প্রাথমিকের বেসরকারি শিক্ষায় ফি নির্ধারণে নীতিমালার প্রয়োজন: ডা. বিধান রঞ্জন

প্রতিনিধি
রাজশাহী
Thumbnail image
ছবি: প্রতিনিধি

প্রাথমিক শিক্ষায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে যেন ইচ্ছেমতো ফি নিতে না পারে, সেজন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন জরুরি বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

বৃহস্পতিবার সকালে রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিচালিত হতে কোনো বাধা নেই। তবে শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়ার বিষয়ে অবশ্যই একটি নীতিমালা থাকা উচিত। তাদের পাঠক্রম ও পাঠসূচিও সরকারের নিয়ন্ত্রণাধীন হওয়া উচিত।’

b1458d55-861b-41e8-82c3-b417eb0c3c9a

রাজশাহীর পিটিআই মিলনায়তনে আয়োজিত ওই মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা ও সহকারী শিক্ষা কর্মকর্তা এবং পিটিআই ইনস্ট্রাকটররা অংশ নেন। সভায় বক্তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অবকাঠামো উন্নয়ন, শ্রেণিকক্ষ আধুনিকায়ন, পাঠদানের মান উন্নয়ন, মিড ডে মিল চালু, আইসিটির উন্নয়ন, বেতন-ভাতা বৃদ্ধি এবং পর্যাপ্ত প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

বক্তারা বলেন, দেশের অসংখ্য কিন্ডারগার্টেন স্কুল রয়েছে, যাদের কার্যক্রম কোনো কাঠামোর মধ্যে নেই। এসব প্রতিষ্ঠানকে একটি নির্দিষ্ট নীতিমালার আওতায় আনা প্রয়োজন। ইনক্লুসিভ এডুকেশনের আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের নিজেদের ভাষায় পাঠ্যবই নিশ্চিত করার দাবিও উঠে আসে। এছাড়া শিক্ষকদের জন্য টিচার্স গাইড অনুসরণ বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ভর্তি নিয়ে আরও পড়ুন

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় নতুন প্রশ্নকাঠামো কার্যকর হবে। এ ছাড়া দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষায়ও (টেস্ট এক্সাম) বাংলা দ্বিতীয় পত্র, আইসিটি এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন এই নতুন কাঠামো অনুযায়ী প্রস্তুত করতে হবে

৩ ঘণ্টা আগে

সেখানে ২৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ হওয়ার কথা থাকলেও নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ সেপ্টেম্বর। এর ফলে অক্টোবরে পর পর দুই দিনে চাকসু ও রাকসু নির্বাচনের তারিখ পড়ে যাচ্ছে

১২ দিন আগে

একাডেমিক শাখা উপ-রেজিস্টার আবু মো. তারেক বলেন, আমাদের দাবি সুস্পষ্ট, আমাদের উপ-উপাচার্য লাঞ্ছিত হয়েছেন। সেটার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা কোনোভাবেই কাজে ফিরে যাব না

১২ দিন আগে

সিন্ডিকেট সভায় তিনটি সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তগুলো হলো - ধস্তাধস্তির ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন, রাকসু নির্বাচন ২৫ সেপ্টেম্বরেই অনুষ্ঠিত হওয়ার বিষয়ে সিদ্ধান্ত এবং প্রাতিষ্ঠানিক সুবিধা (পোষ্যকোটা) আপাতত স্থগিত থাকবে

১৩ দিন আগে