রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক

রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ জালালকে হল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার(২৭ আগস্ট) মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলে এ ঘটনা ঘটে। আহত রবিউল হক ২০১৮-১৯ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম তাৎক্ষণিকভাবে তাকে বহিষ্কারের ঘোষণা দেন। তিনি বলেন, 'জঘন্য কাজের জন্য তাকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। তার ছাত্রত্ব বাতিলেরও ব্যবস্থা নেওয়া হবে।'
জানা গেছে , রাত পৌনে একটার দিকে হলের ৪৬২ নম্বর কক্ষে জালাল তার রুমমেট মো. রবিউল হকের ওপর হামলা চালান। আহত অবস্থায় রবিউলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার বর্ণনা দিয়ে রবিউল অভিযোগ করেন, 'রাত সাড়ে ১২টার দিকে জালাল রুমে ঢুকে লাইট জ্বালিয়ে দেন এবং হৈচৈ শুরু করেন। আমি তাকে বলি যে সকালে আমার লাইব্রেরিতে যেতে হবে এবং তার কারণে আমার ঘুমে সমস্যা হচ্ছে। এ কথা শুনে সে ক্ষিপ্ত হয়ে যায়, আমাকে বহিরাগত বলে গালি দেয় এবং একপর্যায়ে ছুরিকাঘাত করে।'
তবে জালাল এক ফেসবুক পোস্টে এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি পাল্টা দাবি করেন, রবিউলই তার ওপর হামলা করেছে। নিজের আহত অবস্থার ছবি পোস্ট করে জালাল অভিযোগ করেন, তার রুমমেট অবৈধভাবে হলে থাকছিলেন। তিনি আরও বলেন, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে অবৈধ ও বহিরাগত শিক্ষার্থী উচ্ছেদের দাবিতে তিনি আইনি পদক্ষেপ নিয়েছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ বলেন, ঘটনার পরপরই হল প্রাধ্যক্ষের সঙ্গে প্রক্টরিয়াল দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ জালালকে হল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার(২৭ আগস্ট) মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলে এ ঘটনা ঘটে। আহত রবিউল হক ২০১৮-১৯ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম তাৎক্ষণিকভাবে তাকে বহিষ্কারের ঘোষণা দেন। তিনি বলেন, 'জঘন্য কাজের জন্য তাকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। তার ছাত্রত্ব বাতিলেরও ব্যবস্থা নেওয়া হবে।'
জানা গেছে , রাত পৌনে একটার দিকে হলের ৪৬২ নম্বর কক্ষে জালাল তার রুমমেট মো. রবিউল হকের ওপর হামলা চালান। আহত অবস্থায় রবিউলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার বর্ণনা দিয়ে রবিউল অভিযোগ করেন, 'রাত সাড়ে ১২টার দিকে জালাল রুমে ঢুকে লাইট জ্বালিয়ে দেন এবং হৈচৈ শুরু করেন। আমি তাকে বলি যে সকালে আমার লাইব্রেরিতে যেতে হবে এবং তার কারণে আমার ঘুমে সমস্যা হচ্ছে। এ কথা শুনে সে ক্ষিপ্ত হয়ে যায়, আমাকে বহিরাগত বলে গালি দেয় এবং একপর্যায়ে ছুরিকাঘাত করে।'
তবে জালাল এক ফেসবুক পোস্টে এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি পাল্টা দাবি করেন, রবিউলই তার ওপর হামলা করেছে। নিজের আহত অবস্থার ছবি পোস্ট করে জালাল অভিযোগ করেন, তার রুমমেট অবৈধভাবে হলে থাকছিলেন। তিনি আরও বলেন, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে অবৈধ ও বহিরাগত শিক্ষার্থী উচ্ছেদের দাবিতে তিনি আইনি পদক্ষেপ নিয়েছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ বলেন, ঘটনার পরপরই হল প্রাধ্যক্ষের সঙ্গে প্রক্টরিয়াল দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সোমবার সকাল থেকে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিআরআইইউ কম্পিউটার ক্লাবের আয়োজনে প্রযুক্তিনির্ভর শিক্ষা, সৃজনশীলতা ও প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বিকাশের জন্য তিন দিনব্যাপী “CS Feast 2.0” বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
১০ দিন আগে
পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের অর্জনের স্বীকৃতিস্বরূপ, খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ৮ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ফুল ফ্রি টিউশন অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
১৪ দিন আগে
চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ০৩ ডিসেম্বর। মনোনয়পত্র প্রত্যাহার ০৪, ০৭ ও ০৮ ডিসেম্বর। প্রত্যাহারকৃত প্রার্থীর তালিকা প্রকাশ ০৯ ডিসেম্বর
১৫ দিন আগে
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম ২ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত চলবে
১৭ দিন আগেসোমবার সকাল থেকে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিআরআইইউ কম্পিউটার ক্লাবের আয়োজনে প্রযুক্তিনির্ভর শিক্ষা, সৃজনশীলতা ও প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বিকাশের জন্য তিন দিনব্যাপী “CS Feast 2.0” বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের অর্জনের স্বীকৃতিস্বরূপ, খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ৮ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ফুল ফ্রি টিউশন অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ০৩ ডিসেম্বর। মনোনয়পত্র প্রত্যাহার ০৪, ০৭ ও ০৮ ডিসেম্বর। প্রত্যাহারকৃত প্রার্থীর তালিকা প্রকাশ ০৯ ডিসেম্বর
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম ২ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত চলবে