কৌতুকাভিনেতা কপিল শর্মার ক্যাফে’তে হামলা

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
ফাইল ছবি

চালু হওয়ার ৩ দিনের মাথায় ক্যানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের সারেতে হামলার মুখে পড়ল কৌতুকাভিনেতা কপিল শর্মার ক্যাফে।স্থানীয় সময় শুক্রবার রাতে ‘ক্যাপস ক্যাফে’তে এলোপাথাড়ি গুলি চালানো হয়। প্রথমে একে বিক্ষিপ্ত ঘটনা বলে মনে করা হলেও পরে জানা গেছে, খালিস্তানি জঙ্গি সংগঠন এই হামলা চালিয়েছে।

হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছেন খালিস্তানি জঙ্গি সংগঠনের প্রধান হরজিং সিং লাড্ডি। তিনি বলেছেন, ‘সাম্প্রতিক সময় বেশ কিছু বিষয়ে এমন কিছু মন্তব্য করেন কপিল যার কারণে এই হামলা। এটা শুধু সাবধানবাণী।’

পুলিশ সূত্রে খবর, একদল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী গাড়িতে করে এসে হঠাৎ গুলি চালায়। প্রকাশ্যে আসা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গাড়িতে বসে থাকা অবস্থাতেই দুষ্কৃতীরা পিস্তল বের করে বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছে। এই ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

তদন্তকারীরা জানিয়েছেন, বহুতল ভবনের নিচতলায় কপিলের যে ক্যাফে রয়েছে, সেই ভবনের দিকেই গুলি চালানো হয়েছে। তবে কপিলের ক্যাফে হামলাকারীদের লক্ষ্যবস্তু ছিল কিনা, তা এখনও স্পষ্ট নয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বলিউড নিয়ে আরও পড়ুন

গত ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে ভোর সাড়ে তিনটায় জিবরান আনামের জন্ম হয়। নিউইয়র্কের জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক সম্পন্ন করেছেন নামিয়া

১৮ ঘণ্টা আগে

সিনেমাটির শুরুর দিকে ‘দেবদাস’ চরিত্রে অভিনয় করেছিলেন ফেরদৌস আহমেদ এবং ‘পার্বতী’ চরিত্রে ছিলেন সাদিকা পারভীন পপি। দুজনেই মাত্র দুদিনের শুটিংয়ে অংশ নিয়েছিলেন। এরপর থেকেই নানা কারণে ছবির কাজ বন্ধ হয়ে যায়

২ দিন আগে

এক যৌথ বিবৃতিতে সন্তান আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন পরিণীতি ও তার স্বামী রাঘব। তবে নবজাতকের নাম এখনো প্রকাশ করা হয়নি

৩ দিন আগে

দ্য সান' জানিয়েছে, টম ও আনা দুজনেই বুঝতে পেরেছিলেন যে তাঁদের সম্পর্কের 'রোমান্টিক আকর্ষণ' কমে গেছে। সূত্রটি নিশ্চিত করেছে, দুজনে একসঙ্গে দারুণ সময় কাটালেও জুটি হিসেবে তাঁদের পথচলা শেষ হয়েছে। অত্যন্ত সচেতনভাবে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন এবং ভালো বন্ধু হিসেবেই থাকবেন

৫ দিন আগে