সুখবর দিলেন রাজকুমার–পত্রলেখা দম্পতি

প্রতিনিধি
অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

সময়টা বেশ যাচ্ছে বলিউড তারকা রাজকুমার রাও এর। একদিকে মুক্তি পেতে চলেছে তাঁর ছবি ‘মালিক’। এর মধ্যে সংসারজীবনে এল সুখবর। রাজকুমার আর তাঁর স্ত্রী পত্রলেখা এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন যে তাঁরা বাবা-মা হতে যাচ্ছেন। নেট–দুনিয়ায় সবাই অভিনন্দন জানাচ্ছেন বলিউডের এই তারকা দম্পতিকে।
রাজকুমার রাও আর পত্রলেখা সামাজিক যোগাযোগমাধ্যমে বাচ্চার দোলনার একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘শিশু আসছে’। এর সঙ্গে রাজকুমার ছোট এবং ভালোবাসাভরা এক ক্যাপশনে লিখেছেন, ‘দারুণ আনন্দিত’।

রাজকুমার আর পত্রলেখার এই পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের ভক্তরা এবং বিটাউনের তারকারা শুভকামনা ও ভালোবাসা জানাচ্ছেন। অভিনেতা বরুণ ধাওয়ান লিখেছেন, ‘অভিনন্দন।’ অভিনেত্রী সোনম কাপুর কমেন্টে লিখেছেন, ‘তোমাদের দুজনের জন্য খুব আনন্দের খবর।’ পুলকিত সম্রাট লিখেছেন, ‘অভিনন্দন বন্ধুরা।’ নেহা ধুপিয়া লিখেছেন, ‘আপনাদের দুজনকে অভিনন্দন।’ কোরিওগ্রাফার ও পরিচালক ফারহা খান এই তারকা দম্পতির উদ্দেশে লিখেছেন, ‘শেষ পর্যন্ত সবাইকে জানালে। আমার জন্য এই গোপন কথা আড়াল করে রাখা খুব মুশকিল হচ্ছিল। অভিনন্দন।’

২০১০ সালে রাজকুমার রাও এবং পত্রলেখার প্রথম সাক্ষাৎ হয়েছিল। ১১ বছর তাঁদের প্রেমের গাড়ি চলেছিল। এরপর এই যুগল ২০২১ সালের ১৫ নভেম্বর সাত পাকে বাঁধা পড়েছিলেন।

আগামীকাল শুক্রবার মুক্তি পাবে রাজকুমার রাও অভিনীত ছবি ‘মালিক’। এই ছবিতে তাঁর স্ত্রীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী মানুষি ছিল্লারকে। রাজকুমার ‘মালিক’ ছবিতে অ্যাকশন নায়ক হিসেবে ধরা দিতে যাচ্ছেন। এই প্রথম তাঁকে এমন অবতারে দেখা যাবে। ‘মালিক’ ছবির অন্যতম মূল চরিত্রে আছেন পশ্চিম বাংলার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বলিউড নিয়ে আরও পড়ুন

গত ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে ভোর সাড়ে তিনটায় জিবরান আনামের জন্ম হয়। নিউইয়র্কের জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক সম্পন্ন করেছেন নামিয়া

১৮ ঘণ্টা আগে

সিনেমাটির শুরুর দিকে ‘দেবদাস’ চরিত্রে অভিনয় করেছিলেন ফেরদৌস আহমেদ এবং ‘পার্বতী’ চরিত্রে ছিলেন সাদিকা পারভীন পপি। দুজনেই মাত্র দুদিনের শুটিংয়ে অংশ নিয়েছিলেন। এরপর থেকেই নানা কারণে ছবির কাজ বন্ধ হয়ে যায়

২ দিন আগে

এক যৌথ বিবৃতিতে সন্তান আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন পরিণীতি ও তার স্বামী রাঘব। তবে নবজাতকের নাম এখনো প্রকাশ করা হয়নি

৩ দিন আগে

দ্য সান' জানিয়েছে, টম ও আনা দুজনেই বুঝতে পেরেছিলেন যে তাঁদের সম্পর্কের 'রোমান্টিক আকর্ষণ' কমে গেছে। সূত্রটি নিশ্চিত করেছে, দুজনে একসঙ্গে দারুণ সময় কাটালেও জুটি হিসেবে তাঁদের পথচলা শেষ হয়েছে। অত্যন্ত সচেতনভাবে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন এবং ভালো বন্ধু হিসেবেই থাকবেন

৫ দিন আগে