বিনোদন ডেস্ক
ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় নায়ক মান্না। আপাদমস্তক চলচ্চিত্রনিমগ্ন মানুষ বলতে যা বোঝায়- নায়ক মান্না ঠিক তেমনটাই ছিলেন। তার ধ্যান-জ্ঞান সব কিছুই ছিল সিনেমাকে ঘিরে।
অষ্টপ্রহর ভাবতেন দেশীয় চলচ্চিত্র শিল্পের উন্নতি ও ভবিষ্যৎ নিয়ে। আর অনবদ্য অভিনয় দিয়ে তিনি হয়েছিলেন গণমানুষের নায়ক। তার সিনেমা দেখতে হলে হলে ঢল নামতো দর্শকের।
মৃত্যুর ১৭ বছর পার হলেও এখনো কমেনি তার আবেদন, জনপ্রিয়তা। প্রয়াত এই নায়কের সঙ্গে জাহিদ হাসানের বেশ সখ্যতা ছিল। তার চোখে মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড।
সম্প্রতি গণমাধ্যমে মান্নার সঙ্গে হলিউড ও লন্ডন সফরের স্মৃতি তুলে ধরেন জাহিদ হাসান। সেখানে তিনি বলেন, ‘একবার এক অনুষ্ঠানে উপস্থাপনা করছিলাম। তখন বলেছিলাম—মান্না ভাইকে দেখে মনে হয়, উনি বাংলাদেশের পিয়ার্স ব্রসনান। তাকে দেখে জেমস বন্ড মনে হয়েছে আমার কাছে, কথাটা তাকেও বলেছিলাম।’
শিল্পীদের নিয়ে গর্ব করেই কথা শেষ করেন এই অভিনেতা, ‘আমাদের দেশের শিল্পীদের বড় করে দেখতে ভালো লাগে। আমি কেন ছোট করে দেখব?’
মান্নার সঙ্গে লন্ডন সফরের একটি মজার ঘটনার কথাও স্মরণ করেন তিনি। জাহিদ হাসান বলেন, ‘লন্ডনে একবার উনার সঙ্গে সফরে গিয়েছি। হঠাৎ রাতে বললেন, ভাইজান তুমি এসো। গিয়ে দেখি—উনি ভাত খেতে চাইছেন, মাছ দিয়ে। কয়েক দিন বার্গার-ফাস্টফুড খেয়ে ক্লান্ত। তারপর বলেন, “এই যে এখানে।” দেখি আমরা চারশ কিলোমিটার রওনা হলাম ভাত খেতে! আমি বললাম, মান্না ভাই, ভাতের জন্য এত দূর যেতে হবে? উনি হেসে বললেন, “বুঝ না, ভাত খাব তো!” এই ছিলেন মান্না ভাই—একজন প্রাণোচ্ছল, সরল মানুষ।’
উল্লেখ্য, ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান জনপ্রিয় এই চিত্রনায়ক।
ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় নায়ক মান্না। আপাদমস্তক চলচ্চিত্রনিমগ্ন মানুষ বলতে যা বোঝায়- নায়ক মান্না ঠিক তেমনটাই ছিলেন। তার ধ্যান-জ্ঞান সব কিছুই ছিল সিনেমাকে ঘিরে।
অষ্টপ্রহর ভাবতেন দেশীয় চলচ্চিত্র শিল্পের উন্নতি ও ভবিষ্যৎ নিয়ে। আর অনবদ্য অভিনয় দিয়ে তিনি হয়েছিলেন গণমানুষের নায়ক। তার সিনেমা দেখতে হলে হলে ঢল নামতো দর্শকের।
মৃত্যুর ১৭ বছর পার হলেও এখনো কমেনি তার আবেদন, জনপ্রিয়তা। প্রয়াত এই নায়কের সঙ্গে জাহিদ হাসানের বেশ সখ্যতা ছিল। তার চোখে মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড।
সম্প্রতি গণমাধ্যমে মান্নার সঙ্গে হলিউড ও লন্ডন সফরের স্মৃতি তুলে ধরেন জাহিদ হাসান। সেখানে তিনি বলেন, ‘একবার এক অনুষ্ঠানে উপস্থাপনা করছিলাম। তখন বলেছিলাম—মান্না ভাইকে দেখে মনে হয়, উনি বাংলাদেশের পিয়ার্স ব্রসনান। তাকে দেখে জেমস বন্ড মনে হয়েছে আমার কাছে, কথাটা তাকেও বলেছিলাম।’
শিল্পীদের নিয়ে গর্ব করেই কথা শেষ করেন এই অভিনেতা, ‘আমাদের দেশের শিল্পীদের বড় করে দেখতে ভালো লাগে। আমি কেন ছোট করে দেখব?’
