৮ বিভাগে বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব শুরু

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image

বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির আয়োজনে আজ মঙ্গলবার (২৭ মে) থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী চতুর্থ বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব। ৩১ মে পর্যন্ত চলবে এই আয়োজন, যা এবার একযোগে দেশের ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।

উৎসবে দেশব্যাপী নির্মাতাদের উৎসাহব্যঞ্জক সাড়া পাওয়া গেছে। সারা দেশ থেকে জমা পড়েছে ৩০০টি চলচ্চিত্র, যার মধ্যে ৮৯টি চলচ্চিত্রকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে প্রদর্শনীর জন্য। নির্বাচিত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ৬০টি স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র (ফিকশন) এবং ২৯টি প্রামাণ্যচিত্র।

উৎসবের বিস্তারিত তুলে ধরে গত শনিবার অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন জানান, বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির আয়োজনে এবং নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় ৮টি বিভাগীয় শহরে একযোগে চতুর্থ বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০২৫ আয়োজন করা হবে।

শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় নাট্যশালায় ২৭ মে সন্ধ্যা ৭টা থেকে উদ্বোধনী আয়োজনে থাকছে মহিউদ্দিন আল আরাবীর ‘সূর্যমুখী’, সাইয়াদুস সালেহীন জাইমের ‘কালাপাথর’, সুপিন বর্মনের ‘আ লেটার অব পোস্টমাস্টার’, নূরে আলম নির্ভীকের ‘নদীর কোনো দেশ নাই’, সিজান আজমিরের ‘এম আদার’, মুহাম্মদ জুনায়েদ হাসানের ‘ধন্যবাদ মা’ ও রাশেদ মানিকের ‘প্রাণবিক’। ৩১ মে সমাপনী আয়োজনে থাকছে মিজানুর রহমানের ‘চোরাপথের শেষে’, মল্লিকা রায়ের ‘প্রদোষে’, মো. জনি হোসাইনের ‘নিড়া’ ইত্যাদি।

শিল্পকলা একাডেমি ইতিপূর্বে ২০১৬, ২০১৮ ও ২০২১ সালে মোট ৩টি স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে। চলচ্চিত্র শিল্পের প্রসার, বিকাশ এবং মানসম্মত দেশীয় স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র প্রক্ষেপণ, অনুধাবন করাসহ সংশ্লিষ্ট সবার মধ্যে চলচ্চিত্রের অন্তর্নিহিত তাৎপর্য এবং মানবিক ও সামাজিক মূল্যবোধ সৃষ্টি করাই এই উৎসবের লক্ষ্য ও উদ্দেশ্য। এবারের উৎসব উদ্বোধন করবেন চলচ্চিত্র নির্মাতা অনম বিশ্বাস। সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

উৎসবের সার্বিক দায়িত্বে রয়েছেন নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জহির। সমন্বয়কের দায়িত্ব পালন করছেন নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সহকারী পরিচালক (চলচ্চিত্র) মো. ইকরামুল ইসলাম।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ঢালিউড নিয়ে আরও পড়ুন

বাংলাদেশি প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা ‘পিপলস চয়েস’ ক্যাটাগরিতে দ্বিতীয় স্থানে রয়েছেন, ২ লাখ ৮১ হাজারের বেশি ভোট পেয়েছেন এবং প্রথম স্থানে থাকা ইন্দোনেশিয়ার আহতিসা মানালোর সঙ্গে প্রতিযোগিতা করছেন। মিথিলা তার দেশবাসীর কাছে ভোটের আহ্বান জানিয়েছেন

৭ দিন আগে

চকচকে গ্ল্যামার ও আলো–ঝলমলে আয়োজনের আড়ালে অনেক সময় লুকিয়ে থাকে অন্ধকার বাস্তবতা। শিল্পীজীবনের শুরুতে অনেকেই নানা অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হন। এবার সেই তালিকায় নাম যোগ করেছেন অভিনেত্রী মৌনী রায়

১১ দিন আগে

ক’দিন আগে গান ছাড়ার ঘোষণা দিয়ে আলোচনায় আসেন তাহসান খান। কেউ বলেন, ধর্মীয় অনুপ্রেরণায় এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আবার অনেকে দাবি করেন, তিনি নাকি ধর্মভিত্তিক এক রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়েছেন। অবশেষে এসব গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন তাহসান

১২ দিন আগে

তানজিন তিশা তার ফেসবুক পেজে দাবি করেছিলেন যে একটি শাড়ি নারী উদ্যোক্তার উপহার। পরে ‘অ্যাপোনিয়া’ অনলাইন ফ্যাশন পেজের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম তার পক্ষ থেকে তিশার বিরুদ্ধে প্রতারণা, মানহানি ও ছলচাতুরীর অভিযোগ এনে এক লাখ টাকা ক্ষতিপূরণ দাবিতে আইনি নোটিশ পাঠান

১৫ দিন আগে