অনলাইন ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোনসহ ২০১ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত অভিযোগটি গ্রহণ করে শাহবাগ থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
মামলার ১৪ অভিনয় শিল্পী হলেন- অভিনেতা রিয়াজ, ফেরদৌস আহমেদ, চঞ্চল চৌধুরী, মামুনুর রশীদ, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, শামীমা তুষ্টি, শমী কায়সার, সাজু খাদেম, আশনা হাবীব ভাবনা, সোহানা সাবা, রোকেয়া প্রাচী ও অভিনেতা জায়েদ খান।
এছাড়া মামলায় কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা, এটিএন নিউজের মুন্নী সাহাসহ ১৫ জন সাংবাদিকের নামও রয়েছে।
শিক্ষকদের মধ্যে জাফর ইকবাল, জবির সাবেক ভিসি মিজানুর রহমান, মুনতাসির মামুনসহ ১৩ জনের নাম রয়েছে। এছাড়া ইমরাম এইচ সরকার ও লাকী আক্তারেরও এ মামলার আসামি হিসেবে নাম রয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৪ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে এম এ হাশেম রাজুর নেতৃত্বে আন্দোলনকারীদের একটি দল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের পরিবাগ মোড়ে পৌঁছায়। এ সময় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের পথরোধ করে এবং হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়ে, হাতবোমা, পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস, পিপার স্প্রে ও ছররা গুলি ছোড়ে, যার ফলে ভুক্তভোগীর ডান চোখ ক্ষতিগ্রস্ত হয়। এরপর তিনি রাস্তায় লুটিয়ে পড়লে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের কিছু অজ্ঞাতনামা সদস্য তাকে মারধর করতে থাকে।
মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে যে, এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর ডান চোখ ক্ষতিগ্রস্ত হয় এবং তাকে মারধর করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে শাহবাগ থানার অফিসার ইনচার্জকে (ওসি) সাত দিনের মধ্যে এ বিষয়ে থানায় অন্য কোনো মামলা আছে কি না, তার একটি প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন।
মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তবে, মামলার বিস্তারিত তথ্য ও অভিযুক্তদের ভূমিকা সম্পর্কে আরও তথ্য পাওয়া গেলে পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোনসহ ২০১ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত অভিযোগটি গ্রহণ করে শাহবাগ থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
মামলার ১৪ অভিনয় শিল্পী হলেন- অভিনেতা রিয়াজ, ফেরদৌস আহমেদ, চঞ্চল চৌধুরী, মামুনুর রশীদ, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, শামীমা তুষ্টি, শমী কায়সার, সাজু খাদেম, আশনা হাবীব ভাবনা, সোহানা সাবা, রোকেয়া প্রাচী ও অভিনেতা জায়েদ খান।
এছাড়া মামলায় কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা, এটিএন নিউজের মুন্নী সাহাসহ ১৫ জন সাংবাদিকের নামও রয়েছে।
শিক্ষকদের মধ্যে জাফর ইকবাল, জবির সাবেক ভিসি মিজানুর রহমান, মুনতাসির মামুনসহ ১৩ জনের নাম রয়েছে। এছাড়া ইমরাম এইচ সরকার ও লাকী আক্তারেরও এ মামলার আসামি হিসেবে নাম রয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৪ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে এম এ হাশেম রাজুর নেতৃত্বে আন্দোলনকারীদের একটি দল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের পরিবাগ মোড়ে পৌঁছায়। এ সময় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের পথরোধ করে এবং হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়ে, হাতবোমা, পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস, পিপার স্প্রে ও ছররা গুলি ছোড়ে, যার ফলে ভুক্তভোগীর ডান চোখ ক্ষতিগ্রস্ত হয়। এরপর তিনি রাস্তায় লুটিয়ে পড়লে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের কিছু অজ্ঞাতনামা সদস্য তাকে মারধর করতে থাকে।
মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে যে, এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর ডান চোখ ক্ষতিগ্রস্ত হয় এবং তাকে মারধর করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে শাহবাগ থানার অফিসার ইনচার্জকে (ওসি) সাত দিনের মধ্যে এ বিষয়ে থানায় অন্য কোনো মামলা আছে কি না, তার একটি প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন।
মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তবে, মামলার বিস্তারিত তথ্য ও অভিযুক্তদের ভূমিকা সম্পর্কে আরও তথ্য পাওয়া গেলে পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব হবে।
রাইসা বলেন, রিকশার পেছনে প্রায়ই লেখা থাকে মা-বাবার দোয়া। মা-বাবারা যেমন সন্তানদেরকে পেছন থেকে সামনে এগিয়ে যাওয়ার সাহস দিয়ে থাকেন, সেই ইন্সপিরেশন থেকেই গাউনে এই নকশা করেছি।
১৪ ঘণ্টা আগেমুন্সীগঞ্জে লঞ্চে নৌভ্রমণে যাওয়া দুই নারীকে প্রহারের ঘটনায় ফেসবুক পোস্ট দিয়েছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। ‘দাগি’ খ্যাত এই অভিনেত্রী তার পোস্টে বিরক্তি প্রকাশ করে বলেন, ‘বিরক্তির সীমা থাকা দরকার’
২ দিন আগেঈদ-উল-আযহায় প্রেক্ষাগৃহে আসার প্রস্তুতি সম্পন্ন করছেন এ অভিনেত্রী। বেশ কয়েকবছর ধরেই ঈদ সিনেমায় দাপট দেখাচ্ছেন নায়িকারা। দর্শক আগ্রহেও রয়েছে এসব অভিনেত্রীদের সিনেমা।
৩ দিন আগেরাইসা বলেন, রিকশার পেছনে প্রায়ই লেখা থাকে মা-বাবার দোয়া। মা-বাবারা যেমন সন্তানদেরকে পেছন থেকে সামনে এগিয়ে যাওয়ার সাহস দিয়ে থাকেন, সেই ইন্সপিরেশন থেকেই গাউনে এই নকশা করেছি।
মুন্সীগঞ্জে লঞ্চে নৌভ্রমণে যাওয়া দুই নারীকে প্রহারের ঘটনায় ফেসবুক পোস্ট দিয়েছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। ‘দাগি’ খ্যাত এই অভিনেত্রী তার পোস্টে বিরক্তি প্রকাশ করে বলেন, ‘বিরক্তির সীমা থাকা দরকার’
ঈদ-উল-আযহায় প্রেক্ষাগৃহে আসার প্রস্তুতি সম্পন্ন করছেন এ অভিনেত্রী। বেশ কয়েকবছর ধরেই ঈদ সিনেমায় দাপট দেখাচ্ছেন নায়িকারা। দর্শক আগ্রহেও রয়েছে এসব অভিনেত্রীদের সিনেমা।