শিল্পকলায় জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব ২০২৫’ আয়োজন

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত ১১ নাটক নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হচ্ছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব ২০২৫’। গত (৩১ জুলাই) বৃহস্পতিবার থেকে শুরু হয়ে এই উৎসব চলবে ৮ আগস্ট পর্যন্ত। মোট ১১টি নাট্যদল উৎসবে অংশ নেবে।

প্রতিদিন সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন এবং পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নাট্য প্রদর্শনী চলবে। প্রতিটি নাটক নির্মিত হয়েছে ২০২৪ সালের আন্দোলন ও সমকালীন সামাজিক বাস্তবতার প্রেক্ষাপটে।

‘বর্ষা বিপ্লব’ চেতনা উপজীব্য করে এই নাট্যোৎসবের পৃষ্ঠপোষকতা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সবার জন্য উন্মুক্ত নাট্য প্রদর্শনীগুলো।

শিল্পকলা একাডেমির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২০২৪ সালের জুলাই- আগস্টে ছাত্র-জনতার যে ঐক্যবদ্ধ আন্দোলন দেশজুড়ে প্রতিধ্বনিত হয়েছিল তা শুধু রাজনৈতিক দাবির পরিসরেই সীমাবদ্ধ ছিল না। বরং তা হয়ে উঠেছিল জাতির আত্মদর্শন, নৈতিক পুনর্জাগরণ এবং একটি মানবিক ভবিষ্যতের প্রত্যয়ে উচ্চারিত প্রতিরোধের ভাষা। সেই সময়ের আত্মত্যাগ, প্রতিবাদ ও প্রতিজ্ঞার ভাষ্য এবার রূপ নিচ্ছে নাটকে- যেখানে সংলাপ হবে প্রত্যয়ের ভাষা, দৃশ্য হবে ইতিহাসের অন্তর্জীবন, আর মঞ্চ হবে এক প্রতীকী রাজপথ।’

আরও বলা হয়, ‘এ উৎসবের উদ্দেশ্য শুধু নাট্যশিল্পের চর্চা নয়; এটি এক গভীর আত্মজিজ্ঞাসা- তরুণ প্রজন্মকে আহ্বান জানায় তাদের সাংস্কৃতিক চেতনা, গণতান্ত্রিক দায়িত্ববোধ এবং নৈতিক অবস্থান নিয়ে নতুন করে ভাবতে। এখানে থিয়েটার হয়ে উঠবে প্রতিবাদের ভাষা; প্রতিটি দৃশ্য ও সংলাপ হয়ে উঠবে ইতিহাসের পুনর্লিখন।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

নাটক নিয়ে আরও পড়ুন

জুবিনের মৃত্যু নিয়ে পুলিশি তদন্ত এখনও চলছে। তাই তার অনুরাগীদের এই মর্মান্তিক ঘটনার সঙ্গে জড়িত কোনো ভিডিও বা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার না করার পরামর্শ দিয়েছে তারা

১ দিন আগে

‘ভাবুন তো, যদি পুরুষদের সন্তান জন্ম দিতে হতো, তাহলে তারা সবাইকে পাগল করে দিত। এখন তাদের হাতে অনেক সময়, তাই যুদ্ধ করছে। যদি তাদের সন্তান জন্ম দিতে হতো, তাহলে হয়তো পৃথিবীতে কোনো যুদ্ধই থাকত না। কারণ ওরা তখন শুধু শিশুকে নিয়েই ব্যস্ত থাকত

৩ দিন আগে

চলতি বছরের শুরু থেকেই ইলিয়াস কাঞ্চনের শারীরিক নানা সমস্যা দেখা দেয়। কথা বলতে অসুবিধা হতো, স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ছিল। গত ৯ এপ্রিল তাঁকে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে যাওয়া হলে দীর্ঘ পরীক্ষার পর মাথায় টিউমার ধরা পড়ে

৪ দিন আগে

শাহরুখ খান প্রায় ১.৪ বিলিয়ন মার্কিন ডলারের মালিক। এই অর্জনে শাহরুখ পেছনে ফেলেছেন টেলর সুইফ (১.৩ বিলিয়ন মার্কিন ডলার), আর্নল্ড শোয়ার্জনেগার (১.২ বিলিয়ন মার্কিন ডলার), জেরি সাইনফিল্ড (১.২ বিলিয়ন মার্কিন ডলার) এবং সেলিনা গোমেজের (৭২০ মিলিয়ন মার্কিন ডলার) মতো তারকাদের

৪ দিন আগে