ভিসির পদত্যাগ দাবি
বরিশাল
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসেছে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ। গতকাল সোমবার রাত সাড়ে ৯টায় সংবাদ সম্মেলনে তারা এই কর্মসূচির ঘোষণা দেয়। রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১–এর নিচে তারা আমরণ অনশন শুরু করে।
এর আগে শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার দুপুর ২টা থেকে তাঁরা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে দক্ষিণাঞ্চল অচল করে দেবেন। ফলে উপাচার্যের পদত্যাগের এক দফা দাবি নিয়ে চলমান আন্দোলন আরও সংঘটিত রূপ নিচ্ছে।
সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থী সুজয় শুভ বলেন, ‘গত ২৮ দিন ধরে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। কিন্তু একবারের জন্যও উপাচার্য আমাদের সঙ্গে বসার চেষ্টা করেননি বরং আন্দোলনের শেষ পর্যায়ে এসে রাতের বেলায় ফেসবুক লাইভে কথা বলার আগ্রহ দেখাচ্ছেন, যাকে আমরা আগেই অবাঞ্ছিত ঘোষণা করেছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের আন্দোলনের ফল নির্ভর করবে বিশ্ববিদ্যালয়ের আচার্য, শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির সিদ্ধান্তের ওপর। আমরা বারবার বার্তা পৌঁছালেও কেউ গুরুত্ব দেয়নি।’
সুজয় আরও জানান, ‘যতক্ষণ পর্যন্ত আমাদের এক দফা দাবি—ভিসির অপসারণ—মানা না হবে, ততক্ষণ আন্দোলন চালিয়ে যাব। আজ রাত থেকেই শিক্ষার্থীদের একটি অংশ আমরণ অনশনে বসেছে।’
তিনি উপাচার্য শুচিতা শরমিনকে ‘ফ্যাসিস্ট’ আখ্যায়িত করে বলেন, ‘এমন মানুষের হাতে আমরা আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান ছেড়ে দিতে পারি না। প্রয়োজনে আরও কঠোর আন্দোলনে যাব।’
এদিকে রাত ১০টার দিকে এক জরুরি সংবাদ সম্মেলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শুচিতা শরমিন ফেসবুক লাইভে আসেন। সেখানে শিক্ষার্থীরা তাঁকে নানা প্রশ্নবাণে জর্জরিত করেন।
বিশেষ করে ছাত্রদের বিরুদ্ধে মামলা দায়ের এবং ক্যানসার আক্রান্ত ছাত্রী জিমি চিকিৎসা সহায়তার আবেদন করেও সহযোগিতা না পাওয়ার অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। অভিযোগ অনুযায়ী, চিকিৎসা না পেয়ে শেষ পর্যন্ত জিমির মৃত্যু হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসেছে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ। গতকাল সোমবার রাত সাড়ে ৯টায় সংবাদ সম্মেলনে তারা এই কর্মসূচির ঘোষণা দেয়। রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১–এর নিচে তারা আমরণ অনশন শুরু করে।
এর আগে শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার দুপুর ২টা থেকে তাঁরা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে দক্ষিণাঞ্চল অচল করে দেবেন। ফলে উপাচার্যের পদত্যাগের এক দফা দাবি নিয়ে চলমান আন্দোলন আরও সংঘটিত রূপ নিচ্ছে।
সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থী সুজয় শুভ বলেন, ‘গত ২৮ দিন ধরে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। কিন্তু একবারের জন্যও উপাচার্য আমাদের সঙ্গে বসার চেষ্টা করেননি বরং আন্দোলনের শেষ পর্যায়ে এসে রাতের বেলায় ফেসবুক লাইভে কথা বলার আগ্রহ দেখাচ্ছেন, যাকে আমরা আগেই অবাঞ্ছিত ঘোষণা করেছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের আন্দোলনের ফল নির্ভর করবে বিশ্ববিদ্যালয়ের আচার্য, শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির সিদ্ধান্তের ওপর। আমরা বারবার বার্তা পৌঁছালেও কেউ গুরুত্ব দেয়নি।’
সুজয় আরও জানান, ‘যতক্ষণ পর্যন্ত আমাদের এক দফা দাবি—ভিসির অপসারণ—মানা না হবে, ততক্ষণ আন্দোলন চালিয়ে যাব। আজ রাত থেকেই শিক্ষার্থীদের একটি অংশ আমরণ অনশনে বসেছে।’
তিনি উপাচার্য শুচিতা শরমিনকে ‘ফ্যাসিস্ট’ আখ্যায়িত করে বলেন, ‘এমন মানুষের হাতে আমরা আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান ছেড়ে দিতে পারি না। প্রয়োজনে আরও কঠোর আন্দোলনে যাব।’
এদিকে রাত ১০টার দিকে এক জরুরি সংবাদ সম্মেলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শুচিতা শরমিন ফেসবুক লাইভে আসেন। সেখানে শিক্ষার্থীরা তাঁকে নানা প্রশ্নবাণে জর্জরিত করেন।
বিশেষ করে ছাত্রদের বিরুদ্ধে মামলা দায়ের এবং ক্যানসার আক্রান্ত ছাত্রী জিমি চিকিৎসা সহায়তার আবেদন করেও সহযোগিতা না পাওয়ার অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। অভিযোগ অনুযায়ী, চিকিৎসা না পেয়ে শেষ পর্যন্ত জিমির মৃত্যু হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অন্তর্বর্তী উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েই কঠোর বার্তা দিলেন প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম। তিনি বলেছেন, ফ্যাসিস্টদের দোসরদের বিরুদ্ধে কোনো ধরনের সহনশীলতা দেখানো হবে না।
১০ ঘণ্টা আগেশিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় শাটডাউনের ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।
১৩ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের মৃত্যুতে আজ শোক দিবস পালন করা হচ্ছে।
১৮ ঘণ্টা আগেটানা দ্বিতীয় দিনের মতো কাকরাইলে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তিন দফা দাবি নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন বলেও ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
১৮ ঘণ্টা আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অন্তর্বর্তী উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েই কঠোর বার্তা দিলেন প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম। তিনি বলেছেন, ফ্যাসিস্টদের দোসরদের বিরুদ্ধে কোনো ধরনের সহনশীলতা দেখানো হবে না।
শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় শাটডাউনের ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের মৃত্যুতে আজ শোক দিবস পালন করা হচ্ছে।
টানা দ্বিতীয় দিনের মতো কাকরাইলে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তিন দফা দাবি নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন বলেও ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।