নার্সিং কলেজের তিন শিক্ষকের কুশপুত্তলিকা দাহ

প্রতিনিধি
বরিশাল
Thumbnail image
ছবি: প্রতিনিধি

বরিশাল নার্সিং কলেজের তিন শিক্ষকের অপসারণের দাবিতে কুশপুত্তলিকা দাহ ও ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় বরিশাল সরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করে।

এসময় তারা ওই কলেজের বিতর্কিত তিন শিক্ষকের কুশপুত্তলিকা দাহ করেছেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, শিক্ষার মানোন্নয়নে গত মে মাসে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে কয়েকজন শিক্ষক বহিরাগতদের নিয়ে তাদের ওপর হামলা চালায়।

এ ঘটনায় তারা অভিযুক্ত তিন শিক্ষকের অপসারণের দাবি জানিয়ে আসছিলো। কিন্তু তাদের দাবি পূরণ না হওয়ায় তারা কুশপুত্তলিকা দাহ ও ক্লাস বর্জন করে বিক্ষোভ করছেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আরও বলেন, ‎গত ৬ মে চার দফার যৌক্তিক দাবিতে সারাদেশের সকল নার্সিং কলেজের সাথে একাত্মতা রেখে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন শুরু করে।

শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলার প্রত্যক্ষ মদদ দাতা, বহিরাগতদের ডেকে এনে শিক্ষার্থীদের লাঞ্ছনা, হেনস্তা ও হুমকি প্রদানসহ বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন করে ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব কায়েম, আধিপত্য বিস্তার, নারী শিক্ষার্থীদের সাথে আপত্তিকর শব্দ ব্যবহার ও যৌন হয়রানিসহ একাধিক গুরুতর অভিযোগে অভিযুক্ত শিক্ষক আলী আজগর কলেজ থেকে অপসারিত হয়নি।

এছাড়াও শিক্ষার্থীদের হুমকি প্রদান, হামলায় সরাসরি অংশগ্রহণ করা, নারী শিক্ষার্থীদের সাথে অশালীন ও কুরুচিপূর্ণ আচরণসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত অন্য দুই শিক্ষক সাইব হোসাইন রনি এবং ফরিদা বেগমও স্বপদে বহাল রয়েছেন।

দ্রুত এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্যাম্পাস নিয়ে আরও পড়ুন

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় নতুন প্রশ্নকাঠামো কার্যকর হবে। এ ছাড়া দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষায়ও (টেস্ট এক্সাম) বাংলা দ্বিতীয় পত্র, আইসিটি এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন এই নতুন কাঠামো অনুযায়ী প্রস্তুত করতে হবে

৭ ঘণ্টা আগে

সেখানে ২৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ হওয়ার কথা থাকলেও নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ সেপ্টেম্বর। এর ফলে অক্টোবরে পর পর দুই দিনে চাকসু ও রাকসু নির্বাচনের তারিখ পড়ে যাচ্ছে

১২ দিন আগে

একাডেমিক শাখা উপ-রেজিস্টার আবু মো. তারেক বলেন, আমাদের দাবি সুস্পষ্ট, আমাদের উপ-উপাচার্য লাঞ্ছিত হয়েছেন। সেটার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা কোনোভাবেই কাজে ফিরে যাব না

১২ দিন আগে

সিন্ডিকেট সভায় তিনটি সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তগুলো হলো - ধস্তাধস্তির ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন, রাকসু নির্বাচন ২৫ সেপ্টেম্বরেই অনুষ্ঠিত হওয়ার বিষয়ে সিদ্ধান্ত এবং প্রাতিষ্ঠানিক সুবিধা (পোষ্যকোটা) আপাতত স্থগিত থাকবে

১৪ দিন আগে