মান্নার সঙ্গে লন্ডন সফরের একটি মজার ঘটনার কথাও স্মরণ করেন তিনি। জাহিদ হাসান বলেন, ‘লন্ডনে একবার উনার সঙ্গে সফরে গিয়েছি। হঠাৎ রাতে বললেন, ভাইজান তুমি এসো। গিয়ে দেখি—উনি ভাত খেতে চাইছেন, মাছ দিয়ে। কয়েক দিন বার্গার-ফাস্টফুড খেয়ে ক্লান্ত। তারপর বলেন, “এই যে এখানে।” দেখি আমরা চারশ কিলোমিটার রওনা হলাম ভাত খেতে! আমি বললাম, মান্না ভাই, ভাতের জন্য এত দূর যেতে হবে? উনি হেসে বললেন, “বুঝ না, ভাত খাব তো!” এই ছিলেন মান্না ভাই—একজন প্রাণোচ্ছল, সরল মানুষ।’
উল্লেখ্য, ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান জনপ্রিয় এই চিত্রনায়ক।
এবারের ঈদে মুক্তি পাওয়া সুপারস্টার শাকিব খান অভিনীত বাংলা সিনেমা “তান্ডব“ নিয়ে ব্যাপক উত্তেজনা দর্শকমহলে। সিনেমাটি মুক্তির পরপরই সমগ্র দেশে আলোচনার জন্ম দিয়েছে। তবে মুক্তির পরপরই এটি পাইরেসির শিকার হয়।
১৪ দিন আগেদীর্ঘ ১৩ বছর প্রেমের পর পরিচালক আদনান আল রাজিবকে নিয়ে এখন সুখের সংসার মেহজাবীনের। গেল কান চলচ্চিত্র উৎসবে দেশের প্রতিনিধিত্বও করেছেন আদনান; সেখানে ছিলেন মেহজাবীনও।
১৫ দিন আগেক্রাইম-থ্রিলারধর্মী একটি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করার মাধ্যমে হলিউডে নাম লেখাতে চলেছেন ঢালিউড কিং খ্যাত মেগাস্টার শাকিব খান। এ সিনেমায় অভিনয়ের মাধ্যমে হলিউডে অভিষেক হতে চলেছে এই জনপ্রিয় অভিনেতার।
১৬ দিন আগেবাংলা সিনেমায় অভিনেত্রী শ্রাবন্তীর সৌন্দর্য্য ও অভিনয় বরাবরই তাকে প্রথম সারির নায়িকাদের তালিকায় নিয়ে গেছে। বহু বছর ধরেই নিজের এই জায়গা ধরে রেখেছেন তিনি।
১৮ দিন আগেসম্প্রতি গণমাধ্যমে মান্নার সঙ্গে হলিউড ও লন্ডন সফরের স্মৃতি তুলে ধরেন জাহিদ হাসান। সেখানে তিনি বলেন, ‘একবার এক অনুষ্ঠানে উপস্থাপনা করছিলাম। তখন বলেছিলাম—মান্না ভাইকে দেখে মনে হয়, উনি বাংলাদেশের পিয়ার্স ব্রসনান।
এবারের ঈদে মুক্তি পাওয়া সুপারস্টার শাকিব খান অভিনীত বাংলা সিনেমা “তান্ডব“ নিয়ে ব্যাপক উত্তেজনা দর্শকমহলে। সিনেমাটি মুক্তির পরপরই সমগ্র দেশে আলোচনার জন্ম দিয়েছে। তবে মুক্তির পরপরই এটি পাইরেসির শিকার হয়।
দীর্ঘ ১৩ বছর প্রেমের পর পরিচালক আদনান আল রাজিবকে নিয়ে এখন সুখের সংসার মেহজাবীনের। গেল কান চলচ্চিত্র উৎসবে দেশের প্রতিনিধিত্বও করেছেন আদনান; সেখানে ছিলেন মেহজাবীনও।
ক্রাইম-থ্রিলারধর্মী একটি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করার মাধ্যমে হলিউডে নাম লেখাতে চলেছেন ঢালিউড কিং খ্যাত মেগাস্টার শাকিব খান। এ সিনেমায় অভিনয়ের মাধ্যমে হলিউডে অভিষেক হতে চলেছে এই জনপ্রিয় অভিনেতার।