গুইমারায় ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রতিনিধি
খাগড়াছড়ি
Thumbnail image
ছবিঃপ্রতিনিধি

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) গুইমারা উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সংগঠক মিজানুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থানবিষয়ক সহ-সম্পাদক এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।

তিনি কৃতি শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের অভিনন্দন জানিয়ে বলেন, “গুইমারা উপজেলা থেকে ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে—এটি অত্যন্ত আনন্দের বিষয়।”

ছবিঃপ্রতিনিধি
ছবিঃপ্রতিনিধি

বক্তব্যে তিনি পাহাড়ের সব সম্প্রদায়ের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক পারভেজ হোসেন, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম সোহাগ ও সাধারণ সম্পাদক মাহবুব আলী।

বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষা উন্নয়নে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি তারা আগামী জাতীয় নির্বাচনে আব্দুল ওয়াদুদ ভূঁইয়াকে সমর্থন দিয়ে ভোট প্রদানের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, এস এম মিলন, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিমসহ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পরীক্ষা নিয়ে আরও পড়ুন

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় নতুন প্রশ্নকাঠামো কার্যকর হবে। এ ছাড়া দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষায়ও (টেস্ট এক্সাম) বাংলা দ্বিতীয় পত্র, আইসিটি এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন এই নতুন কাঠামো অনুযায়ী প্রস্তুত করতে হবে

৩ ঘণ্টা আগে

সেখানে ২৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ হওয়ার কথা থাকলেও নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ সেপ্টেম্বর। এর ফলে অক্টোবরে পর পর দুই দিনে চাকসু ও রাকসু নির্বাচনের তারিখ পড়ে যাচ্ছে

১২ দিন আগে

একাডেমিক শাখা উপ-রেজিস্টার আবু মো. তারেক বলেন, আমাদের দাবি সুস্পষ্ট, আমাদের উপ-উপাচার্য লাঞ্ছিত হয়েছেন। সেটার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা কোনোভাবেই কাজে ফিরে যাব না

১২ দিন আগে

সিন্ডিকেট সভায় তিনটি সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তগুলো হলো - ধস্তাধস্তির ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন, রাকসু নির্বাচন ২৫ সেপ্টেম্বরেই অনুষ্ঠিত হওয়ার বিষয়ে সিদ্ধান্ত এবং প্রাতিষ্ঠানিক সুবিধা (পোষ্যকোটা) আপাতত স্থগিত থাকবে

১৩ দিন আগে