নিজস্ব প্রতিবেদক

আমরা কাউকে আটক রাখিনি, কেবল নিরাপত্তার জন্য তাদের ক্যাম্পাসে রেখেছিলাম। এমন কথা বলেছেনে সাভারের আশুলিয়ায় সিটি ইউনিভার্সিটি প্রক্টর অধ্যাপক আবু জায়েদ।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১১ শিক্ষার্থীকে হস্তান্তর করা সময় এই কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আজ (সোমবার) বেলা আড়াইটার দিকে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কর্মকর্তারা এসে শিক্ষার্থীদের নিয়ে গেছেন।
রোববার (২৬ অক্টোবর) রাতে আশুলিয়ায় ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ঘটে। এ সময় ক্যাম্পাসের আশপাশে বাসে আগুন দেওয়া হয় এবং উভয় পক্ষের বহুজন আহত হন। তখন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১১ শিক্ষার্থী সিটি ইউনিভার্সিটিতে আটকা পড়ে।
সিটি ইউনিভার্সিটির প্রক্টর জানান, ঘটনাটির পরিপ্রেক্ষিতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় সব ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।
তবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান অভিযোগ করেছেন, আটক শিক্ষার্থীদের মারধর করে আধমরা করা হয়েছে। তিনি বলেন, ‘মূলত ইউজিসির প্রতিনিধিদল জিম্মি থাকা শিক্ষার্থীদের মুক্ত করেছে। তাদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।’ তার দাবি, ড্যাফোডিলের উপাচার্য শিক্ষার্থীদের হামলায় পাঠিয়েছেন, এমন জোরপূর্বক জবানবন্দি নেওয়া হয়েছে।
এর আগে দুপুরে সংবাদ সম্মেলনে সিটি ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান অভিযোগ করেন, ‘ড্যাফোডিলের শিক্ষার্থীরা হামলায় জড়িত ছিল। এতে আমাদের ২৫–২৬ জন হাসপাতালে চিকিৎসাধীন এবং শতাধিক আহত হয়েছে। আমাদের প্রায় ২০–২৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা পুলিশকে জানালেও কোনো সহযোগিতা পাইনি। হামলায় জড়িতদের মধ্যে কেউ কেউ ল্যাপটপ, কম্পিউটার, এসি ভাঙচুর ও চুরির চেষ্টা করেছে। বিষয়টির শান্তিপূর্ণ সমাধানে আমরা আলোচনার উদ্যোগ নিতে চাই, না হলে আইনের আশ্রয় নেব।’

আমরা কাউকে আটক রাখিনি, কেবল নিরাপত্তার জন্য তাদের ক্যাম্পাসে রেখেছিলাম। এমন কথা বলেছেনে সাভারের আশুলিয়ায় সিটি ইউনিভার্সিটি প্রক্টর অধ্যাপক আবু জায়েদ।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১১ শিক্ষার্থীকে হস্তান্তর করা সময় এই কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আজ (সোমবার) বেলা আড়াইটার দিকে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কর্মকর্তারা এসে শিক্ষার্থীদের নিয়ে গেছেন।
রোববার (২৬ অক্টোবর) রাতে আশুলিয়ায় ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ঘটে। এ সময় ক্যাম্পাসের আশপাশে বাসে আগুন দেওয়া হয় এবং উভয় পক্ষের বহুজন আহত হন। তখন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১১ শিক্ষার্থী সিটি ইউনিভার্সিটিতে আটকা পড়ে।
সিটি ইউনিভার্সিটির প্রক্টর জানান, ঘটনাটির পরিপ্রেক্ষিতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় সব ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।
তবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান অভিযোগ করেছেন, আটক শিক্ষার্থীদের মারধর করে আধমরা করা হয়েছে। তিনি বলেন, ‘মূলত ইউজিসির প্রতিনিধিদল জিম্মি থাকা শিক্ষার্থীদের মুক্ত করেছে। তাদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।’ তার দাবি, ড্যাফোডিলের উপাচার্য শিক্ষার্থীদের হামলায় পাঠিয়েছেন, এমন জোরপূর্বক জবানবন্দি নেওয়া হয়েছে।
এর আগে দুপুরে সংবাদ সম্মেলনে সিটি ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান অভিযোগ করেন, ‘ড্যাফোডিলের শিক্ষার্থীরা হামলায় জড়িত ছিল। এতে আমাদের ২৫–২৬ জন হাসপাতালে চিকিৎসাধীন এবং শতাধিক আহত হয়েছে। আমাদের প্রায় ২০–২৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা পুলিশকে জানালেও কোনো সহযোগিতা পাইনি। হামলায় জড়িতদের মধ্যে কেউ কেউ ল্যাপটপ, কম্পিউটার, এসি ভাঙচুর ও চুরির চেষ্টা করেছে। বিষয়টির শান্তিপূর্ণ সমাধানে আমরা আলোচনার উদ্যোগ নিতে চাই, না হলে আইনের আশ্রয় নেব।’

সোমবার সকাল থেকে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিআরআইইউ কম্পিউটার ক্লাবের আয়োজনে প্রযুক্তিনির্ভর শিক্ষা, সৃজনশীলতা ও প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বিকাশের জন্য তিন দিনব্যাপী “CS Feast 2.0” বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
১০ দিন আগে
পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের অর্জনের স্বীকৃতিস্বরূপ, খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ৮ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ফুল ফ্রি টিউশন অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
১৩ দিন আগে
চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ০৩ ডিসেম্বর। মনোনয়পত্র প্রত্যাহার ০৪, ০৭ ও ০৮ ডিসেম্বর। প্রত্যাহারকৃত প্রার্থীর তালিকা প্রকাশ ০৯ ডিসেম্বর
১৪ দিন আগে
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম ২ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত চলবে
১৭ দিন আগেসোমবার সকাল থেকে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিআরআইইউ কম্পিউটার ক্লাবের আয়োজনে প্রযুক্তিনির্ভর শিক্ষা, সৃজনশীলতা ও প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বিকাশের জন্য তিন দিনব্যাপী “CS Feast 2.0” বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের অর্জনের স্বীকৃতিস্বরূপ, খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ৮ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ফুল ফ্রি টিউশন অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ০৩ ডিসেম্বর। মনোনয়পত্র প্রত্যাহার ০৪, ০৭ ও ০৮ ডিসেম্বর। প্রত্যাহারকৃত প্রার্থীর তালিকা প্রকাশ ০৯ ডিসেম্বর
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম ২ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত চলবে