রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ

ডাকসুর ভিপি প্রার্থী জালালকে হল থেকে বহিষ্কার

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ জালালকে হল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার(২৭ আগস্ট) মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলে এ ঘটনা ঘটে। আহত রবিউল হক ২০১৮-১৯ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম তাৎক্ষণিকভাবে তাকে বহিষ্কারের ঘোষণা দেন। তিনি বলেন, 'জঘন্য কাজের জন্য তাকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। তার ছাত্রত্ব বাতিলেরও ব্যবস্থা নেওয়া হবে।'

জানা গেছে , রাত পৌনে একটার দিকে হলের ৪৬২ নম্বর কক্ষে জালাল তার রুমমেট মো. রবিউল হকের ওপর হামলা চালান। আহত অবস্থায় রবিউলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে রবিউল অভিযোগ করেন, 'রাত সাড়ে ১২টার দিকে জালাল রুমে ঢুকে লাইট জ্বালিয়ে দেন এবং হৈচৈ শুরু করেন। আমি তাকে বলি যে সকালে আমার লাইব্রেরিতে যেতে হবে এবং তার কারণে আমার ঘুমে সমস্যা হচ্ছে। এ কথা শুনে সে ক্ষিপ্ত হয়ে যায়, আমাকে বহিরাগত বলে গালি দেয় এবং একপর্যায়ে ছুরিকাঘাত করে।'

তবে জালাল এক ফেসবুক পোস্টে এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি পাল্টা দাবি করেন, রবিউলই তার ওপর হামলা করেছে। নিজের আহত অবস্থার ছবি পোস্ট করে জালাল অভিযোগ করেন, তার রুমমেট অবৈধভাবে হলে থাকছিলেন। তিনি আরও বলেন, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে অবৈধ ও বহিরাগত শিক্ষার্থী উচ্ছেদের দাবিতে তিনি আইনি পদক্ষেপ নিয়েছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ বলেন, ঘটনার পরপরই হল প্রাধ্যক্ষের সঙ্গে প্রক্টরিয়াল দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্যাম্পাস নিয়ে আরও পড়ুন

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় নতুন প্রশ্নকাঠামো কার্যকর হবে। এ ছাড়া দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষায়ও (টেস্ট এক্সাম) বাংলা দ্বিতীয় পত্র, আইসিটি এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন এই নতুন কাঠামো অনুযায়ী প্রস্তুত করতে হবে

৭ ঘণ্টা আগে

সেখানে ২৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ হওয়ার কথা থাকলেও নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ সেপ্টেম্বর। এর ফলে অক্টোবরে পর পর দুই দিনে চাকসু ও রাকসু নির্বাচনের তারিখ পড়ে যাচ্ছে

১২ দিন আগে

একাডেমিক শাখা উপ-রেজিস্টার আবু মো. তারেক বলেন, আমাদের দাবি সুস্পষ্ট, আমাদের উপ-উপাচার্য লাঞ্ছিত হয়েছেন। সেটার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা কোনোভাবেই কাজে ফিরে যাব না

১২ দিন আগে

সিন্ডিকেট সভায় তিনটি সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তগুলো হলো - ধস্তাধস্তির ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন, রাকসু নির্বাচন ২৫ সেপ্টেম্বরেই অনুষ্ঠিত হওয়ার বিষয়ে সিদ্ধান্ত এবং প্রাতিষ্ঠানিক সুবিধা (পোষ্যকোটা) আপাতত স্থগিত থাকবে

১৪ দিন আগে