দিনাজপুর পাসের হার ৬৭ .৩ শতাংশ। জিপিএ-৫ ১৫ হাজার ৬২ জন।

প্রতিনিধি
রংপুর ব্যুরো
Thumbnail image
ছবি: প্রতিনিধি

রংপুর বিভাগের দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৭ দশমিক ৩ শতাংশ। মোট জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১৫ হাজার ৬২ জন। এর মধ্যে ছাত্র ৭ হাজার ৫শ'১৬ ও ছাত্রী হচ্ছে ৭ হাজার ৫শ' ৪৬ জন। রংপুর জিলা স্কুল থেকে ২শ' ৪২ জন পরীক্ষায় অংশ নিয়েছিল। এদের মধ্যে ২শ' ৪২ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ১শ' ৫৮ জন।

রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২শ' ৭১ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২শ' ৬৫ জন। জিপিএ-৫ পেয়েছে ১শ' ৫৩ জন। রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ৫শ' ৪৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৫শ' ৪২ জন। জিপিএ-৫ পেয়েছে ৩শ' ৩০ জন।
রংপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ থেকে ২শ' ৯০ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২শ' ৮৩ জন। জিপিএ-৫ পেয়েছে ১শ' ২০ জন।
রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ৪শ' ৯১ জন পরীক্ষায় অংশ নিয়ে ৪শ' ৮০ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২শ' ৯৪ জন। দ্য মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ১শ' ৩৫ জন পরীক্ষার সকলেই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৯৫ জন।
ফল প্রকাশের সঙ্গে সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। একে অপরকে মিষ্টি মুখ করিয়ে আনন্দ ভাগাভাগি করে নেন।

এবারের পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রিরা ভালো ফলাফল করেছে। ছাত্রিদের পাসের হার ৬৯ দশমিক ৭৮ এবং ছাত্রদের ৬৪ দশমিক ৩৮ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তিতেও ছাত্রদের তুলনায় এগিয়ে রয়েছে ছাত্রিরা।
বিভাগের আট জেলার ২ হাজার ৭শ' ৮২টি বিদ্যালয়ের মধ্যে কোনো পরীক্ষার্থী পাস করেনি এমন বিদ্যালয়ের সংখ্যা ১৩টি। শতকরা শত ভাগ পাস করা বিদ্যালয় রয়েছে ৪৮টি।
গত বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৩। সেই হিসাবে এবার পাসের হার কমেছে। জিপিএ প্রাপ্তিতেও এই হার কমেছে। গতবার জিপিএ-৫ পেয়েছিল ১৮ হাজার ১শ' ৫।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পরীক্ষা নিয়ে আরও পড়ুন

সোমবার সকাল থেকে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিআরআইইউ কম্পিউটার ক্লাবের আয়োজনে প্রযুক্তিনির্ভর শিক্ষা, সৃজনশীলতা ও প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বিকাশের জন্য তিন দিনব্যাপী “CS Feast 2.0” বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

১০ দিন আগে

পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের অর্জনের স্বীকৃতিস্বরূপ, খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ৮ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ফুল ফ্রি টিউশন অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

১৩ দিন আগে

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ০৩ ডিসেম্বর। মনোনয়পত্র প্রত্যাহার ০৪, ০৭ ও ০৮ ডিসেম্বর। প্রত্যাহারকৃত প্রার্থীর তালিকা প্রকাশ ০৯ ডিসেম্বর

১৫ দিন আগে

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম ২ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত চলবে

১৭ দিন আগে