বরিশালে পোস্ট বেসিক নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন

প্রতিনিধি
বরিশাল
Thumbnail image
ছবি: প্রতিনিধি

নিরাপদ ক্যাম্পাস, আমাদের অধিকার এই শ্লোগান নিয়ে বরিশাল নার্সিং কলেজে পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের শিক্ষার্থীদের উপর বেসিক বিএসসি শিক্ষার্থীদের কর্তৃক হামলার প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পোস্ট বেসিক বিএসসি নার্সিং ও পাবলিক হেলথ নার্সিংয়ের শিক্ষার্থীরা।

আজ বুধবার দুপুরে নার্সিং কলেজের ট্রেনিং সেন্টারের সামনে এ মানববন্ধন করে তারা। মানববন্ধন শেষে হামলার বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। এ সময় বক্তরা বলেন, তাদের দাবী ক্লাশে ফেরার। উল্লেখ্য, গত ৬মে মঙ্গলবার প্রতিদিনের তারা ক্লাস করার উদ্দেশ্য কলেজে গিয়েছিলেন। এ সময় বিএসসি কোর্সের ছাত্র-ছাত্রীরা গেট লক করে সাটডাউন ঘোষণা করেছে। তাদের অনেক বুঝানো হয়েছে কিন্তু তারা গেট খুলবে না এবং আমাদের ক্লাস করতেন দিবে না। পরে আমরা যখন ব্যর্থ হয়েছি তাদের বুঝাতে তখন আমরা গেট থেকে ঢুকতে চাইলে তাদের উপর হামলা চালায় অভিযোগ করেন তারা। মানববন্ধনে অন্যান্যদেও মধ্যে বক্তব্য দেন বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সিনিয়র স্টাফ নার্স মোহাম্মদ হাসান জোমাদ্দার, মোসাম্দদ শারমিন ইসরাত সহ ইন সার্ভিস এডুকেশনের শিক্ষার্থীরা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্যাম্পাস নিয়ে আরও পড়ুন

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় নতুন প্রশ্নকাঠামো কার্যকর হবে। এ ছাড়া দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষায়ও (টেস্ট এক্সাম) বাংলা দ্বিতীয় পত্র, আইসিটি এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন এই নতুন কাঠামো অনুযায়ী প্রস্তুত করতে হবে

১৭ ঘণ্টা আগে

সেখানে ২৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ হওয়ার কথা থাকলেও নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ সেপ্টেম্বর। এর ফলে অক্টোবরে পর পর দুই দিনে চাকসু ও রাকসু নির্বাচনের তারিখ পড়ে যাচ্ছে

১৩ দিন আগে

একাডেমিক শাখা উপ-রেজিস্টার আবু মো. তারেক বলেন, আমাদের দাবি সুস্পষ্ট, আমাদের উপ-উপাচার্য লাঞ্ছিত হয়েছেন। সেটার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা কোনোভাবেই কাজে ফিরে যাব না

১৩ দিন আগে

সিন্ডিকেট সভায় তিনটি সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তগুলো হলো - ধস্তাধস্তির ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন, রাকসু নির্বাচন ২৫ সেপ্টেম্বরেই অনুষ্ঠিত হওয়ার বিষয়ে সিদ্ধান্ত এবং প্রাতিষ্ঠানিক সুবিধা (পোষ্যকোটা) আপাতত স্থগিত থাকবে

১৪ দিন আগে