বরিশাল বিশ্ববিদ্যালয়ে জিরো টলারেন্স বার্তা অন্তর্বর্তী উপাচার্যের

প্রতিনিধি
স্টাফ রিপোর্টার
Thumbnail image
ছবি: প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অন্তর্বর্তী উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েই কঠোর বার্তা দিলেন প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম। তিনি বলেছেন, ফ্যাসিস্টদের দোসরদের বিরুদ্ধে কোনো ধরনের সহনশীলতা দেখানো হবে না।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি আরও বলেন, আমি এমন এক সময়ে দায়িত্ব নিচ্ছি, যখন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সমস্যা বিরাজমান। আমার প্রথম কাজ হবে সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধান নিশ্চিত করা।

দুপুর ২টায় সড়কপথে ক্যাম্পাসে পৌঁছানোর পর শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের একাংশ তাকে স্বাগত জানান। পরে তার উপস্থিতিতে দীর্ঘদিন তালাবদ্ধ থাকা প্রশাসনিক ভবনের তালা খুলে দেওয়া হয় এবং তিনি নিজ কার্যালয়ে গিয়ে দায়িত্ব গ্রহণ করেন। তিনি আরও জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলমান আইনি জটিলতা এবং শিক্ষার্থীদের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধান খুঁজে বের করবেন।

এ সময় তিনি স্পষ্ট করে বলেন, যারা ফ্যাসিস্ট শক্তির সহযোগী বা দোসর, তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে এবং প্রশাসনিকভাবে কঠোর অবস্থান নেওয়া হবে। এ ব্যাপারে আমার অবস্থান জিরো টলারেন্স। পরে তিনি ছাত্র প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন এবং তাদের উদ্বেগ-আপত্তি শোনেন।

প্রসঙ্গত, ১৩ মে রাতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে উপাচার্যের পদ থেকে সরে দাঁড়ান প্রফেসর ড. শুচিতা শরমিন। এরপর অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্যাম্পাস নিয়ে আরও পড়ুন

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় নতুন প্রশ্নকাঠামো কার্যকর হবে। এ ছাড়া দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষায়ও (টেস্ট এক্সাম) বাংলা দ্বিতীয় পত্র, আইসিটি এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন এই নতুন কাঠামো অনুযায়ী প্রস্তুত করতে হবে

১৪ ঘণ্টা আগে

সেখানে ২৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ হওয়ার কথা থাকলেও নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ সেপ্টেম্বর। এর ফলে অক্টোবরে পর পর দুই দিনে চাকসু ও রাকসু নির্বাচনের তারিখ পড়ে যাচ্ছে

১৩ দিন আগে

একাডেমিক শাখা উপ-রেজিস্টার আবু মো. তারেক বলেন, আমাদের দাবি সুস্পষ্ট, আমাদের উপ-উপাচার্য লাঞ্ছিত হয়েছেন। সেটার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা কোনোভাবেই কাজে ফিরে যাব না

১৩ দিন আগে

সিন্ডিকেট সভায় তিনটি সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তগুলো হলো - ধস্তাধস্তির ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন, রাকসু নির্বাচন ২৫ সেপ্টেম্বরেই অনুষ্ঠিত হওয়ার বিষয়ে সিদ্ধান্ত এবং প্রাতিষ্ঠানিক সুবিধা (পোষ্যকোটা) আপাতত স্থগিত থাকবে

১৪ দিন আগে