বিনোদন ডেস্ক
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। রেকর্ড সংখ্যক সিনেমায় তারা জুটি হয়ে অভিনয় করেছেন। পেতেছিলেন সংসারও। অবশ্য বর্তমানে তাদের বিচ্ছেদ হয়ে গেছে।
তবে পুত্র আব্রাম খান জয়ের জন্য এখনো প্রায়ই এক হন শাকিব-অপু। ছেলে জয়কে ঘিরে নেওয়া গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আবারও এক হয়েছেন তারা। সন্তানকে উচ্চমানের শিক্ষার পরিবেশ দিতে এবার তারা পাড়ি জমাচ্ছেন সিঙ্গাপুরে।
এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন অপু বিশ্বাস নিজেই। তিনি জানিয়েছেন, জয়কে সিঙ্গাপুরের একটি নামকরা স্কুলে ভর্তি করাতে চলেছেন তিনি। এই সিদ্ধান্তে বাবা শাকিবের ভূমিকা ছিল সমানভাবে গুরুত্বপূর্ণ। অপু বলেন, ‘জয় সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি হবে। সে সেখানেই পড়ালেখা করবে। আমরা কিছুদিন ওই দেশেই থাকব।’
এর আগে ঢাকার একই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছিল শাকিব-অপুর ছেলে জয় ও শাকিব-বুবলীর ছেলে বীর। তবে নানা পারিবারিক জটিলতা এবং গসিপ-চাপা সংঘাতের জেরে জয়কে সেই স্কুল থেকে তুলে নেন অপু। এরপরই সিদ্ধান্ত নেন ছেলেকে দেশের বাইরে একটি নিরাপদ ও সুস্থ পরিবেশে বড় করে তুলবেন। তারই প্রেক্ষিতে জয়কে নিয়ে যাওয়া হবে সিঙ্গাপুরে।
গত এপ্রিলেই অপু ছেলেকে নিয়ে সিঙ্গাপুর সফরে গিয়েছিলেন। তখন থেকেই অনেকে অনুমান করছিলেন, এটি নিছক ঘোরাঘুরি নয়। এখন জানা গেল সেই অনুমানই সঠিক। ছেলের ভবিষ্যতের পরিকল্পনার অংশ হিসেবেই ছিল সিঙ্গাপুর সফর।
তবে ছেলেকে সিঙ্গাপুরে ভর্তি করানো হলেও অপু কিংবা শাকিব কেউই স্পষ্ট করে বলেননি তারা সেখানেই স্থায়ী হবেন কিনা।
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। রেকর্ড সংখ্যক সিনেমায় তারা জুটি হয়ে অভিনয় করেছেন। পেতেছিলেন সংসারও। অবশ্য বর্তমানে তাদের বিচ্ছেদ হয়ে গেছে।
তবে পুত্র আব্রাম খান জয়ের জন্য এখনো প্রায়ই এক হন শাকিব-অপু। ছেলে জয়কে ঘিরে নেওয়া গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আবারও এক হয়েছেন তারা। সন্তানকে উচ্চমানের শিক্ষার পরিবেশ দিতে এবার তারা পাড়ি জমাচ্ছেন সিঙ্গাপুরে।
এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন অপু বিশ্বাস নিজেই। তিনি জানিয়েছেন, জয়কে সিঙ্গাপুরের একটি নামকরা স্কুলে ভর্তি করাতে চলেছেন তিনি। এই সিদ্ধান্তে বাবা শাকিবের ভূমিকা ছিল সমানভাবে গুরুত্বপূর্ণ। অপু বলেন, ‘জয় সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি হবে। সে সেখানেই পড়ালেখা করবে। আমরা কিছুদিন ওই দেশেই থাকব।’
এর আগে ঢাকার একই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছিল শাকিব-অপুর ছেলে জয় ও শাকিব-বুবলীর ছেলে বীর। তবে নানা পারিবারিক জটিলতা এবং গসিপ-চাপা সংঘাতের জেরে জয়কে সেই স্কুল থেকে তুলে নেন অপু। এরপরই সিদ্ধান্ত নেন ছেলেকে দেশের বাইরে একটি নিরাপদ ও সুস্থ পরিবেশে বড় করে তুলবেন। তারই প্রেক্ষিতে জয়কে নিয়ে যাওয়া হবে সিঙ্গাপুরে।
