প্রাথমিকের বেসরকারি শিক্ষায় ফি নির্ধারণে নীতিমালার প্রয়োজন: ডা. বিধান রঞ্জন

প্রতিনিধি
রাজশাহী
Thumbnail image
ছবি: প্রতিনিধি

প্রাথমিক শিক্ষায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে যেন ইচ্ছেমতো ফি নিতে না পারে, সেজন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন জরুরি বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

বৃহস্পতিবার সকালে রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিচালিত হতে কোনো বাধা নেই। তবে শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়ার বিষয়ে অবশ্যই একটি নীতিমালা থাকা উচিত। তাদের পাঠক্রম ও পাঠসূচিও সরকারের নিয়ন্ত্রণাধীন হওয়া উচিত।’

b1458d55-861b-41e8-82c3-b417eb0c3c9a

রাজশাহীর পিটিআই মিলনায়তনে আয়োজিত ওই মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা ও সহকারী শিক্ষা কর্মকর্তা এবং পিটিআই ইনস্ট্রাকটররা অংশ নেন। সভায় বক্তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অবকাঠামো উন্নয়ন, শ্রেণিকক্ষ আধুনিকায়ন, পাঠদানের মান উন্নয়ন, মিড ডে মিল চালু, আইসিটির উন্নয়ন, বেতন-ভাতা বৃদ্ধি এবং পর্যাপ্ত প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

বক্তারা বলেন, দেশের অসংখ্য কিন্ডারগার্টেন স্কুল রয়েছে, যাদের কার্যক্রম কোনো কাঠামোর মধ্যে নেই। এসব প্রতিষ্ঠানকে একটি নির্দিষ্ট নীতিমালার আওতায় আনা প্রয়োজন। ইনক্লুসিভ এডুকেশনের আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের নিজেদের ভাষায় পাঠ্যবই নিশ্চিত করার দাবিও উঠে আসে। এছাড়া শিক্ষকদের জন্য টিচার্স গাইড অনুসরণ বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ভর্তি নিয়ে আরও পড়ুন

সোমবার সকাল থেকে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিআরআইইউ কম্পিউটার ক্লাবের আয়োজনে প্রযুক্তিনির্ভর শিক্ষা, সৃজনশীলতা ও প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বিকাশের জন্য তিন দিনব্যাপী “CS Feast 2.0” বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

১০ দিন আগে

পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের অর্জনের স্বীকৃতিস্বরূপ, খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ৮ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ফুল ফ্রি টিউশন অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

১৩ দিন আগে

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ০৩ ডিসেম্বর। মনোনয়পত্র প্রত্যাহার ০৪, ০৭ ও ০৮ ডিসেম্বর। প্রত্যাহারকৃত প্রার্থীর তালিকা প্রকাশ ০৯ ডিসেম্বর

১৫ দিন আগে

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম ২ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত চলবে

১৭ দিন আগে