ববি’তে তিন দফা দাবিতে আমরণ অনশনে সাত শিক্ষার্থী

প্রতিনিধি
বরিশাল
Thumbnail image
ছবিঃপ্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের পর এবার বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত নয়টা থেকে আমরণ অনশনে বসেছেন সাতজন শিক্ষার্থী।

ববি'র গ্রাউন্ড ফ্লোরে অনশনে বসা শিক্ষার্থীরা হলেন-ইংরেজি বিভাগের শারমিলা জামান সেঁজুতি, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অমিয় মন্ডল, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের তাজুল ইসলাম, রসায়ন বিভাগের মো. আবুবকর সিদ্দিক, দর্শন বিভাগের পিয়াল হাসান, লোকপ্রশাসন বিভাগের তামিম আহমেদ রিয়াজ এবং আইন বিভাগের শিক্ষার্থী শওকত ওসমান স্বাক্ষর।

জানা গেছে, তিন দফা দাবিতে শিক্ষার্থীদের অনশনে বসার খবর পেয়ে রাত একটার দিকে ঘটনাস্থলে ছুটে আসেন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম। তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলেন কিন্তু তারা (শিক্ষার্থী) তাদের দাবির প্রতি অনড় থাকায় উপাচার্য অনশনে বসা ববি'র শিক্ষার্থীদের সাথে গ্রাউন্ড ফ্লোরে অবস্থান করছেন।

অনশনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, আমরা একটানা ৩৬ দিন ধরে আন্দোলন করে আসলেও প্রশাসনের টনক নড়েনি। তাই বাধ্য হয়ে আমরা আমরণ অনশন শুরু করেছি। তারা আরও বলেন, কেন প্রশাসন আমাদের কথা শুনছেন না, তা আমরা বুঝতে পারছি না।

শিক্ষার্থীদের প্রধান দাবিগুলো হলো-দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, ক্যাম্পাসের আয়তন বৃদ্ধি ও অবকাঠামো সম্প্রসারণ এবং পরিবহণ সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে।

শিক্ষার্থীদের উত্থাপিত তিন দফার অবকাঠামো উন্নয়নের মধ্যে রয়েছে-বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফেজের উন্নয়নের জন্য ফিজিবিলিটি টেস্টের বাজেট সর্বোচ্চ ছয় মাসের মধ্যে শেষ করতে হবে। পরবর্তীতে একনেকে বাজেট অনুমোদন বাধ্যতামূলক করতে হবে এবং অনুমোদনের সাথে সাথে কাজ শুরু করার বিষয়ে সরকার, ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় থেকে লিখিত প্রজ্ঞাপন জারি করতে হবে।

জমি অধিগ্রহণ :

বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ দুইশ' একর জমির মধ্যে এখন পর্যন্ত মাত্র ৫০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। বাকি ১৫০ একর জমি দ্রুততম সময়ের মধ্যে অধিগ্রহণ করতে হবে। কোন জায়গা থেকে কত একর জমি অধিগ্রহণ হবে এবং কত দিনের মধ্যে তা সম্পন্ন করা হবে সে বিষয়ে যৌক্তিক পরিকল্পনাসহ প্রজ্ঞাপন জারি করতে হবে।

পরিবহণ ব্যবস্থা :

স্বতন্ত্রভাবে বিশ্ববিদ্যালয়ের জন্য শতভাগ পরিবহণ নিশ্চিত করতে হবে। তবে কতোদিনের মধ্যে এই পরিবহণ ব্যবস্থা বাস্তবায়ন করা হবে তার পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রকাশ করতে হবে। নিজস্ব পরিবহণ সংগ্রহ না হওয়া পর্যন্ত বিআরটিসির পরিবহণ ব্যবস্থার মাধ্যমে শতভাগ পরিবহণ নিশ্চিত করতে হবে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, উল্লিখিত দাবিগুলো যথাযথ শর্ত অনুযায়ী বাস্তবায়নের বিষয়ে লিখিত প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরণ অনশন অব্যাহত থাকবে। তবে দাবিগুলো শতভাগ পূরণ হলেই আন্দোলন স্থগিত করা হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম বলেন-শিক্ষার্থীদের অনশনে বসার বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।ববি’তে তিন দফা দাবিতে আমরণ অনশনে সাত শিক্ষার্থী।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের পর এবার বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত নয়টা থেকে আমরণ অনশনে বসেছেন সাতজন শিক্ষার্থী।

ববি'র গ্রাউন্ড ফ্লোরে অনশনে বসা শিক্ষার্থীরা হলেন-ইংরেজি বিভাগের শারমিলা জামান সেঁজুতি, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অমিয় মন্ডল, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের তাজুল ইসলাম, রসায়ন বিভাগের মো. আবুবকর সিদ্দিক, দর্শন বিভাগের পিয়াল হাসান, লোকপ্রশাসন বিভাগের তামিম আহমেদ রিয়াজ এবং আইন বিভাগের শিক্ষার্থী শওকত ওসমান স্বাক্ষর।

