ক্যাম্পাসকে মানবিক করে গড়ে তুলতে চাই: ডাকসুপ্রার্থী সীমা

প্রতিনিধি
ঢাবি
Thumbnail image
ছবি: সংগৃহীত

আমি প্রথমত ক্যাম্পাসকে মানবিক হিসেবে গড়ে তুলতে চাই । যাতে প্রান্তিক থেকে আমার মত উঠে আসা শিক্ষার্থীরা এই ক্যাম্পাসে তারা প্রথমত ছাদ খুঁজে পায়। তারপরে একটা তহবিল করতে চাই। তাদের আর্থিক সহায়তা দিতে পারি।

এইকথা গুলো ঢাকা বিশ্ববিদ্যালিয়ের শিক্ষার্থী সীমা আক্তারের। এবারের ডাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) সমাজসেবা সম্পাদক পদে লড়ছেন তিনি। এক সাক্ষাৎকারে নিজের সংগ্রামের কথা তুলে ধরেন তিনি।

আমি বড় হয়েছি বস্তিতে। আমি জানি বস্তিতে বড় হওয়া কত কষ্টকর। আমার বাবা চা দোকানদার , মা তাঁর সহযোগী। বিশ্ববিদ্যালয় পর্যন্ত জার্নিটা আমার পক্ষে সহজ ছিলো না। আমি লড়াই করে টিকে আছি। আপনাদের জন্যও লড়াই কররেত চাই।

তিনি আরো বলেন, বস্তিতে বড় হওয়ার কারণে আমি দেখেছি বস্তিবাসীর সমস্যাগুলো। আমি বুঝেছিলাম লেখাপড়া ছাড়া সংগ্রাম সম্ভব নয়। তাই সুযোগ পেয়ে লেখাপড়া শুরু করি। যারা আমার লেখাপড়ায় সাহায্য করেছিলেন তাদের প্রতি কৃতজ্ঞ আমি।

সীমা বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আমি অধিকার নিয়ে কাজ করা শুরু করি। অন্যায়-অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদে সংগ্রাম করি।

এখন আমি এ জায়গায় এসে দাঁড়াতে পারছি। আমি দেখেছি বিশ্ববিদ্যালয়ে চলমান সমস্যাগুলো। যেহেতু ছোট থেকে নিজে সংগ্রাম করে অধিকার আদায় করছি তাই আমি ভরসা পাই দায়িত্ব পেলে আমি বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো সমাধান করতে পারবো।

আমি ডাকসু নির্বাচনে সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী। ডাকসু নিয়ে আমার চিন্তাভাবনা আরও সুদূরপ্রসারী।

তিনি বলেন, ‘আমি লড়াই করে টিকে আছি, আপনাদের জন্যও লড়াই করতে চাই।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্যাম্পাস নিয়ে আরও পড়ুন

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় নতুন প্রশ্নকাঠামো কার্যকর হবে। এ ছাড়া দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষায়ও (টেস্ট এক্সাম) বাংলা দ্বিতীয় পত্র, আইসিটি এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন এই নতুন কাঠামো অনুযায়ী প্রস্তুত করতে হবে

৫ ঘণ্টা আগে

সেখানে ২৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ হওয়ার কথা থাকলেও নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ সেপ্টেম্বর। এর ফলে অক্টোবরে পর পর দুই দিনে চাকসু ও রাকসু নির্বাচনের তারিখ পড়ে যাচ্ছে

১২ দিন আগে

একাডেমিক শাখা উপ-রেজিস্টার আবু মো. তারেক বলেন, আমাদের দাবি সুস্পষ্ট, আমাদের উপ-উপাচার্য লাঞ্ছিত হয়েছেন। সেটার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা কোনোভাবেই কাজে ফিরে যাব না

১২ দিন আগে

সিন্ডিকেট সভায় তিনটি সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তগুলো হলো - ধস্তাধস্তির ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন, রাকসু নির্বাচন ২৫ সেপ্টেম্বরেই অনুষ্ঠিত হওয়ার বিষয়ে সিদ্ধান্ত এবং প্রাতিষ্ঠানিক সুবিধা (পোষ্যকোটা) আপাতত স্থগিত থাকবে

১৩ দিন আগে