মুক্তির প্রথম ছয়দিনেই ৪০০ কোটির ক্লাবে ‘কান্তারা ১’

প্রতিনিধি
বিনোদন ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

তিন বছর আগে বলিউডে মুক্তি পেয়েছিল আলোচিত সিনেমা ‘কান্তারা’। ঋষভ শেট্টি পরিচালিত ছবিটি সে সময় বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে। চলতি বছরের ২ অক্টোবর মুক্তি পেয়েছে ওই ছবির প্রিক্যুয়েল ‘কান্তারা: চ্যাপটার ১’। প্রায় ১২৫ কোটি রুপির বাজেটে তৈরি ছবিটি তিন বছর ধরে নির্মাণ করেছেন পরিচালক ঋষভ শেট্টি।

মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করে ৬১ কোটি রুপি। আর পাঁচ দিনের মাথায় বিশ্বব্যাপী আয় পৌঁছেছে ৪১৫ কোটিতে—এমনটাই উঠে এসেছে বক্স অফিস রিপোর্টে।

উল্লেখযোগ্য যে, অতিমারির ঠিক পর ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘কান্তারা’ ছবিটি দর্শকদের মধ্যে ব্যাপক আলোড়ন তোলে। সে সময় শুধু ছবিই নয়, ছবির পরিচালক ও অভিনেতা ঋষভ শেট্টিও উঠে আসেন আলোচনার কেন্দ্রে। কিন্তু সফলতা পেয়েও তিনি পেছনে সরে যান, তিন বছরের বিরতি নেন। সেই বিরতির পর আবারও একই রকম সাড়া ফেলেছেন তিনি ‘কান্তারা ১’-এর মাধ্যমে।

ছবিটি একসঙ্গে পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে—তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম ও হিন্দিতে। একই সময়ে মুক্তি পেয়েছিল বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর অভিনীত ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’, তবে সেটা ‘কান্তারা ১’-এর জনপ্রিয়তার কাছে টিকতে পারেনি।

শুধু ভারতেই প্রথম তিন দিনে ‘কান্তারা ১’ আয় করেছে ২০০ কোটি রুপি। প্রথম সপ্তাহ শেষ হওয়ার আগেই ছবির বৈশ্বিক আয় ৫০০ কোটির কাছাকাছি পৌঁছে গেছে। এর আগে ‘কেজিএফ ১’-এর মতো দক্ষিণী সিনেমা এত দ্রুত গতিতে ৫০০ কোটির মাইলফলকে পৌঁছেছিল, তবে এবার সেই রেকর্ড ভেঙেছে ‘কান্তারা ১’।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বলিউড নিয়ে আরও পড়ুন

গত ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে ভোর সাড়ে তিনটায় জিবরান আনামের জন্ম হয়। নিউইয়র্কের জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক সম্পন্ন করেছেন নামিয়া

৫ ঘণ্টা আগে

সিনেমাটির শুরুর দিকে ‘দেবদাস’ চরিত্রে অভিনয় করেছিলেন ফেরদৌস আহমেদ এবং ‘পার্বতী’ চরিত্রে ছিলেন সাদিকা পারভীন পপি। দুজনেই মাত্র দুদিনের শুটিংয়ে অংশ নিয়েছিলেন। এরপর থেকেই নানা কারণে ছবির কাজ বন্ধ হয়ে যায়

১ দিন আগে

এক যৌথ বিবৃতিতে সন্তান আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন পরিণীতি ও তার স্বামী রাঘব। তবে নবজাতকের নাম এখনো প্রকাশ করা হয়নি

২ দিন আগে

দ্য সান' জানিয়েছে, টম ও আনা দুজনেই বুঝতে পেরেছিলেন যে তাঁদের সম্পর্কের 'রোমান্টিক আকর্ষণ' কমে গেছে। সূত্রটি নিশ্চিত করেছে, দুজনে একসঙ্গে দারুণ সময় কাটালেও জুটি হিসেবে তাঁদের পথচলা শেষ হয়েছে। অত্যন্ত সচেতনভাবে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন এবং ভালো বন্ধু হিসেবেই থাকবেন

৪ দিন আগে