বিতর্কের পর দীপিকার কড়া জবাব

প্রতিনিধি
বিনোদন ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

আট ঘণ্টার বেশি কাজ নয়। মাতৃত্বই জীবনের সবচেয়ে বড় প্রায়োরিটি। চলতি বছর বিতর্ক তৈরি হয়েছিল দীপিকার মন্তব্যকে কেন্দ্র করে। এ বার ফের শিরোনামে তিনি। সম্প্রতি, অভিনেত্রীকে দুটো বড় ছবি, ‘স্পিরিট’ এবং ‘কল্কি ২৮৯৮ এডি’ থেকে বাদ দেওয়া হয়েছিল। তাঁর আট ঘণ্টার শিফটের দাবি মেনে নেয়নি কেউ। তবে নানা আলোচনায়ও স্পিকটি নট ছিলেন দীপিকা। এ বার নীরবতা ভাঙলেন অভিনেত্রী। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, অনেক পুরুষ অভিনেতা বছরের পর বছর ধরে আট ঘণ্টার শিফটে কাজ করছেন, কিন্তু তাদের ক্ষেত্রে কখনও কোনও বিতর্ক তৈরি হয়নি। এই নিয়ম শুধু মহিলাদের ক্ষেত্রেই।

দীপিকা জানান, বলিউডে এই দাবি বছরের পর বছর ধরে চলে আসছে। তার কথায়, ‘আমি নাম বলতে চাই না কারও বা এটিকে কোনও বড় ইস্যুও করতে চাই না, তবে বছরের পর বছর ধরে চলচ্চিত্র জগতে এটি ঘটে আসছে। অনেকেই সপ্তাহান্তে কাজ করেন না। সেই সময়ে কেউ আপত্তি তোলে না। একজন মেয়ে বললেই যত আপত্তি ওঠে।’ দীপিকা বর্তমানে শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ ছবির শুটিংয়ে ব্যস্ত।

সদ্যই দীপিকার কন্যা দুয়ার এক বছর পূর্ণ হয়েছে। ‘স্পিরিট’ থেকে বাদ যাওয়া প্রসঙ্গে দীপিকা বলেন, সন্দীপ রেড্ডি ভাঙ্গা তাকে নিয়ে সেই সময়ে অপেশাদার-সহ নানা ধরনের খারাপ মন্তব্য করেছিলেন। এই প্রসঙ্গে দীপিকার বক্তব্য, ‘যে যা পারছে বলুক না। আসলে আমার শিক্ষা এই ধরণের কথা বলতে শেখায়নি কখনও। চারপাশের কোলাহল থেকে নিজেকে কী ভাবে দূরে সরিয়ে রাখা যায়, সেটা আমার জানা।’ তবে এই মুহূর্তে মাতৃত্ব চুটিয়ে উপভোগ করছেন বলেও জানিয়েছেন দীপিকা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বলিউড নিয়ে আরও পড়ুন

গত ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে ভোর সাড়ে তিনটায় জিবরান আনামের জন্ম হয়। নিউইয়র্কের জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক সম্পন্ন করেছেন নামিয়া

৫ ঘণ্টা আগে

সিনেমাটির শুরুর দিকে ‘দেবদাস’ চরিত্রে অভিনয় করেছিলেন ফেরদৌস আহমেদ এবং ‘পার্বতী’ চরিত্রে ছিলেন সাদিকা পারভীন পপি। দুজনেই মাত্র দুদিনের শুটিংয়ে অংশ নিয়েছিলেন। এরপর থেকেই নানা কারণে ছবির কাজ বন্ধ হয়ে যায়

১ দিন আগে

এক যৌথ বিবৃতিতে সন্তান আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন পরিণীতি ও তার স্বামী রাঘব। তবে নবজাতকের নাম এখনো প্রকাশ করা হয়নি

২ দিন আগে

দ্য সান' জানিয়েছে, টম ও আনা দুজনেই বুঝতে পেরেছিলেন যে তাঁদের সম্পর্কের 'রোমান্টিক আকর্ষণ' কমে গেছে। সূত্রটি নিশ্চিত করেছে, দুজনে একসঙ্গে দারুণ সময় কাটালেও জুটি হিসেবে তাঁদের পথচলা শেষ হয়েছে। অত্যন্ত সচেতনভাবে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন এবং ভালো বন্ধু হিসেবেই থাকবেন

৪ দিন আগে