মহালছড়িতে ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রাম

প্রতিনিধি
মহালছড়ি, খাগড়াছড়ি
Thumbnail image
ছবি: প্রতিনিধি

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি উচ্চ বিদ্যালয় হলরুমে হোপ ফর চিলড্রেন এর উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রাম’অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ১১ ঘটিকায় উপজেলার মাইসছড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা। বিশেষ অতিথি ছিলেন মাইসছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন চাকমা,সহকারী শিক্ষিকা ডেইজি চাকমা, হোপ ফর চিলড্রেনের কো অর্ডিনেটর সুনীল ত্রিপুরা, জাবারাং কল্যাণ সমিতির কমিউনিটি মবিলাইজেশ অফিসার হিরণ ত্রিপুরা, শিপু ত্রিপুরা ।

এছাড়াও উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেনের স্থানীয় কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ, সঠিক দিকনির্দেশনা এবং আধুনিক কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে সঠিক ক্যারিয়ার পরিকল্পনা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়। এজন্য শিক্ষাজীবনের শুরু থেকেই শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা পাওয়া অত্যন্ত জরুরি।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা ক্যারিয়ার বিষয়ক প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করে এবং বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করে। অনুষ্ঠানে সঞ্চালনা করেন ফিল্ডকর্মী কৃষ্ণজ্যোতি ত্রিপুরা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পড়াশোনা নিয়ে আরও পড়ুন

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় নতুন প্রশ্নকাঠামো কার্যকর হবে। এ ছাড়া দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষায়ও (টেস্ট এক্সাম) বাংলা দ্বিতীয় পত্র, আইসিটি এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন এই নতুন কাঠামো অনুযায়ী প্রস্তুত করতে হবে

৩ ঘণ্টা আগে

সেখানে ২৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ হওয়ার কথা থাকলেও নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ সেপ্টেম্বর। এর ফলে অক্টোবরে পর পর দুই দিনে চাকসু ও রাকসু নির্বাচনের তারিখ পড়ে যাচ্ছে

১২ দিন আগে

একাডেমিক শাখা উপ-রেজিস্টার আবু মো. তারেক বলেন, আমাদের দাবি সুস্পষ্ট, আমাদের উপ-উপাচার্য লাঞ্ছিত হয়েছেন। সেটার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা কোনোভাবেই কাজে ফিরে যাব না

১২ দিন আগে

সিন্ডিকেট সভায় তিনটি সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তগুলো হলো - ধস্তাধস্তির ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন, রাকসু নির্বাচন ২৫ সেপ্টেম্বরেই অনুষ্ঠিত হওয়ার বিষয়ে সিদ্ধান্ত এবং প্রাতিষ্ঠানিক সুবিধা (পোষ্যকোটা) আপাতত স্থগিত থাকবে

১৩ দিন আগে