মিস ওয়ার্ল্ডের মঞ্চে রিকশার হুডওয়ালা গাউনে বাংলাদেশের প্রতিযোগী

প্রতিনিধি
বিনোদন ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তানের যুদ্ধ উত্তেজনার মাঝেই ভারতের হায়দরাবাদের তেলেঙ্গনায় শুরু হয়েছে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ডের ৭২তম আসর। গত শনিবার ১০ মে এই প্রতিযোগিতা শুরু হয়েছে। এবার প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছে মডেল আকলিমা আতিকা কনিকা। মিস ওয়ার্ল্ডের ৭২তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে গত শনিবার অভিনব রিকশার ডিজাইনের গাউনে সবার নজর কাড়েন বাংলাদেশের প্রতিযোগী আকলিমা।

ছবিতে দেখা যায়, হুডসহ সত্যিকারের রিকশা ম্যাটেরিয়াল দিয়ে চোখধাঁধানো আউটফিটটি ডিজাইনের গাউনে র‍্যাম্পে হাজির হন আকলিমা। এরপর থেকেই বেশ আলোচনা হচ্ছে তার লাল টকটকে বেইসে বর্ণিল রিকশা গাউনটি নিয়ে। সেই সঙ্গে তার গ্রেসফুল হাঁটা ও সাবলীল উপস্থাপনে আবেদন বেড়েছে এই গাউনের।

জানা গেছে, আকলিমার এই পোশাকটি তৈরি করেছেন বাংলাদেশের শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ফ্যাশন শিক্ষার্থী রাইসা আমিন শৈলী।

নিজের ডিজাইন করা এই অভিনব গাউনে মিস ওয়ার্ল্ডের মঞ্চে বাংলাদেশের প্রতিযোগীকে দেখে উচ্ছসিত রাইসা। এ নিয়ে সামাজিকমাধ্যমেও প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। ২০২৪ সালের আগস্ট মাসে ধানমন্ডির জ্যামে বসে রিকশার ভিড়েই এই ডিজাইনের অনুপ্রেরণা পান রাইসা। তখনও জুলাই বিপ্লবের লাল রং একেবারে তাজা। মায়ের ঐকান্তিক সহযোগিতা আর ইন্সপিরেশনে এই তরুণ ডিজাইনার রিকশা ম্যাটেরিয়াল দিয়েই তৈরি করেছেন এই গাউন। এর বর্ণিল নকশার মাঝেই চোখে পড়ছে পেছনে লেখা মা-বাবার দোয়া।

রাইসা বলেন, রিকশার পেছনে প্রায়ই লেখা থাকে মা-বাবার দোয়া। মা-বাবারা যেমন সন্তানদেরকে পেছন থেকে সামনে এগিয়ে যাওয়ার সাহস দিয়ে থাকেন, সেই ইন্সপিরেশন থেকেই গাউনে এই নকশা করেছি।

বাহ্যিক সৌন্দর্য ছাপিয়েও যোগ্যতা, ব্যক্তিত্ব এবং আন্তর্জাতিক মঞ্চে নিজেকে তুলে ধরার পূর্ব অভিজ্ঞতা আছে আকলিমার।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ঢালিউড নিয়ে আরও পড়ুন

হাসপাতালে যে খুব একটা ভালো নেই, তা ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন পরীমনি। তিনি ফেসবুকে লিখেছেন, ‘এই শহরের একটি বেসরকারি হাসপাতালের আত্মকাহিনি! কত শত মানুষ এর ভুক্তভোগী! আল্লাহ মাফ করুক!’ পোস্টের শেষে পরীমনি যুক্ত করেছেন, বিস্তারিত আসছে

১৬ ঘণ্টা আগে

চার দিনের সফরে কক্সবাজারে যান সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ফুড পয়জনিংয়ের কারণে তাঁর ডিহাইড্রেশন থেকে শারীরিক অবনতির কারণে রাত সাড়ে ৯টার পরে বিমানবাহিনীর অ্যাম্বুলেন্সে তাকে চিকিৎসার জন্য ঢাকায় ফিরে আসেন

২ দিন আগে

এটাই প্রথম নয়—২৫ বছর বয়সী আলিজে শাহকে ঘিরে আগে থেকেও বিতর্ক রয়েছে। সাহসী পোশাক–বাছাই ও স্পষ্টভাষী ব্যক্তিত্বের কারণে তিনি একাধিকবার সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হয়েছেন

৩ দিন আগে

ছবির অন্যান্য অভিনয়শিল্পীদের নিয়ে শুটিং শুরু হলেও প্রভাস যোগ দেবেন ২০২৬ সালের জানুয়ারিতে, তার হাতে থাকা ‘দ্য রাজা সাব’ ও ‘ফৌজি’-এর কাজ শেষ করার পর। নারী প্রধান চরিত্রে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী ত্রিপ্তি দিমরি

৩ দিন আগে