ফরম পূরণে ফি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধি
রংপুর ব্যুরো
Thumbnail image
ছবি: প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের ফরম পূরণ ও অন্যান্য খাতে ফি বৃদ্ধির প্রতিবাদে রংপুরে মানববন্ধন সমাবেশ হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে কারমাইকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে কর্মসূচিতে বক্তব্য রাখেন, শিক্ষার্থী সাদিক ইসলাম, আঞ্জুমান আরা, মহসিনা বেগম, আরমান হকসহ অন্যরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে মধ্যবিত্ত-নিম্নবিত্ত পরিবারের সন্তানের লেখাপড়া করেন। চলতি বছর অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণসহ অন্যান্য খাতে অস্বাভাবিক ও অযৌক্তিকভাবে ফি বৃদ্ধি করেছে কর্তৃপক্ষ। বিজ্ঞান বিষয়ের একজন শিক্ষার্থীকে ৯ হাজার টাকা দিয়ে ফরম পূরণ করতে হচ্ছে।

যা অনেক শিক্ষার্থীর পক্ষে দেওয়া কষ্টকর । এতে করে বেশিরভাগ শিক্ষার্থীদের ফরমপূরণসহ লেখাপড়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনিয়ম-দুর্নীতি দূর করলে শিক্ষার্থীদের এমন অযৌক্তিক ফি’র বোঝা বহন করতে হবে না বলে দাবি করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এরপর কারমাইকেল কলেজ অধ্যক্ষের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পরীক্ষা নিয়ে আরও পড়ুন

সোমবার সকাল থেকে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিআরআইইউ কম্পিউটার ক্লাবের আয়োজনে প্রযুক্তিনির্ভর শিক্ষা, সৃজনশীলতা ও প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বিকাশের জন্য তিন দিনব্যাপী “CS Feast 2.0” বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

১০ দিন আগে

পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের অর্জনের স্বীকৃতিস্বরূপ, খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ৮ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ফুল ফ্রি টিউশন অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

১৩ দিন আগে

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ০৩ ডিসেম্বর। মনোনয়পত্র প্রত্যাহার ০৪, ০৭ ও ০৮ ডিসেম্বর। প্রত্যাহারকৃত প্রার্থীর তালিকা প্রকাশ ০৯ ডিসেম্বর

১৫ দিন আগে

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম ২ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত চলবে

১৭ দিন আগে