ফেনীর গার্লস ক্যাডেট কলেজে ৫২ জনের ৫১ জনই জিপিএ-৫

প্রতিনিধি
ফেনী
Thumbnail image
ছবি: প্রতিনিধি

২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফলে ফেনী জেলায় চমকপ্রদ সাফল্য এসেছে। জেলার অন্যতম বিদ্যাপীঠ ফেনী গার্লস ক্যাডেট কলেজ থেকে অংশ নেওয়া ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫১ জনই জিপিএ-৫ পেয়েছে।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এ বছর ফেনী জেলার ছয়টি উপজেলা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৬ হাজার ৪৪২ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ হাজার ৯৬৫ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১২৫ জন শিক্ষার্থী।

অন্যদিকে, দাখিল পরীক্ষায় অংশ নেয় ৫ হাজার ৮১২ জন। পাস করেছে ৪ হাজার ৬১ জন শিক্ষার্থী, আর জিপিএ-৫ পেয়েছে ১০৭ জন।

জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ফেনী পাইলট হাই স্কুল থেকে ৩২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩৩ জন জিপিএ-৫ অর্জন করেছে। করইয়া উচ্চ বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র ২ জন জিপিএ-৫ পেয়েছে। ফেনী পুলিশ লাইন্স স্কুলের ১৮ জন এবং হোপ ইন্টারন্যাশনাল স্কুলের ১৩ জন পরীক্ষার্থী সকলেই পাস করেছে। স্টার লাইন স্প্রাউট স্কুল থেকে ৮ জন অংশ নিয়ে ২ জন জিপিএ-৫ পেয়েছে।

ফেনী গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নাজমুল হক বলেন, “সুশৃঙ্খল পরিবেশ, দক্ষ শিক্ষক এবং অভিভাবকদের সহায়তা ভালো ফলাফলের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, “জেলার সার্বিক ফলাফল সন্তোষজনক। পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক অভিনন্দন জানাই।”

এ বছর ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। জেলার শিক্ষাক্ষেত্রে এ সফলতা আগামীতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পরীক্ষা নিয়ে আরও পড়ুন

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় নতুন প্রশ্নকাঠামো কার্যকর হবে। এ ছাড়া দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষায়ও (টেস্ট এক্সাম) বাংলা দ্বিতীয় পত্র, আইসিটি এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন এই নতুন কাঠামো অনুযায়ী প্রস্তুত করতে হবে

৩ ঘণ্টা আগে

সেখানে ২৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ হওয়ার কথা থাকলেও নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ সেপ্টেম্বর। এর ফলে অক্টোবরে পর পর দুই দিনে চাকসু ও রাকসু নির্বাচনের তারিখ পড়ে যাচ্ছে

১২ দিন আগে

একাডেমিক শাখা উপ-রেজিস্টার আবু মো. তারেক বলেন, আমাদের দাবি সুস্পষ্ট, আমাদের উপ-উপাচার্য লাঞ্ছিত হয়েছেন। সেটার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা কোনোভাবেই কাজে ফিরে যাব না

১২ দিন আগে

সিন্ডিকেট সভায় তিনটি সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তগুলো হলো - ধস্তাধস্তির ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন, রাকসু নির্বাচন ২৫ সেপ্টেম্বরেই অনুষ্ঠিত হওয়ার বিষয়ে সিদ্ধান্ত এবং প্রাতিষ্ঠানিক সুবিধা (পোষ্যকোটা) আপাতত স্থগিত থাকবে

১৩ দিন আগে