বেসিক টিচার্স ট্রেনিং কোর্সের সমাপনী

আইসিসিতে অভিজ্ঞতা অর্জন করলেন দু'শতাধিক শিক্ষক

প্রতিনিধি
সাতক্ষীরা
Thumbnail image
ছবি: প্রতিনিধি

খুলনা টিটি কলেজের আয়োজনে আইসিটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন প্রকল্পের (২য় পর্যায় ১ম সংশোধীত) বেসিক টিচার্স ট্রেনিং (বিটিটি) অংশগ্রহণকারী শিক্ষকদের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকাল ৩ টায় খুলনা টিচার্স ট্রেনিং কলেজে ১২ দিনব্যাপী বেসিক টিচার্স ট্রেনিং এর সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহা-পরিচালক ড.মুহাম্মদ আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথির ভার্চুয়ালী বক্তব্য রাখেন, শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খুলনা টিটি কলেজের সদ্য যোগদানকারী অধ্যক্ষ প্রফেসর তৌফিক আহম্মদ।

অনুষ্ঠানে শুরুতেই পবিত্র কোরআন তেলায়াত করেন প্রশিক্ষনার্থ শিক্ষক মো: জামাত আলী,পবিত্র গীতা পাঠ করেন প্রশিক্ষনার্থী শিক্ষক সুব্রত কুমার দাস।

অনুষ্ঠানে ভার্চ্যুয়ালী বক্ত্যা রাখেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবিক্ষন মূল্যায়ন বিভাগের মহা পরিচালক যুগ্ম সচিব মোঃ মাহবুবুর রহমান,শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ূন কবির, পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মামুনুর রশিদ,রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর শওকত আলী খান, প্রশিক্ষণার্থী কলেজ শিক্ষক রুহুল আমিন ও মো: নুর কুতুবুল আলম।

অনুষ্ঠান পরিচালনা করেন খুলনা টিটি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ মহিববুল্লাহ।

অনুষ্ঠানে বেসিক টিচার্স ট্রেনিং এ ভালো সাফল্য অর্জনের জন্য তিনটি গ্রুপের ৯ জন প্রশিক্ষনার্থী শিক্ষকের হাতে পুরুষ্কার তুলে দেন প্রশিক্ষকরা।

সমাপনি অনুষ্ঠানে বক্তারা বলেন, বেসিক টিচার্স ট্রেনিং বিটিটি কোর্সের অংশগ্রহণকারী শিক্ষকরা প্রশিক্ষণ কোর্সের ফলে স্মার্ট শিক্ষক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারবে। মান সম্মত শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য শিক্ষকদের কে ১২ দিনে হাতে কলমে আই সিটিতে পারদর্শী করে গড়ে তোলা হয়েছে। তারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আগামীতে শিক্ষার্থীদের মানব সম্পদ উন্নয়ন কাজ করবেন। শিক্ষকদের সম্পদে পরিণত করতে শিক্ষকদের আরো বেশি দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে ।

উল্লেখ্য: গত ২৮ এপ্রিল থেকে খুলনা সরকারী টিটি কলেজে খুলনা বিভাগের দুই শতাধিক শিক্ষক কয়েকটি গ্রুপে বেসিক টিচার্স ট্রেনিং (বিটিটি) অংশ নেন। ১২ দিন ব্যাপী এ প্রশিক্ষণে কমিম্পউটারের বিভিন্ন বিষয়ে পরিচিতি ও আইসিটি উপকরণ,মাল্টিমিডিয়ার ব্যবহারসহ প্রযুক্তির নানান বিষয়ে হাতে কলমে শিক্ষা দেয়া হয়। প্রাথমিক ও মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের আইসিটিতে দক্ষ ও বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলাই হলো এই কোর্সের উদ্দেশ্য। এছাড়াও এই কোর্সটি সম্পন্ন করে একদিকে যেমন জ্ঞান ও দক্ষতা লাভ করা যাবে তেমনি শ্রেণিকক্ষেও পাঠদান সহজ, আনন্দদায়ক ও জীবনঘনিষ্ঠ করা যাবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

উচ্চশিক্ষা নিয়ে আরও পড়ুন

সোমবার সকাল থেকে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিআরআইইউ কম্পিউটার ক্লাবের আয়োজনে প্রযুক্তিনির্ভর শিক্ষা, সৃজনশীলতা ও প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বিকাশের জন্য তিন দিনব্যাপী “CS Feast 2.0” বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

১০ দিন আগে

পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের অর্জনের স্বীকৃতিস্বরূপ, খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ৮ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ফুল ফ্রি টিউশন অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

১৩ দিন আগে

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ০৩ ডিসেম্বর। মনোনয়পত্র প্রত্যাহার ০৪, ০৭ ও ০৮ ডিসেম্বর। প্রত্যাহারকৃত প্রার্থীর তালিকা প্রকাশ ০৯ ডিসেম্বর

১৫ দিন আগে

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম ২ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত চলবে

১৭ দিন আগে