বেরোবির দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা’, ছাত্রদলের বিক্ষোভ-আল্টিমেটাম

প্রতিনিধি
রংপুর ব্যুরো
Thumbnail image
ছবি: প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসের বিভিন্ন হলের দেয়ালে জয়বাংলা, শেখ হাসিনা ফিরবেসহ বিভিন্ন ধরনের দেয়াল লিখনের প্রতিবাদে গভীর রাতে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এসময় তারা ৪ ঘণ্টার মধ্যে দোষীদের শনাক্ত করে ব্যবস্থা না নিলে প্রশাসনের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়ার আল্টিমেটাম দেন।

বুধবার (১৬ জুলাই) রাত ১০টায় নিষিদ্ধ সংগঠনের দেয়াল লিখনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত থেকে প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেওয়ার আলটিমেটাম দেন।

জানা যায়, শহীদ আবু সাঈদের ১ম মৃত্যু বার্ষিকীর দিনে চুপিসারে ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে 'শেখ হাসিনা ফিরবে', 'ছাত্রলীগ' শেখ 'হাসিনাতেই আস্থা' ইত্যাদি দেয়াল লিখনি লিখে যায় নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা।

ছাত্রদলের নেতাকর্মীরা ধারণা করেন,এগুলো হলে অবস্থানরত পোস্টেড নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা করেছেন,বিশ্ববিদ্যালয় এত কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকার পরে কারা এগুলো করেছে সিসি ফুটেজ দেখে প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেন।

দেওয়াল লিখনির প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মো:আল-আমিন ও সদস্য সচিব রাশেদ মণ্ডলের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে আয়োজন করে শাখা ছাত্রদল।

বিক্ষোভটি ক্যাম্পাসের মেইন গেট থেকে শুরু হয়ে দুই হল প্রদক্ষিণ করে আবার মেইনগেটে সামনে এসে শেষ হয়।

এসময় রাশেদ মন্ডল বলেন, " সারাদেশ আজ শোকাহত। শোকের এই দিনে নিষিদ্ধ সংগঠন ও বাকশালের দোসরা দেয়াল লিখনি করে গেছে। কীভাবে ক্যাম্পাসের কড়া নিরাপত্তা পেরিয়ে তারা একাজ করলো? এটা প্রশাসনের স্পষ্ট ব্যর্থতা। কারা এর পিছনে দায়ী তা খতিয়ে দেয়া দরকার।"

মো: আল-আমিন বলেন, "নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। আগামী ২৪ঘন্টার ভিতর দোষীদের বের করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। অন্যথায় আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয় অচল করে দিব।"

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্যাম্পাস নিয়ে আরও পড়ুন

সোমবার সকাল থেকে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিআরআইইউ কম্পিউটার ক্লাবের আয়োজনে প্রযুক্তিনির্ভর শিক্ষা, সৃজনশীলতা ও প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বিকাশের জন্য তিন দিনব্যাপী “CS Feast 2.0” বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

১১ দিন আগে

পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের অর্জনের স্বীকৃতিস্বরূপ, খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ৮ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ফুল ফ্রি টিউশন অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

১৪ দিন আগে

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ০৩ ডিসেম্বর। মনোনয়পত্র প্রত্যাহার ০৪, ০৭ ও ০৮ ডিসেম্বর। প্রত্যাহারকৃত প্রার্থীর তালিকা প্রকাশ ০৯ ডিসেম্বর

১৫ দিন আগে

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম ২ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত চলবে

১৭ দিন আগে