রাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ

প্রতিনিধি
রাজশাহী
Thumbnail image
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

পোষ্য কোটা ইস্যুতে রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় জরুরি বৈঠক করে এ ঘোষণা দেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতারা।

বৈঠক শেষে তারা তিনটি সিদ্ধান্তের কথা জানান। সেগুণলো হলো - শনিবারের হাতাহাতির ঘটনায় উপ-উপাচার্যসহ শিক্ষকদের লাঞ্চিত করার ঘটনায় জড়িতদের বিচার, সোমবার বেলা ১১টায় মানবন্ধন ও প্রতিবাদ সভা এবং শিক্ষকদের লাঞ্চিতের ঘটনার বিচার না হওয়া পর্যন্ত সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।

পোষ্য কোটা নিয়ে উদ্ভুত পরিস্থিতিতে রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩য় উপাচার্যের বাসভবনে জরুরি সিন্ডিকেট মিটিং করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিন্ডিকেট সভায় তিনটি সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তগুলো হলো - ধস্তাধস্তির ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন, রাকসু নির্বাচন ২৫ সেপ্টেম্বরেই অনুষ্ঠিত হওয়ার বিষয়ে সিদ্ধান্ত এবং প্রাতিষ্ঠানিক সুবিধা (পোষ্যকোটা) আপাতত স্থগিত থাকবে।

মিটিং শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ।

তিনি বলেন, আমাদের মিটিং এ তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে শনিবার ধস্তাধস্তির ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়াও স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের বিরোধ তৈরির একটা ব্যাপার আমরা লক্ষ্য করেছি। এ বিষয়টা নিরসনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং স্থানীয়দের নিয়ে একটি সমন্বয় কমিটি করা হয়েছে।

রাকসুর বিষয়ে তিনি বলেন, নির্বাচন নির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হবে। কর্মকর্তারা বলেছে রাকসু নির্বাচন তাদের কর্মসূচির বাইরে থাকবে। তারা নির্বাচনে যথাযথ সহায়তা করবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্যাম্পাস নিয়ে আরও পড়ুন

সোমবার সকাল থেকে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিআরআইইউ কম্পিউটার ক্লাবের আয়োজনে প্রযুক্তিনির্ভর শিক্ষা, সৃজনশীলতা ও প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বিকাশের জন্য তিন দিনব্যাপী “CS Feast 2.0” বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

১০ দিন আগে

পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের অর্জনের স্বীকৃতিস্বরূপ, খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ৮ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ফুল ফ্রি টিউশন অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

১৩ দিন আগে

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ০৩ ডিসেম্বর। মনোনয়পত্র প্রত্যাহার ০৪, ০৭ ও ০৮ ডিসেম্বর। প্রত্যাহারকৃত প্রার্থীর তালিকা প্রকাশ ০৯ ডিসেম্বর

১৪ দিন আগে

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম ২ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত চলবে

১৭ দিন আগে