প্রথমবারের মতো বাংলা সিনেমায় বলিউডের শারমান জোশি

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বাংলা সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শারমান জোশি। টলিউডের এই চলচ্চিত্রের নাম ‘ভালোবাসার মরসুম’, যেখানে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বাংলাদেশের অভিনেত্রী তানজিন তিশা ও অভিনেতা খায়রুল বাসার।

এই টালিউড প্রজেক্ট পরিচালনা করছেন এম এন রাজ, যিনি এর আগে জিৎ অভিনীত ‘রাবণ’ নির্মাণ করেছিলেন। সিনেমাটির আরেক গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন টালিউড অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়।

‘ভালোবাসার মরসুম’-এ শারমান জোশির চরিত্রের নাম আবির। কলেজে পড়ার সময় আবিরের প্রেমে পড়ে হিয়া (তানজিন তিশা)। কিন্তু আবির তখনো ভুলতে পারেনি তার প্রাক্তন প্রেমিকা পারমিতাকে (সুস্মিতা চট্টোপাধ্যায়)। সময়ের পরিক্রমায় হিয়া ও আবিরের বিয়ে হয়, কিন্তু বিয়ের পর আবিরের আচরণ পাল্টে যায়। হিয়াকে এড়িয়ে চলতে থাকে সে। কিন্তু কেন? সেই প্রশ্ন ঘিরেই তৈরি হবে সিনেমার টানাপোড়েন। এ সময় হাজির হয় খায়রুল বাসার অভিনীত একটি গুরুত্বপূর্ণ চরিত্র।

এই সিনেমার জন্য বাংলা ভাষা শেখার চেষ্টা করছেন শারমান জোশি। অভিনেতা বলেন, ‘‘এর আগে বাংলায় কাজ না করলেও ‘ভূতের ভবিষ্যৎ’-এর হিন্দি রিমেক ‘গ্যাংস অব গোস্ট’ সিনেমায় কাজ করেছি। তা ছাড়া বাংলা সিনেমা আমি নিয়মিত দেখি। সত্যজিৎ রায়ের বড় ভক্ত আমি। এখন প্রাদেশিক ভাষায় অনেক ভালো ভালো কাজ হচ্ছে। বাংলা সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে ভালো লাগছে।’’

সিনেমাটির শুটিং শুরু হবে আগামী সেপ্টেম্বরের শুরুতে, দার্জিলিংয়ের পাহাড়ে। কিছু অংশের কাজ হবে মুর্শিদাবাদেও। আগামী বছরের সরস্বতী পূজায় সিনেমাটি ভারতে মুক্তির পরিকল্পনা রয়েছে।

প্রযোজনায় রয়েছে মেহের এন্টারটেইনমেন্ট ভেঞ্চার, হিমানী ফিল্মস ও ফ্লোটিং ওয়াটার।

খায়রুল বাসার টেলিগ্রাফ ইন্ডিয়াকে বলেন, ‘চিত্রনাট্য পড়ে খুব ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে এটা খুব ভালো সিনেমা হবে টালিউডে অভিষেকের জন্য। এ ছাড়া শারমান জোশির সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ পাওয়া আমার জন্য আশীর্বাদের মতো।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ঢালিউড নিয়ে আরও পড়ুন

হাসপাতালে যে খুব একটা ভালো নেই, তা ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন পরীমনি। তিনি ফেসবুকে লিখেছেন, ‘এই শহরের একটি বেসরকারি হাসপাতালের আত্মকাহিনি! কত শত মানুষ এর ভুক্তভোগী! আল্লাহ মাফ করুক!’ পোস্টের শেষে পরীমনি যুক্ত করেছেন, বিস্তারিত আসছে

৫ ঘণ্টা আগে

চার দিনের সফরে কক্সবাজারে যান সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ফুড পয়জনিংয়ের কারণে তাঁর ডিহাইড্রেশন থেকে শারীরিক অবনতির কারণে রাত সাড়ে ৯টার পরে বিমানবাহিনীর অ্যাম্বুলেন্সে তাকে চিকিৎসার জন্য ঢাকায় ফিরে আসেন

১ দিন আগে

এটাই প্রথম নয়—২৫ বছর বয়সী আলিজে শাহকে ঘিরে আগে থেকেও বিতর্ক রয়েছে। সাহসী পোশাক–বাছাই ও স্পষ্টভাষী ব্যক্তিত্বের কারণে তিনি একাধিকবার সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হয়েছেন

২ দিন আগে

ছবির অন্যান্য অভিনয়শিল্পীদের নিয়ে শুটিং শুরু হলেও প্রভাস যোগ দেবেন ২০২৬ সালের জানুয়ারিতে, তার হাতে থাকা ‘দ্য রাজা সাব’ ও ‘ফৌজি’-এর কাজ শেষ করার পর। নারী প্রধান চরিত্রে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী ত্রিপ্তি দিমরি

২ দিন আগে