা।’

তিনি বলেন, ‘রাজস্ব বিভাগ সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাভাবিকভাবেই কাজ করছে। আন্দোলনের নামে কেউ দায়িত্বচ্যুত হলে, তার দায় এনবিআর নেবে না।’

রাজস্ব ব্যবস্থার স্বচ্ছতা ও আধুনিকীকরণে এনবিআর অটোমেশনকে গুরুত্ব দিচ্ছে বলেও জানান আব্দুর রহমান খান।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

রাজস্ব নিয়ে আরও পড়ুন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেছেন, কর্মকর্তারা দায়িত্বশীল আচরণ করলে ভয়ের কোনো কারণ নেই, তবে অতিরিক্ত সীমা লঙ্ঘনকারীদের ভিন্নভাবে দেখা হবে।

৭ ঘণ্টা আগে

অসাধ আমদানিকারকদের দৌরাত্মে চরম হুমকির মুখে দেশিয় শিল্প। এ দৌরাত্মে সবচেয়ে ক্ষতির মুখে কসমেটিকস ও স্কিনকেয়ার খাত। আর এতে বড় অংকের রাজস্ব সম্ভাবনা নষ্ট হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্যও হুমকির মুখে। মানসম্মত পণ্য নিশিচত করতে দেশিয় শিল্পের সুরক্ষায় কঠোর নজরদারি বাড়ানোসহ অশুভ দাপট বন্ধ জরুরি।

৪ দিন আগে

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তিন সদস্য ও এক কমিশনারকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে। আজ বুধবার (২ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

৫ দিন আগে

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। জুলাই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪০৩ টাকা থেকে ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

৫ দিন আগে