‘মা আমাকে বিয়ে না করার পরামর্শ দিয়েছেন’

প্রতিনিধি
বিনোদন ডেস্ক
Thumbnail image
ফাইল ছবি

পশ্চিমবঙ্গের অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়। মা চিত্রা চট্টোপাধ্যায়। মঙ্গলবার মায়ের জন্মদিনে এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে এক দীর্ঘ পোস্ট দিয়েছেন। মা চিত্রা চট্টোপাধ্যায়ের জন্মদিনে দুজনের একসঙ্গে তোলা একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন বিবৃতি। অভিনেত্রীর কথায়, তাঁদের সম্পর্ক অনেকটা ‘টম অ্যান্ড জেরি’র মতো। মায়ের জন্মদিনে পেশাগত কাজও রয়েছে বিবৃতির। কিন্তু তার মধ্যেই চলছে উদ্‌যাপন।

অভিনেত্রী বলেন, ‘রাতে কেক কাটায় মায়ের আপত্তি ছিল। তাই আজ সকালে মাসি ও মেসোমশাইয়ের উপস্থিতিতে আমরা কেক কেটে একসঙ্গে প্রাতরাশ সেরেছি।’

কর্মসূত্রে চিত্রাকে ভারতের বিভিন্ন জায়গায় যেতে হয়েছে। কিন্তু রাজস্থানের স্কুলে পড়াকালে পাঁচ বছর মায়ের সঙ্গ পেয়েছিলেন বিবৃতি। কারণ, সেই স্কুলেই তখন চাকরি করতেন চিত্রা। অল্প বয়সে মায়ের সান্নিধ্য পাননি বলে মনের মধ্যে কোনো দুঃখ পুষে রাখেননি বিবৃতি; বরং এখন আরও বেশি করে মায়ের সঙ্গে সময় কাটাতে চেষ্টা করেন।

২০২০ সালে বাবাকে হারিয়েছেন বিবৃতি। জীবনের চলার পথে মনোবল থেকে শুরু করে ইচ্ছাশক্তি ও স্বাধীন জীবনযাপনের আদর্শ তিনি মাকে দেখেই রপ্ত করেছেন বলে জানান। অভিনেত্রীর কথায়, ‘এখন পর্যন্ত ক্যারিয়ারে যেভাবে এগিয়েছি, সেখানে মায়ের নীরব সমর্থন পেয়েছি। মা এবং আমার পরিবার কিন্তু আমাকে প্রতিমুহূর্তে সমর্থন করে।’

এই মুহূর্তে নিজের ক্যারিয়ারের দিকে মনোযোগ দিতে চাইছেন বিবৃতি। ছোট থেকে দীর্ঘ সময় অভিভাবকের উপস্থিতি ছাড়াই সময় কেটেছে তাঁর। তাই একা থাকতে কোনো সমস্যা হয় না বিবৃতির। করোনা মহামারির পর চিত্রা কলকাতায় ফিরে আসেন। এখন দুজনে একসঙ্গে থাকেন। বিবৃতির কথায়, ‘তথাকথিত মা-মেয়ের বদলে আমাদের সম্পর্কটা অনেকটাই বন্ধুর মতো।’

কিন্তু প্রেম বা বিয়ে নিয়ে মায়ের তরফে কোনো চাপ কি আসে? বিবৃতি হেসে বললেন, ‘মা আমাকে বলেই দিয়েছেন সম্পর্কে না জড়াতে। আর কোনো দিন বিয়ে না করারই পরামর্শ দিয়েছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বলিউড নিয়ে আরও পড়ুন

অপমৃত্যু মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের পর এর তদন্তে নেমেছে রমনা থানা পুলিশ। সেই তদন্তের জের ধরে সালমান শাহ ২৯ বছর আগে যে বাসাটিতে বসবাস করতেন সেখানে তদন্তের জন্য আসে পুলিশ

১৪ ঘণ্টা আগে

গত ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে ভোর সাড়ে তিনটায় জিবরান আনামের জন্ম হয়। নিউইয়র্কের জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক সম্পন্ন করেছেন নামিয়া

২ দিন আগে

সিনেমাটির শুরুর দিকে ‘দেবদাস’ চরিত্রে অভিনয় করেছিলেন ফেরদৌস আহমেদ এবং ‘পার্বতী’ চরিত্রে ছিলেন সাদিকা পারভীন পপি। দুজনেই মাত্র দুদিনের শুটিংয়ে অংশ নিয়েছিলেন। এরপর থেকেই নানা কারণে ছবির কাজ বন্ধ হয়ে যায়

৩ দিন আগে

এক যৌথ বিবৃতিতে সন্তান আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন পরিণীতি ও তার স্বামী রাঘব। তবে নবজাতকের নাম এখনো প্রকাশ করা হয়নি

৪ দিন আগে