শুটিং সেটে আহত অভিনেত্রী তটিনী

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
আপডেট : ১২ মে ২০২৫, ১২: ২৯
Thumbnail image

ঈদুল আজহা উপলক্ষে নির্মিত একটি নাটকের শুটিং করতে গিয়ে চট্টগ্রামে গুরুতর আহত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। বিষয়টি নিশ্চিত করেছেন তার সহশিল্পী তৌসিফ মাহবুব।

রোববার রাতে এ ঘটনা ঘটে।

তৌসিফ মাহবুব বলেন, আমরা ঈদের একটি নাটকের শুটিং করছিলাম চট্টগ্রামে। রাতে সেটের একটি লাইট স্ট্যান্ড তটিনীর মাথার ওপরে পড়ে। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে এসেছি। আপাতত ভালো আছে সে।

জানা গেছে, চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে অবস্থিত এক বাংলোতে ‘মন মঞ্জিলে’ নামের নাটকের শুটিং চলছিল। অসাবধানতাবশত সেটের একটি ভারী লাইট স্ট্যান্ড তটিনীর ওপর পড়ে যায়, এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। দ্রুতই তাকে কাছের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় আঘাত পাওয়ায় তটিনীকে বর্তমানে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং আপাতত কথা বলতে নিষেধ করা হয়েছে।

উল্লেখ্য, হাসিব হোসাইন রাখি পরিচালিত ‘মন মঞ্জিলে’ নাটকটি আসন্ন ঈদুল আজহায় প্রচারের জন্য নির্মাণ করা হচ্ছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

নাটক নিয়ে আরও পড়ুন

বাংলাদেশি প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা ‘পিপলস চয়েস’ ক্যাটাগরিতে দ্বিতীয় স্থানে রয়েছেন, ২ লাখ ৮১ হাজারের বেশি ভোট পেয়েছেন এবং প্রথম স্থানে থাকা ইন্দোনেশিয়ার আহতিসা মানালোর সঙ্গে প্রতিযোগিতা করছেন। মিথিলা তার দেশবাসীর কাছে ভোটের আহ্বান জানিয়েছেন

৭ দিন আগে

চকচকে গ্ল্যামার ও আলো–ঝলমলে আয়োজনের আড়ালে অনেক সময় লুকিয়ে থাকে অন্ধকার বাস্তবতা। শিল্পীজীবনের শুরুতে অনেকেই নানা অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হন। এবার সেই তালিকায় নাম যোগ করেছেন অভিনেত্রী মৌনী রায়

১১ দিন আগে

ক’দিন আগে গান ছাড়ার ঘোষণা দিয়ে আলোচনায় আসেন তাহসান খান। কেউ বলেন, ধর্মীয় অনুপ্রেরণায় এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আবার অনেকে দাবি করেন, তিনি নাকি ধর্মভিত্তিক এক রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়েছেন। অবশেষে এসব গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন তাহসান

১২ দিন আগে

তানজিন তিশা তার ফেসবুক পেজে দাবি করেছিলেন যে একটি শাড়ি নারী উদ্যোক্তার উপহার। পরে ‘অ্যাপোনিয়া’ অনলাইন ফ্যাশন পেজের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম তার পক্ষ থেকে তিশার বিরুদ্ধে প্রতারণা, মানহানি ও ছলচাতুরীর অভিযোগ এনে এক লাখ টাকা ক্ষতিপূরণ দাবিতে আইনি নোটিশ পাঠান

১৫ দিন আগে