ময়মনসিংহে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ:

৬ দফা আদায়ের হুঁশিয়ারি, ক্রাফটদের ‘চামড়া তুলে নেওয়া’র হুমকি

প্রতিনিধি
ময়মনসিংহ
আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ২৩: ৪৫
Thumbnail image
ছবি: প্রতিনিধি

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাস মাঠে আয়োজিত এক মহাসমাবেশে ছয় দফা দাবিতে সোচ্চার হন কারিগরি শিক্ষার্থীরা। রোববার (২০ এপ্রিল) সকাল ১১টা থেকে বিভিন্ন বিভাগ ও বর্ষের শিক্ষার্থীরা ব্যানার-ফেস্টুন হাতে জমায়েত হতে থাকেন। দুপুর ১২টায় শুরু হওয়া সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ আট বছর ধরে তারা নানাবিধ বৈষম্যের শিকার হচ্ছেন, যার বিরুদ্ধে এবার আর চুপ করে থাকবেন না।

সমাবেশে বক্তারা বলেন, “আমাদের যৌক্তিক ৬ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না। প্রয়োজনে ক্রাফটদের চামড়া তুলে নেব।” বক্তারা আরও জানান, কুমিল্লায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদেই তারা এবার আরও সংগঠিত হয়ে মাঠে নেমেছেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে- কারিগরি শিক্ষা ব্যবস্থার কাঠামোগত সংস্কার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বৈষম্যহীন চাকরির সুযোগ, জাতীয় বেতন কাঠামোতে স্বীকৃতি, অনিয়মিত নিয়োগ পরীক্ষা, ওভারল্যাপিং বিষয় বাতিল এবং ডিপ্লোমা শিক্ষার্থীদের মর্যাদা রক্ষা।

শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। বক্তারা হুঁশিয়ার করে বলেন, “আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। কিন্তু সরকার যদি আমাদের যৌক্তিক দাবিগুলো আমলে না নেয়, তাহলে এই আন্দোলন যে কোনো সময় উত্তপ্ত রূপ নিতে পারে।”

‘কারিগরি ছাত্র আন্দোলন ময়মনসিংহ’ ব্যানারে আয়োজিত এ মহাসমাবেশে কয়েক শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। দুপুর ১টার দিকে শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্যাম্পাস নিয়ে আরও পড়ুন

জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের এ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম সম্মিলন শুরু হয়েছে। এসময় নৃত্য পরিবেশন আর বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

১৪ ঘণ্টা আগে

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে 'বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

১ দিন আগে

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

১ দিন আগে

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আবাসিক হলের সিটে থাকাকে কেন্দ্র করে দ্য ডেইলি ক্যাম্পাসের ইবি প্রতিনিধি ওয়াসিফ আল আবরাররের ওপর গত মঙ্গলবার (২৯ এপ্রিল) হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ।

৩ দিন আগে