নতুন প্রেমের গুঞ্জন অমিতাভের নাতির!

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image

জ়োয়া আখতারের নতুন সিরিজ ‘দ্য আর্চিজ়’-এ একসঙ্গে অভিনয়ের সূত্রে ঘনিষ্ঠতা শাহরুখ কন্যা সুহানা খান ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার। তবে নিজেদেরকে শুধু বন্ধু বলে পরিচয় দিলেও গুঞ্জন রটেছে প্রেম করছেন তারা।

এবার শোনা যাচ্ছে সুহানাকে বাদ দিয়ে নতুন একজনকে মন দিয়েছেন তার প্রেমিক অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা।

অগস্ত্য নন্দার সঙ্গে নাম জড়িয়েছে দাপুটে তারকা ডিম্পল-রাজেশকন্যা রিঙ্কি খান্নার মেয়ের। লাস্যময়ী এই কিশোরী স্টারকিডদেরই একজন।

রিঙ্কিকন্যা এরই মধ্যে সবার নজর কেড়েছেন। বিভিন্ন তারকা অনুষ্ঠানে তাকে দেখা যায়। বলিউডে অভিষেকও ঘটছে তার।

রিঙ্কি খান্নার মেয়ে নওমিকা সরণের সঙ্গে অমিতাভের নাতির সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়।

নওমিকাকে মাঝেমধ্যেই দেখা যায় তার নানী ডিম্পলের সঙ্গে। সামাজিক মাধ্যমে ব্যাপক পরিচিতিও পেয়েছেন তিনি। সম্প্রতি, তাকে দেখা যায় সদ্য মুক্তি পাওয়া 'স্কাই ফোর্স'-এর প্রিমিয়ারে।

ডিম্পল কাপাডিয়ার সঙ্গে নওমিকাকে দেখে ফ্রেমবন্দি করেন পাপারাজ্জিরা। সেই ছবি, ভিডিও ছড়িয়ে পড়তেই কৌতুহলি হয়ে উঠেছেন নেটিজেনরা। একইসঙ্গে তারকার নাতনির বলিউড অভিষেক নিয়েও প্রশ্ন উঠেছিল।

মুম্বাই সংবাদমাধ্যম সূত্রে খবর, জগদীপ সিধুর পরিচালনায় 'ম্যাডক ফিল্মস'-এর ব্যানারে আসছে একটি রোমান্টিক কমেডি ঘরানার ছবি। সেখানেই অভিষেক হচ্ছে নওমিকার।

তার বিপরীতে দেখা যাবে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাকে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত ঘোষণা করেননি নির্মাতারা। তবে নওমিকার সঙ্গে অগস্ত্যর জুটি বাঁধার এই খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গেছে বলিউডের অন্দরে।

কারণ কথিত প্রেমিকা সুহানার সঙ্গে আজকাল আর দেখা মিলছে না অমিতাভের নাতির। ফলে বলিপাড়ায় নতুন গুঞ্জন, নওমিকাকেই মন দিয়েছেন অগস্ত্য। যে কারণে একসঙ্গে সিনেমায় অভিনয়ে পা রাখছেন তারা।

এদিকে সুজয় ঘোষের পরিচালনায় ‘কিং’ সিনেমায় দেখা যাবে সুহানাকে। এতে তার বাবা শাহরুখ খানও থাকছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। নির্মাতার এই স্পাই থ্রিলারে সুহানার চরিত্রকে আরও বলিষ্ঠ করার উদ্দেশ্যে শাহরুখের জন্য বিশেষভাবে একটি চরিত্র ডিজাইন করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বলিউড নিয়ে আরও পড়ুন

অপমৃত্যু মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের পর এর তদন্তে নেমেছে রমনা থানা পুলিশ। সেই তদন্তের জের ধরে সালমান শাহ ২৯ বছর আগে যে বাসাটিতে বসবাস করতেন সেখানে তদন্তের জন্য আসে পুলিশ

১ দিন আগে

গত ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে ভোর সাড়ে তিনটায় জিবরান আনামের জন্ম হয়। নিউইয়র্কের জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক সম্পন্ন করেছেন নামিয়া

২ দিন আগে

সিনেমাটির শুরুর দিকে ‘দেবদাস’ চরিত্রে অভিনয় করেছিলেন ফেরদৌস আহমেদ এবং ‘পার্বতী’ চরিত্রে ছিলেন সাদিকা পারভীন পপি। দুজনেই মাত্র দুদিনের শুটিংয়ে অংশ নিয়েছিলেন। এরপর থেকেই নানা কারণে ছবির কাজ বন্ধ হয়ে যায়

৪ দিন আগে

এক যৌথ বিবৃতিতে সন্তান আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন পরিণীতি ও তার স্বামী রাঘব। তবে নবজাতকের নাম এখনো প্রকাশ করা হয়নি

৪ দিন আগে