“যত ছাড় দিবে তত ভালো”-বুবলীর পেশাদারিত্বে মুগ্ধ মিশা সওদাগর

প্রতিনিধি
বিনোদন ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

এবারের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে সিয়াম আহমেদ ও শবনম বুবলী অভিনীত আলোচিত সিনেমা ‘জংলি’। মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শক হৃদয় ছুঁয়ে গেছে। বিশেষ করে, সিয়াম-বুবলী জুটির অভিনয় প্রশংসা কুড়িয়েছে দর্শক ও সমালোচক উভয়ের কাছ থেকেই।

বর্তমানে ঢালিউডের প্রথম সারির নায়িকাদের তালিকায় অগ্রভাগেই রয়েছেন শবনম বুবলী। প্রায় প্রতি ঈদেই তার কোনো না কোনো সিনেমা বড় পর্দায় মুক্তি পাচ্ছে, যা প্রমাণ করে তার জনপ্রিয়তা ও কাজের প্রতি প্রতিশ্রুতি।

ব্যক্তিজীবন থেকে শুরু করে শুটিং সেট-সবখানেই পেশাদারিত্ব বজায় রাখার জন্য বুবলীর রয়েছে আলাদা সুনাম। শুটিংয়ে সময়নিষ্ঠা, শৃঙ্খলা ও পরিশ্রম- সব মিলিয়ে তাকে ঘিরে রয়েছে এক ইতিবাচক ভাবমূর্তি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে খল অভিনেতা মিশা সওদাগর বুবলীর এই পেশাদারিত্বের প্রশংসা করেন অকপটে। তিনি বলেন, শুটিং সেটে যখন বুবলী বসে থাকে, তাকে দেখে মনে হয় না একজন নায়িকা বসে আছেন। বাতাসও যেন তার পাশে এসে নড়েচড়ে না। এতটাই ডিসিপ্লিন তার ভেতরে।

মিশার মতে, বুবলীর আরেকটি দারুণ গুণ হলো- মানুষকে সম্মান করতে জানা। তার ভাষায়, মানুষকে সম্মান করতে পারাটাও কিন্তু বড় এক গুণ। বুবলী সেটা জানে এবং মানে।

তবে শুধু প্রশংসাতেই সীমাবদ্ধ থাকেননি মিশা। অভিজ্ঞ এই অভিনেতা ভালোবাসা ও দায়িত্ববোধ থেকেই বুবলীর উদ্দেশে দিয়েছেন একটি গুরুত্বপূর্ণ পরামর্শ।

তিনি বলেন, জীবন তো একটাই। যত ছাড় দিবা, তত ভালো থাকবা। সব কিছুতে ছাড় দেওয়া শিখো, তখন দেখবা জীবন অনেক সহজ হবে। যত বেশি ছাড় দিবা, তত ভালো।

মিশা সওদাগরের এমন উষ্ণ প্রশংসা ও পরামর্শে স্পষ্ট- বুবলী শুধু বড় পর্দার নায়িকা নন, বরং শুদ্ধ অভিনয় ও মানবিক গুণে পরিপূর্ণ একজন শিল্পী, যার প্রতি সহশিল্পীদেরও রয়েছে অগাধ শ্রদ্ধা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ঢালিউড নিয়ে আরও পড়ুন

বাংলাদেশি প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা ‘পিপলস চয়েস’ ক্যাটাগরিতে দ্বিতীয় স্থানে রয়েছেন, ২ লাখ ৮১ হাজারের বেশি ভোট পেয়েছেন এবং প্রথম স্থানে থাকা ইন্দোনেশিয়ার আহতিসা মানালোর সঙ্গে প্রতিযোগিতা করছেন। মিথিলা তার দেশবাসীর কাছে ভোটের আহ্বান জানিয়েছেন

৭ দিন আগে

চকচকে গ্ল্যামার ও আলো–ঝলমলে আয়োজনের আড়ালে অনেক সময় লুকিয়ে থাকে অন্ধকার বাস্তবতা। শিল্পীজীবনের শুরুতে অনেকেই নানা অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হন। এবার সেই তালিকায় নাম যোগ করেছেন অভিনেত্রী মৌনী রায়

১১ দিন আগে

ক’দিন আগে গান ছাড়ার ঘোষণা দিয়ে আলোচনায় আসেন তাহসান খান। কেউ বলেন, ধর্মীয় অনুপ্রেরণায় এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আবার অনেকে দাবি করেন, তিনি নাকি ধর্মভিত্তিক এক রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়েছেন। অবশেষে এসব গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন তাহসান

১২ দিন আগে

তানজিন তিশা তার ফেসবুক পেজে দাবি করেছিলেন যে একটি শাড়ি নারী উদ্যোক্তার উপহার। পরে ‘অ্যাপোনিয়া’ অনলাইন ফ্যাশন পেজের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম তার পক্ষ থেকে তিশার বিরুদ্ধে প্রতারণা, মানহানি ও ছলচাতুরীর অভিযোগ এনে এক লাখ টাকা ক্ষতিপূরণ দাবিতে আইনি নোটিশ পাঠান

১৫ দিন আগে