গত এপ্রিলেই অপু ছেলেকে নিয়ে সিঙ্গাপুর সফরে গিয়েছিলেন। তখন থেকেই অনেকে অনুমান করছিলেন, এটি নিছক ঘোরাঘুরি নয়। এখন জানা গেল সেই অনুমানই সঠিক। ছেলের ভবিষ্যতের পরিকল্পনার অংশ হিসেবেই ছিল সিঙ্গাপুর সফর।
তবে ছেলেকে সিঙ্গাপুরে ভর্তি করানো হলেও অপু কিংবা শাকিব কেউই স্পষ্ট করে বলেননি তারা সেখানেই স্থায়ী হবেন কিনা।
স্বামী হিল্লোলকে বিয়ের পরেও ভাই বলে ডাকেন নওশীন। সেই প্রসঙ্গেই আবার কথা বললেন অভিনেত্রী। কেন ভাই বলে ডাকেন সেই প্রশ্নের উত্তরে বললেন, ‘নাম ধরে ডাকলে সে মাইন্ড করে
৮ ঘণ্টা আগেসম্প্রতি এক সাক্ষাৎকারে নাসির জানান, বাজেট সীমিত থাকায় ঢাকার ফার্মগেটে লুকানো ক্যামেরায় ওয়েব সিরিজ ‘নয়া নোট’ এর শুটিং করা হয়। তাকে ভিক্ষুকের সাজে জনসমাগম এলাকায় ঘোরাঘুরির নির্দেশ দেওয়া হয়েছিল। দর্শকেরা তাকে সত্যিকারের ভিক্ষুক ভেবে কেউ কেউ টাকা দিতে থাকেন
১ দিন আগে২০১১ সালে ‘দ্য লিটল প্রিন্স’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তার অভিনয়জীবনের সূচনা। তিনি ‘গো প্রিন্সেস গো’, ‘লাভ গেম ইন ইস্টার্ন ফ্যান্টাসি’, ‘ফিউড’ ও ‘ইটারনাল লাভ’-এর মতো জনপ্রিয় চীনা ধারাবাহিকে অভিনয় করেছেন। পাশাপাশি গায়ক হিসেবেও বেশ কিছু গান প্রকাশ করেছিলেন
৪ দিন আগেযুক্তরাজ্যের ব্ল্যাকবার্নের ‘পারাঠা স্টপ’ নামের একটি পাকিস্তানি রেস্তোরাঁ থেকে বের হচ্ছিলেন চাহাত। তার পারফরমেন্স শেষে ভক্তরা ছবি তুলছিলেন। এমন সময়ে মুখোশধারী দুইজন তার মাথায় ডিম ফাটিয়ে দৌড়ে পালিয়ে যান
৪ দিন আগেস্বামী হিল্লোলকে বিয়ের পরেও ভাই বলে ডাকেন নওশীন। সেই প্রসঙ্গেই আবার কথা বললেন অভিনেত্রী। কেন ভাই বলে ডাকেন সেই প্রশ্নের উত্তরে বললেন, ‘নাম ধরে ডাকলে সে মাইন্ড করে
সম্প্রতি এক সাক্ষাৎকারে নাসির জানান, বাজেট সীমিত থাকায় ঢাকার ফার্মগেটে লুকানো ক্যামেরায় ওয়েব সিরিজ ‘নয়া নোট’ এর শুটিং করা হয়। তাকে ভিক্ষুকের সাজে জনসমাগম এলাকায় ঘোরাঘুরির নির্দেশ দেওয়া হয়েছিল। দর্শকেরা তাকে সত্যিকারের ভিক্ষুক ভেবে কেউ কেউ টাকা দিতে থাকেন
২০১১ সালে ‘দ্য লিটল প্রিন্স’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তার অভিনয়জীবনের সূচনা। তিনি ‘গো প্রিন্সেস গো’, ‘লাভ গেম ইন ইস্টার্ন ফ্যান্টাসি’, ‘ফিউড’ ও ‘ইটারনাল লাভ’-এর মতো জনপ্রিয় চীনা ধারাবাহিকে অভিনয় করেছেন। পাশাপাশি গায়ক হিসেবেও বেশ কিছু গান প্রকাশ করেছিলেন
যুক্তরাজ্যের ব্ল্যাকবার্নের ‘পারাঠা স্টপ’ নামের একটি পাকিস্তানি রেস্তোরাঁ থেকে বের হচ্ছিলেন চাহাত। তার পারফরমেন্স শেষে ভক্তরা ছবি তুলছিলেন। এমন সময়ে মুখোশধারী দুইজন তার মাথায় ডিম ফাটিয়ে দৌড়ে পালিয়ে যান