পিছু হটল সরকার,সমঝোতায় এনবিআর

প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
Thumbnail image
ছবি: সংগৃহীত

আন্দোলন স্থগিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদ। এর ফলে আগামীকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশের সব দপ্তরে পূর্ণদিবস কর্মবিরতির কর্মসূচিও প্রত্যাহার করা হলো।

আজ রাত আটটার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর চেয়ারম্যানকে অপসারনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহবান জানানো হয়।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদ জানিয়েছে, তাদের অধিকাংশ দাবি সরকারের উচ্চপর্যায়ের আশ্বাসে গৃহীত হওয়ায় আপাতত আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ৩১ জুলাইয়ের মধ্যে সংশোধনীসহ নতুন অধ্যাদেশ জারির আশ্বাসে এই অবস্থান পরিবর্তন আসছে।

রোববার (২৫ মে) সন্ধ্যায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা গণমাধ্যমকে জানান, “আমাদের বেশিরভাগ দাবির সঙ্গে একমত পোষণ করেছেন অর্থমন্ত্রণালয়। ফলে আমরা আপাতত আন্দোলন স্থগিত করতে যাচ্ছি। বিস্তারিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।”

এর আগে, দুপুরে এনবিআরের প্রধান কার্যালয়ের নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা ‘সম্পূর্ণ কর্মবিরতি’ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। সেখান থেকে জানানো হয়, আন্তর্জাতিক যাত্রীসেবা এবং ওষুধ ও জীবন রক্ষাকারী পণ্য ছাড়া অন্যান্য সকল কর, কাস্টমস এবং ভ্যাট কার্যক্রম সোমবার (২৬ মে) থেকে স্থগিত থাকবে।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় অর্থ মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দাবিগুলোর প্রেক্ষিতে সরকারের অবস্থান স্পষ্ট করে। অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ মে জারি করা এক প্রেসনোটে সরকারের অবস্থান ব্যাখ্যা করে বলা হয়েছিল, এনবিআরের কর, কাস্টমস এবং ভ্যাট বিভাগগুলোর সব উদ্বেগের অবসান ঘটানো হবে।

তবে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সাম্প্রতিক প্রেস বিজ্ঞপ্তিতে কিছু অস্পষ্টতা রয়ে গেছে, যা নতুন বিবৃতিতে ব্যাখ্যা করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী:

এনবিআরকে একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগে রূপান্তর করা হবে, যার প্রশাসনিক নিয়ন্ত্রণ অর্থ মন্ত্রণালয়ের অধীনে থাকবে।

বিসিএস (কাস্টমস ও এক্সাইজ) এবং বিসিএস (কর) ক্যাডারের স্বার্থ অক্ষুণ্ণ রেখেই এনবিআরকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।

রাজস্ব নীতি প্রণয়ন এবং বাস্তবায়নের কাঠামো পৃথক করা হবে একটি বিশেষায়িত প্রতিষ্ঠান গঠনের মাধ্যমে।

এই কাঠামো গঠনের জন্য রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটি এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করা হবে।

আগামী ৩১ জুলাইয়ের মধ্যে অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে এবং সংশোধনীর পূর্বে তা কার্যকর হবে না।

অর্থ মন্ত্রণালয় আশা প্রকাশ করে যে, এই পদক্ষেপে এনবিআরের কর্মকর্তাদের সব উদ্বেগ দূর হবে এবং রাজস্ব সংগ্রহ ও সেবা কার্যক্রম পূর্ণ উদ্যমে পুনরায় শুরু হবে।

সংবাদ সম্মেলনে যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা, উপ কমিশনার আব্দুল কাইয়ুম এবং উপ-কর কমিশনার মিজ রইসুন নেসা উপস্থিত ছিলেন।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে– জারি করা অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে; অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে; রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রস্তাবিত খসড়া ও পরামর্শক কমিটির সুপারিশ আলোচনা-পর্যালোচনাপূর্বক প্রত্যাশী সংস্থা, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করতে হবে।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দাবি মূলত চারটি। প্রথমত, জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করা; দ্বিতীয়ত, অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে অপসারণ করা; তিন, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা; চার, এনবিআরে প্রস্তাবিত খসড়া ও পরামর্শক কমিটির সুপারিশ ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিয়ে রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

রাজস্ব নিয়ে আরও পড়ুন

আগস্টের ১৭ দিনে ১৬১ কোটি ৯০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছে। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৪৯ কোটি ৩৩ লাখ ডলার। বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে এক ব্যাংকের (কৃষি ব্যাংক) মাধ্যমে এসেছে ১৫ কোটি ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৯৬ কোটি ২৭ লাখ ৬০ হাজার ডলার। এ ছাড়া বিদেশি ব্যাংকে

১৩ ঘণ্টা আগে

২০২৪ সালের অক্টোবরে ব্যাংকটি এমডি পদে যোগ দেন শেখ মোহাম্মদ মারুফ। এর আগে তিনি সিটি ব্যাংকের অতিরিক্ত এমডি ছিলেন

১৫ ঘণ্টা আগে

আশুলিয়ায় নাসা গ্রুপের নাসা বেসিক কমপ্লেক্স নামে একটি কারখানায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিক অসন্তোষ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ওই কারখানাসহ আশপাশে থাকা অন্তত ১৫টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হযেছে।

৪ দিন আগে

গত জুলাই মাসে প্রতিলিটার জেট ফুয়েলের দাম ৯৩ টাকা ৫৭ পয়সা থেকে বাড়িয়ে ৯৮ টাকা ২ পয়সা করা হয়

৫ দিন আগে