এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিনিধি
বরিশাল ব্যুরো
Thumbnail image
বরিশালের নথুল্লাবাদে অবস্থিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ হয়। ছবি: সংগৃহীত

এইচএসসি পরীক্ষা পেছানোসহ তিন দফা দাবিতে বরিশালে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বুধবার দুপুর ১২টার দিকে বরিশালের নথুল্লাবাদে অবস্থিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে এই বিক্ষোভ হয়।

শিক্ষার্থীরা জানায়, করোনাসহ নানা কারণে ২৬ জুন থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা অন্তত দুই মাস পেছাতে হবে। এছাড়াও তাদের দাবি, এমসিকিউ ও সৃজনশীল অংশে যৌক্তিকভাবে পাশ নম্বর নির্ধারণ করতে হবে। তারা আরও জানায়, ২০২৭ সালে প্রবর্তিত নতুন ক্যারিকুলাম এখনই (২০২৫ সালের) পরীক্ষার্থীদের ওপর চাপিয়ে না দিয়ে পুরোনো নিয়মেই পরীক্ষা নিতে হবে।

আয়েশা সিদ্দিকা, শফিকুল ইসলাম ও নাঈম খানসহ অনেক শিক্ষার্থী জানান, সারা দেশের শিক্ষার্থীরা আন্দোলন করছে। তারই অংশ হিসেবে তারা এখানে দাঁড়িয়েছেন। দাবি মানা না হলে আন্দোলন চালবে।

বিক্ষোভে অংশ নিতে শিক্ষার্থীরা সকাল থেকে বোর্ডের সামনে জড়ো হন এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে শিক্ষাবোর্ডের কর্মকর্তারা এবং পুলিশ এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। শিক্ষার্থীরা দাবি মেনে নেওয়ার জন্য সময়সীমা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী বলেন, ‘আমরা পরীক্ষা নেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। তবে শিক্ষার্থীদের দাবিগুলো আমরা মন্ত্রণালয়ে জানিয়েছি। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ীই আমরা কাজ করব।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পরীক্ষা নিয়ে আরও পড়ুন

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় নতুন প্রশ্নকাঠামো কার্যকর হবে। এ ছাড়া দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষায়ও (টেস্ট এক্সাম) বাংলা দ্বিতীয় পত্র, আইসিটি এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন এই নতুন কাঠামো অনুযায়ী প্রস্তুত করতে হবে

৫ ঘণ্টা আগে

সেখানে ২৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ হওয়ার কথা থাকলেও নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ সেপ্টেম্বর। এর ফলে অক্টোবরে পর পর দুই দিনে চাকসু ও রাকসু নির্বাচনের তারিখ পড়ে যাচ্ছে

১২ দিন আগে

একাডেমিক শাখা উপ-রেজিস্টার আবু মো. তারেক বলেন, আমাদের দাবি সুস্পষ্ট, আমাদের উপ-উপাচার্য লাঞ্ছিত হয়েছেন। সেটার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা কোনোভাবেই কাজে ফিরে যাব না

১২ দিন আগে

সিন্ডিকেট সভায় তিনটি সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তগুলো হলো - ধস্তাধস্তির ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন, রাকসু নির্বাচন ২৫ সেপ্টেম্বরেই অনুষ্ঠিত হওয়ার বিষয়ে সিদ্ধান্ত এবং প্রাতিষ্ঠানিক সুবিধা (পোষ্যকোটা) আপাতত স্থগিত থাকবে

১৩ দিন আগে