লালমনিরহাটে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি

প্রতিনিধি
লালমনিরহাট
Thumbnail image
ছবি: প্রতিনিধি

তোমাদের হাতে আগামীর দেশ। শিক্ষার আলোয় আলোকিত হোক প্রতিটি জীবন—এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৪১ জন কৃতি শিক্ষার্থীকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংবর্ধনা দিয়েছে বিএনপি। শনিবার ( ২৬ জুলাই) দুপুরে উপজেলার তুষভান্ডার রমণী মোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম। শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম জিপিএ-৫ প্রাপ্ত সকল শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং শিক্ষকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, "তোমরা আমাদের ভবিষ্যৎ, দেশের আগামীর কাণ্ডারি। তোমাদের এই সাফল্য শুধু তোমাদের একার নয়, তোমাদের পরিবার, শিক্ষক এবং সর্বোপরি জাতির জন্য গৌরবের। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। আজকের এই তরুণ প্রজন্মই আগামী দিনের উন্নত, সমৃদ্ধ ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়বে। আমরা বিশ্বাস করি, আলোকিত সমাজ গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই। আমরা তোমাদের পাশে আছি এবং সবসময় তোমাদের উচ্চশিক্ষার পথ সুগম করতে, তোমাদের স্বপ্ন পূরণে সব ধরনের সহযোগিতা ও অনুপ্রেরণা দিয়ে যাবো।"

কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুর, উপজেলা বিএনপির অন্যতম সদস্য ফারহান উদ্দিন পাশা এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেরবান মিঠু। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোটমারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাসেত পাটোয়ারী।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পরীক্ষা নিয়ে আরও পড়ুন

সোমবার সকাল ৮টা থেকে আমরা সকল মেডিকেল কলেজ শিক্ষার্থী ক্লাস বর্জন করছি। যতদিন পর্যন্ত মহিউদ্দিন রনি ও কন্টেন্ট ক্রিয়েটর কাফি এবং অন্যান্য উস্কানিদাতাদের গ্রেফতার করা না হবে ততদিন পর্যন্ত আমরা ক্লাস বর্জন করবো

১ ঘণ্টা আগে

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে এক অনুষ্ঠানে সব দায়িত্ব ও তথ্য প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্ী প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াসের কাছে হস্তান্তর করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

৪ দিন আগে

২০১১ সালের ১ জানুয়ারি থেকে বর্তমান পর্যন্ত ডিআইইউতে অধ্যাপকের দায়িত্ব পালন করছেন। এর আগে ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত সহযোগী অধ্যাপক এবং ১৯৯৯ থেকে ২০০৮ পর্যন্ত প্রভাষক হিসেবে দায়িত্বে ছিলেন

৫ দিন আগে

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

৮ দিন আগে