ডাকসুতে সবচেয়ে বয়স্ক ভোটার মাহমুদুল হাসান ইউসুফ

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১৯: ১৫
Thumbnail image

এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)–২০২৫ নির্বাচনের সবচেয়ে বয়স্ক ভোটার হলেন অধ্যাপক ড. মাহমুদুল হাসান ইউসুফ। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে মাস্টার্স প্রথম বর্ষে অধ্যয়নরত। তার রেজিস্ট্রেশন বর্ষ ১৯৯১-৯২। তিনি ঢাবির শেখ মুজিবুর রহমান হলের অনাবাসিক শিক্ষার্থী হিসেবে ভোটার তালিকায় স্থান পেয়েছেন।

শিক্ষাজীবনের পাশাপাশি দীর্ঘ সময় তিনি শিক্ষকতা ও প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। তিনি ইল্লানুর ইনস্টিটিউটের ধর্মবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন এবং দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ ও দা’ওয়াহ বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ছিলেন।

এছাড়া ২০১১ সালের ১ জানুয়ারি থেকে বর্তমান পর্যন্ত ডিআইইউতে অধ্যাপকের দায়িত্ব পালন করছেন। এর আগে ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত সহযোগী অধ্যাপক এবং ১৯৯৯ থেকে ২০০৮ পর্যন্ত প্রভাষক হিসেবে দায়িত্বে ছিলেন।

শিক্ষাদানের পাশাপাশি তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, মাহমুদুল হাসান ইউসুফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। সম্প্রতি মাস্টার্সে খালি থাকা আসনে ভর্তি পরীক্ষার মাধ্যমে নতুন করে ভর্তি হয়েছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্যাম্পাস নিয়ে আরও পড়ুন

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় নতুন প্রশ্নকাঠামো কার্যকর হবে। এ ছাড়া দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষায়ও (টেস্ট এক্সাম) বাংলা দ্বিতীয় পত্র, আইসিটি এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন এই নতুন কাঠামো অনুযায়ী প্রস্তুত করতে হবে

৯ ঘণ্টা আগে

সেখানে ২৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ হওয়ার কথা থাকলেও নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ সেপ্টেম্বর। এর ফলে অক্টোবরে পর পর দুই দিনে চাকসু ও রাকসু নির্বাচনের তারিখ পড়ে যাচ্ছে

১২ দিন আগে

একাডেমিক শাখা উপ-রেজিস্টার আবু মো. তারেক বলেন, আমাদের দাবি সুস্পষ্ট, আমাদের উপ-উপাচার্য লাঞ্ছিত হয়েছেন। সেটার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা কোনোভাবেই কাজে ফিরে যাব না

১৩ দিন আগে

সিন্ডিকেট সভায় তিনটি সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তগুলো হলো - ধস্তাধস্তির ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন, রাকসু নির্বাচন ২৫ সেপ্টেম্বরেই অনুষ্ঠিত হওয়ার বিষয়ে সিদ্ধান্ত এবং প্রাতিষ্ঠানিক সুবিধা (পোষ্যকোটা) আপাতত স্থগিত থাকবে

১৪ দিন আগে