বেরোবি’র অ্যাকাডেমিক ভবন-১ এর সম্প্রসারণ কাজের উদ্বোধন

প্রতিনিধি
রংপুর ব্যুরো
Thumbnail image
ছবি: প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-১ এর পঞ্চম তলার ছাদ ঢালাইয়ের মাধ্যমে সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন,) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী ভবন-১ (কবি হেয়াত মামুদ ভবন) এর পঞ্চম তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন। আনুষ্ঠানিক এই কাজের উদ্বোধনের মাধ্যমে অ্যাকাডেমিক ভবনটিকে বর্তমান চতুর্থ তলা থেকে ষষ্ঠ তলা পর্যন্ত সম্প্রসারণ করা হবে।

এ সময় উপাচার্য জানান, শ্রেণীকক্ষ সংকট দূর করে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ভবনটির সম্প্রসারণ কার্যক্রম শুরু করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সমাপ্ত করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বেরোবি উপাচার্য জানান, অ্যাকাডেমিক ভবন-১ এর মতোই অ্যাকাডেমিক ভবন-২ ছয় তলা পর্যন্ত সম্প্রসারণ করা হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম একটা সন্তোষজনক পর্যায়ে আনার জন্য বর্তমান প্রশাসন বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।

ছাদ ঢালাই কাজের উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন-অর রশিদ, প্রকৌশল দপ্তরের প্রকৌশলীবৃন্দ, ঠিকাদারি প্রতিষ্ঠান পারভেজ কনস্ট্রাকশনের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্যাম্পাস নিয়ে আরও পড়ুন

সোমবার সকাল থেকে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিআরআইইউ কম্পিউটার ক্লাবের আয়োজনে প্রযুক্তিনির্ভর শিক্ষা, সৃজনশীলতা ও প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বিকাশের জন্য তিন দিনব্যাপী “CS Feast 2.0” বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

১১ দিন আগে

পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের অর্জনের স্বীকৃতিস্বরূপ, খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ৮ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ফুল ফ্রি টিউশন অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

১৪ দিন আগে

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ০৩ ডিসেম্বর। মনোনয়পত্র প্রত্যাহার ০৪, ০৭ ও ০৮ ডিসেম্বর। প্রত্যাহারকৃত প্রার্থীর তালিকা প্রকাশ ০৯ ডিসেম্বর

১৫ দিন আগে

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম ২ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত চলবে

১৭ দিন আগে