ববিতে ‘জুলাই-৩৬’ স্মৃতিফলক নির্মাণ কাজের উদ্বোধন

প্রতিনিধি
বরিশাল
Thumbnail image
ছবি: প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই-আগস্ট বিপ্লবের স্মৃতিচিহ্ন হিসেবে ‘জুলাই-৩৬’ স্মৃতিফলক নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৮ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নং-১ গেইট সংলগ্ন স্থানে এ স্মৃতিফলক নির্মাণের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।

শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসী।

স্মৃতিফলকটির নকশা প্রণয়ন করেন বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তমাল রায়।

উদ্বোধনকালে ববি উপাচার্য ড. তৌফিক আলম বলেন, এই স্মৃতিফলক জুলাই আন্দোলনের মর্যাদা ধরে রাখবে।জুলাই আন্দোলনের গুরুত্ব এবং শিক্ষার্থী ও এলাকাবাসীর আবেগ সকল কিছুই এই স্মৃতিফলকের সাথে জড়িত। এটি একটি ইতিহাস হয়ে থাকবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং এলাকাবাসীর সাথে এই স্মৃতিফলকের উদ্বোধন করতে পেরে আমি গর্বিত ও আনন্দিত।

উপাচার্য আরও বলেন, জুলাই বিপ্লবকে স্মরণে রাখতে শিক্ষার্থীদের অন্যতম দাবি ছিল একটি স্মৃতিফলক নির্মাণ। এই বিপ্লবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করেছিলো এলাকাবাসী। তাই আজকে শিক্ষার্থী ও এলাকাবাসীদের সাথে নিয়ে জুলাই ৩৬ স্মৃতিফলকের নির্মাণ কাজের উদ্বোধন করেছি। আশা করি খুব দ্রুতই জুলাই ৩৬ স্মৃতিফলকটি দৃশ্যমান হবে।

জুলাই স্মৃতিফলক নির্মাণ কমিটির সদস্য ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী শাহীর খান বলেন, স্মৃতিফলকটি ভবিষ্যৎ প্রজন্মকে দেশের ইতিহাস জানাতে অনুপ্রাণিত করবে এবং স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাহসী করে তুলবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্যাম্পাস নিয়ে আরও পড়ুন

ব্যানারে লেখা হয়েছে আমরণ অনশন। এতে শারীরিক অবস্থা খারাপ থেকে আরো খারাপ হলেও অনশন থেকে সরে যাওয়ার সুযোগ নেই। দাবি আদায় করে তবেই এখান থেকে উঠবো। আমাদের অনশনের ব্যাপারে জরুরি মিটিং করে বা অনলাইনে মিটিং করে পদক্ষেপ নেয়া যেত। এখন পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো সদিচ্ছা দেখতে পারছি না

৮ ঘণ্টা আগে

সোমবার সকাল ৮টা থেকে আমরা সকল মেডিকেল কলেজ শিক্ষার্থী ক্লাস বর্জন করছি। যতদিন পর্যন্ত মহিউদ্দিন রনি ও কন্টেন্ট ক্রিয়েটর কাফি এবং অন্যান্য উস্কানিদাতাদের গ্রেফতার করা না হবে ততদিন পর্যন্ত আমরা ক্লাস বর্জন করবো

৯ ঘণ্টা আগে

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে এক অনুষ্ঠানে সব দায়িত্ব ও তথ্য প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্ী প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াসের কাছে হস্তান্তর করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

৪ দিন আগে

২০১১ সালের ১ জানুয়ারি থেকে বর্তমান পর্যন্ত ডিআইইউতে অধ্যাপকের দায়িত্ব পালন করছেন। এর আগে ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত সহযোগী অধ্যাপক এবং ১৯৯৯ থেকে ২০০৮ পর্যন্ত প্রভাষক হিসেবে দায়িত্বে ছিলেন

৫ দিন আগে