৭ কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয়ের নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ফাইল ছবি

ঢাকার সরকারি সাত কলেজের জন্য নতুন যে বিশ্ববিদ্যালয়টি হতে যাচ্ছে, সেটির নাম হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ)। আজ রোববার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) সাত কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে ইউজিসি চেয়ারম্যান এস এম এ ফায়েজসহ অন্যদের এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, ‘৭ কলেজকে একটি বিশ্ববিদ্যালয়ের আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে। প্রস্তাবিত নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি।’

এ সময় প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন, ‘বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্তের অপেক্ষায় আছে। বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রায় চূড়ান্ত। এর দায়িত্ব নেবেন এই সাত কলেজেরই কোনো একজন প্রিন্সিপাল। ইতোমধ্যে তাদের সাক্ষাতকার নেওয়া হয়েছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করে আসছে। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর এ আন্দোলন আরও বেগ পায়।

২০১৭ সালে এই ৭ কলেজকে ঢাবির অধিভুক্ত করা হয়। এগুলো হলো, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

উচ্চশিক্ষা নিয়ে আরও পড়ুন

জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের এ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম সম্মিলন শুরু হয়েছে। এসময় নৃত্য পরিবেশন আর বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

১৭ ঘণ্টা আগে

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে 'বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

১ দিন আগে

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

১ দিন আগে

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আবাসিক হলের সিটে থাকাকে কেন্দ্র করে দ্য ডেইলি ক্যাম্পাসের ইবি প্রতিনিধি ওয়াসিফ আল আবরাররের ওপর গত মঙ্গলবার (২৯ এপ্রিল) হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ।

৩ দিন আগে