ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির দাবিতে

রাস্তা বন্ধ করে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচী

প্রতিনিধি
রাজশাহী
Thumbnail image
ছবি: প্রতিনিধি

রাজশাহী মহানগরীতে ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রি সমমর্যাদার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা। বুধবার (৩০ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে রাজশাহী মহানগরীর অন্যতম পয়েন্ট রেলগেটে এ অবস্থান কর্মসূচী পালন করেন তারা।

এ সময় বিভিন্ন স্থান থেকে আসা গাড়ী রাস্তায় আটকে বিশাল যানজটের মধ্যে পড়ে পথচারীরা ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েন। বিশেষ করে প্রচণ্ড গরমে ছোট শিশু নিয়ে যারা রাস্তার গাড়ীতে আটকে ছিলেন তারা ব্যাপক সমস্যার মধ্যে পড়েন। তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন।

এদিকে অবস্থান কর্মসূচী থেকে জানানো হয়, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করতে হবে। এই একটি দাবিতে রাজশাহী মহানগরীর সকল নার্সিং কলেজের শিক্ষার্থীরা মিলে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচীর আয়োজন করে। এই কর্মসূচীতে নার্সিং ও মিডওয়াইফারির সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

অবস্থান কর্মসূচীতে আসা এক শিক্ষার্থী বলেন, আমাদের দাবি মানতে হবে। আমাদের এই একটি হচ্ছে প্রাণের দাবি। শান্তিাপূর্ন কর্মসূচীতে হামলা চালানো হয়েছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এর আগে শিক্ষার্থীরা বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে এসে রেলগেটে জড়ো হন। অবস্থান কর্মসূচী থেকে বিভিন্ন ধরণের স্লোগান দিতে থাকেন তারা। তারা দ্রুত তাদের দাবি মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানান। এদিকে, পথচারীরা শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, কোনো দাবি থাকলে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বসে আলোচনার মাধ্যমে করতে পারেন। এভাবে মানুষকে জিম্মি করে কোনো আন্দোলন চলতে পারে না। ভবিষ্যতে এ ধরণের কর্মসূচী দেওয়ার আগে তাদের আরো ভাবা উচিত।

বিষয়:

রাজশাহী
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্যাম্পাস নিয়ে আরও পড়ুন

শিক্ষক সংকট আমাদের শিক্ষার মানকে চরমভাবে বাধাগ্রস্ত করছে। যে কয়জন শিক্ষক আছেন, তাদের বেশিরভাগই প্রভাষক। অথচ অধ্যাপক কিংবা সহযোগী অধ্যাপক নেই বললেই চলে। এতে করে মানসম্মত শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে

৬ ঘণ্টা আগে

ইমি বাম গণতান্ত্রিক ছাত্র জোট থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার পক্ষে দেওয়া তার বক্তব্যটি আবার ভাইরাল হয়েছে

৮ ঘণ্টা আগে

ব্যানারে লেখা হয়েছে আমরণ অনশন। এতে শারীরিক অবস্থা খারাপ থেকে আরো খারাপ হলেও অনশন থেকে সরে যাওয়ার সুযোগ নেই। দাবি আদায় করে তবেই এখান থেকে উঠবো। আমাদের অনশনের ব্যাপারে জরুরি মিটিং করে বা অনলাইনে মিটিং করে পদক্ষেপ নেয়া যেত। এখন পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো সদিচ্ছা দেখতে পারছি না

১ দিন আগে

সোমবার সকাল ৮টা থেকে আমরা সকল মেডিকেল কলেজ শিক্ষার্থী ক্লাস বর্জন করছি। যতদিন পর্যন্ত মহিউদ্দিন রনি ও কন্টেন্ট ক্রিয়েটর কাফি এবং অন্যান্য উস্কানিদাতাদের গ্রেফতার করা না হবে ততদিন পর্যন্ত আমরা ক্লাস বর্জন করবো

১ দিন আগে