ফরম পূরণে ফি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধি
রংপুর ব্যুরো
Thumbnail image
ছবি: প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের ফরম পূরণ ও অন্যান্য খাতে ফি বৃদ্ধির প্রতিবাদে রংপুরে মানববন্ধন সমাবেশ হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে কারমাইকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে কর্মসূচিতে বক্তব্য রাখেন, শিক্ষার্থী সাদিক ইসলাম, আঞ্জুমান আরা, মহসিনা বেগম, আরমান হকসহ অন্যরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে মধ্যবিত্ত-নিম্নবিত্ত পরিবারের সন্তানের লেখাপড়া করেন। চলতি বছর অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণসহ অন্যান্য খাতে অস্বাভাবিক ও অযৌক্তিকভাবে ফি বৃদ্ধি করেছে কর্তৃপক্ষ। বিজ্ঞান বিষয়ের একজন শিক্ষার্থীকে ৯ হাজার টাকা দিয়ে ফরম পূরণ করতে হচ্ছে।

যা অনেক শিক্ষার্থীর পক্ষে দেওয়া কষ্টকর । এতে করে বেশিরভাগ শিক্ষার্থীদের ফরমপূরণসহ লেখাপড়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনিয়ম-দুর্নীতি দূর করলে শিক্ষার্থীদের এমন অযৌক্তিক ফি’র বোঝা বহন করতে হবে না বলে দাবি করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এরপর কারমাইকেল কলেজ অধ্যক্ষের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পরীক্ষা নিয়ে আরও পড়ুন

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় নতুন প্রশ্নকাঠামো কার্যকর হবে। এ ছাড়া দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষায়ও (টেস্ট এক্সাম) বাংলা দ্বিতীয় পত্র, আইসিটি এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন এই নতুন কাঠামো অনুযায়ী প্রস্তুত করতে হবে

৩ ঘণ্টা আগে

সেখানে ২৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ হওয়ার কথা থাকলেও নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ সেপ্টেম্বর। এর ফলে অক্টোবরে পর পর দুই দিনে চাকসু ও রাকসু নির্বাচনের তারিখ পড়ে যাচ্ছে

১২ দিন আগে

একাডেমিক শাখা উপ-রেজিস্টার আবু মো. তারেক বলেন, আমাদের দাবি সুস্পষ্ট, আমাদের উপ-উপাচার্য লাঞ্ছিত হয়েছেন। সেটার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা কোনোভাবেই কাজে ফিরে যাব না

১২ দিন আগে

সিন্ডিকেট সভায় তিনটি সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তগুলো হলো - ধস্তাধস্তির ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন, রাকসু নির্বাচন ২৫ সেপ্টেম্বরেই অনুষ্ঠিত হওয়ার বিষয়ে সিদ্ধান্ত এবং প্রাতিষ্ঠানিক সুবিধা (পোষ্যকোটা) আপাতত স্থগিত থাকবে

১৩ দিন আগে