পপির বিরুদ্ধে থানায় মা-বোনের অভিযোগ

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১: ৫৬
Thumbnail image

দীর্ঘদিন ধরেই আড়ালে চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। সিনেমার পর্দায় যেমন, তেমনি ব্যক্তিগত জীবনেও যেন রহস্যের ঘেরাটোপে ঢাকা তাঁর অবস্থান। সহকর্মীদের অনেকেই জানেন না, কোথায় আছেন তিনি, কেমন আছেন! গুঞ্জন রয়েছে, গোপনে বিয়ে করে সংসারী হয়েছেন এবং এক পুত্রসন্তানের মা হয়েছেন।

তবে এবার খবরের শিরোনামে এলেন পপি, কিন্তু এক বিতর্কিত ঘটনায়। নায়িকার বিরুদ্ধে জমি দখলের গুরুতর অভিযোগ তুলেছেন তাঁর মা মরিয়ম বেগম মেরি। শুধু অভিযোগই নয়, পপির নামে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে তাঁর ছোট বোন ফিরোজা পারভীনের পক্ষ থেকে।

গত ৩ ফেব্রুয়ারি খুলনা নগরীর সোনাডাঙ্গা থানায় জিডি করেছেন তিনি।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জিডি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জিডি সূত্রে জানা গেছে- পৈতৃক জমি দখলের নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার ও শিপনসহ পপি ৩ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে শিববাড়ি এলাকার ভাড়াটিয়া বাড়ির সামনে যান। এতে বাধা দিলে পপি ও তার স্বামী ফিরোজা পারভীনকে হুমকি দেন।

স্থানীয় লোকজন জানান, পপি ও তার স্বামী বর্তমানে খুলনায় অবস্থান করছেন।

পপির মা মরিয়ম বেগম বলেন, ‘এ বয়সে আমি কোথায় যাব? মেয়েটা আগে ভালোই ছিল। কিন্তু বিয়ের পর থেকে বদলে গেছে। গত ৫-৬ বছর ধরে তার স্বামীর প্ররোচনায় আমাদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে। বাবার জমি জোর করে দখল করতে চাইছে। পপির বাবা বেঁচে থাকতে সে পাঁচ কাঠা জমি নিজের নামে লিখিয়ে নেয়। তখন নায়ক আলমগীর বিষয়টি মীমাংসা করেছিলেন। এখন সে বাকি ছয় কাঠা জমি দখল করতে চাইছে। এই বয়সে আমরা কোথায় যাব?’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ঢালিউড নিয়ে আরও পড়ুন

হাসপাতালে যে খুব একটা ভালো নেই, তা ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন পরীমনি। তিনি ফেসবুকে লিখেছেন, ‘এই শহরের একটি বেসরকারি হাসপাতালের আত্মকাহিনি! কত শত মানুষ এর ভুক্তভোগী! আল্লাহ মাফ করুক!’ পোস্টের শেষে পরীমনি যুক্ত করেছেন, বিস্তারিত আসছে

১৬ ঘণ্টা আগে

চার দিনের সফরে কক্সবাজারে যান সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ফুড পয়জনিংয়ের কারণে তাঁর ডিহাইড্রেশন থেকে শারীরিক অবনতির কারণে রাত সাড়ে ৯টার পরে বিমানবাহিনীর অ্যাম্বুলেন্সে তাকে চিকিৎসার জন্য ঢাকায় ফিরে আসেন

২ দিন আগে

এটাই প্রথম নয়—২৫ বছর বয়সী আলিজে শাহকে ঘিরে আগে থেকেও বিতর্ক রয়েছে। সাহসী পোশাক–বাছাই ও স্পষ্টভাষী ব্যক্তিত্বের কারণে তিনি একাধিকবার সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হয়েছেন

৩ দিন আগে

ছবির অন্যান্য অভিনয়শিল্পীদের নিয়ে শুটিং শুরু হলেও প্রভাস যোগ দেবেন ২০২৬ সালের জানুয়ারিতে, তার হাতে থাকা ‘দ্য রাজা সাব’ ও ‘ফৌজি’-এর কাজ শেষ করার পর। নারী প্রধান চরিত্রে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী ত্রিপ্তি দিমরি

৩ দিন আগে