জানা গেছে, তিন দফা দাবিতে শিক্ষার্থীদের অনশনে বসার খবর পেয়ে রাত একটার দিকে ঘটনাস্থলে ছুটে আসেন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম। তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলেন কিন্তু তারা (শিক্ষার্থী) তাদের দাবির প্রতি অনড় থাকায় উপাচার্য অনশনে বসা ববি'র শিক্ষার্থীদের সাথে গ্রাউন্ড ফ্লোরে অবস্থান করছেন।

অনশনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, আমরা একটানা ৩৬ দিন ধরে আন্দোলন করে আসলেও প্রশাসনের টনক নড়েনি। তাই বাধ্য হয়ে আমরা আমরণ অনশন শুরু করেছি। তারা আরও বলেন, কেন প্রশাসন আমাদের কথা শুনছেন না, তা আমরা বুঝতে পারছি না।

শিক্ষার্থীদের প্রধান দাবিগুলো হলো-দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, ক্যাম্পাসের আয়তন বৃদ্ধি ও অবকাঠামো সম্প্রসারণ এবং পরিবহণ সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে।

শিক্ষার্থীদের উত্থাপিত তিন দফার অবকাঠামো উন্নয়নের মধ্যে রয়েছে-বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফেজের উন্নয়নের জন্য ফিজিবিলিটি টেস্টের বাজেট সর্বোচ্চ ছয় মাসের মধ্যে শেষ করতে হবে। পরবর্তীতে একনেকে বাজেট অনুমোদন বাধ্যতামূলক করতে হবে এবং অনুমোদনের সাথে সাথে কাজ শুরু করার বিষয়ে সরকার, ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় থেকে লিখিত প্রজ্ঞাপন জারি করতে হবে।

জমি অধিগ্রহণ :

বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ দুইশ' একর জমির মধ্যে এখন পর্যন্ত মাত্র ৫০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। বাকি ১৫০ একর জমি দ্রুততম সময়ের মধ্যে অধিগ্রহণ করতে হবে। কোন জায়গা থেকে কত একর জমি অধিগ্রহণ হবে এবং কত দিনের মধ্যে তা সম্পন্ন করা হবে সে বিষয়ে যৌক্তিক পরিকল্পনাসহ প্রজ্ঞাপন জারি করতে হবে।

পরিবহণ ব্যবস্থা :

স্বতন্ত্রভাবে বিশ্ববিদ্যালয়ের জন্য শতভাগ পরিবহণ নিশ্চিত করতে হবে। তবে কতোদিনের মধ্যে এই পরিবহণ ব্যবস্থা বাস্তবায়ন করা হবে তার পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রকাশ করতে হবে। নিজস্ব পরিবহণ সংগ্রহ না হওয়া পর্যন্ত বিআরটিসির পরিবহণ ব্যবস্থার মাধ্যমে শতভাগ পরিবহণ নিশ্চিত করতে হবে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, উল্লিখিত দাবিগুলো যথাযথ শর্ত অনুযায়ী বাস্তবায়নের বিষয়ে লিখিত প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরণ অনশন অব্যাহত থাকবে। তবে দাবিগুলো শতভাগ পূরণ হলেই আন্দোলন স্থগিত করা হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম বলেন-শিক্ষার্থীদের অনশনে বসার বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্যাম্পাস নিয়ে আরও পড়ুন

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় নতুন প্রশ্নকাঠামো কার্যকর হবে। এ ছাড়া দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষায়ও (টেস্ট এক্সাম) বাংলা দ্বিতীয় পত্র, আইসিটি এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন এই নতুন কাঠামো অনুযায়ী প্রস্তুত করতে হবে

৫ ঘণ্টা আগে

সেখানে ২৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ হওয়ার কথা থাকলেও নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ সেপ্টেম্বর। এর ফলে অক্টোবরে পর পর দুই দিনে চাকসু ও রাকসু নির্বাচনের তারিখ পড়ে যাচ্ছে

১২ দিন আগে

একাডেমিক শাখা উপ-রেজিস্টার আবু মো. তারেক বলেন, আমাদের দাবি সুস্পষ্ট, আমাদের উপ-উপাচার্য লাঞ্ছিত হয়েছেন। সেটার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা কোনোভাবেই কাজে ফিরে যাব না

১২ দিন আগে

সিন্ডিকেট সভায় তিনটি সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তগুলো হলো - ধস্তাধস্তির ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন, রাকসু নির্বাচন ২৫ সেপ্টেম্বরেই অনুষ্ঠিত হওয়ার বিষয়ে সিদ্ধান্ত এবং প্রাতিষ্ঠানিক সুবিধা (পোষ্যকোটা) আপাতত স্থগিত থাকবে

১৩ দিন আগে