আগামী জন্মতেও প্রিয়াংকাকে সঙ্গী হিসেবে দেখতে চাই- নিক জোনাস

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিক জোনাস আরও একবার স্ত্রীর প্রতি ভালোবাসা উজাড় করে দিলেন। জানালেন প্রিয়াংকাকেই সঙ্গী হিসেবে পুনর্জন্মে চান তিনি। পুনর্জন্মে বিশ্বাস করেন বলেও জানান তারা দুজনেই।

নিক জোনাস বলেন, আমি পুনর্জন্মে বিশ্বাসী। অবশ্যই বিশ্বাস রাখি। আগামী জন্মগুলোতেও স্ত্রীকেই সঙ্গী হিসেবে দেখতে চাই। এ চিন্তা আমাকে শান্তি দেয়। এ জন্মে আমাদের একসঙ্গে থাকার সময়কাল খুব ক্ষুদ্র মনে হয়। পরের জন্মেও আরও ভালোবাসা বাকি রয়েছে, এটা ভেবে খুব ভালো লাগে।

নিকের এ মন্তব্য শুনে ভক্ত-অনুরাগীরা মুগ্ধ। তাদের মতে, নিকের মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। এক অনুরাগী তাই লিখেছেন— প্রিয়াংকার বিষয়ে নিক যা বলেন, আমি চাই আমার জন্যও কোনো পুরুষ এমন কথাই বলুক।

বিনোদন জগতে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাস ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত। যদিও তাদের বয়সের ব্যবধান নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে। কিন্তু সেসবে কান দেন না এ তারকা দম্পতি। বরং পরস্পরকে বিভিন্নভাবে উৎসাহ দেন দুজনে।

এক নেটিজেন সামাজিক মাধ্যমে লিখেছেন, পুনর্জন্মে প্রিয়াংকাকেই সঙ্গী হিসেবে দেখে শান্তি খুঁজে পান নিক। এর চেয়ে গভীর প্রেম আর কী হতে পারে।

এর আগেই এক সাক্ষাৎকারে প্রিয়াংকাকে সন্ন্যাসীনি বলেও দাবি করেছিলেন নিক জোনাস। কন্যা মালতী মেরির কাছে প্রায়ই প্রিয়াংকার কথা বলেন আমেরিকান পপতারকা। প্রিয়াংকা সম্পর্কে কন্যাকে নিক বলেন, তোমার মা একজন সন্ন্যাসীনি। সে কখনো খারাপ কিছু করেনি। তোমার মা সবার মধ্যে সেরা।

প্রিয়াংকার জন্যই তিনি মালতী মেরির আরও ভালো বাবা হয়ে উঠতে পেরেছেন বলে জানিয়েছিলেন নিক। তিনি বলেছিলেন, স্ত্রীর মধ্যে আমি একজন দারুণ সঙ্গী খুঁজে পেয়েছি। ওর গুণাবলির জন্যই আমি ভালো বাবা হয়ে উঠতে পেরেছি। ওর মতো গুণী মানুষের পাশে হাঁটতে পারাটা সত্যিই অসাধারণ কিছু।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

হলিউড নিয়ে আরও পড়ুন

জুবিনের মৃত্যু নিয়ে পুলিশি তদন্ত এখনও চলছে। তাই তার অনুরাগীদের এই মর্মান্তিক ঘটনার সঙ্গে জড়িত কোনো ভিডিও বা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার না করার পরামর্শ দিয়েছে তারা

১ দিন আগে

‘ভাবুন তো, যদি পুরুষদের সন্তান জন্ম দিতে হতো, তাহলে তারা সবাইকে পাগল করে দিত। এখন তাদের হাতে অনেক সময়, তাই যুদ্ধ করছে। যদি তাদের সন্তান জন্ম দিতে হতো, তাহলে হয়তো পৃথিবীতে কোনো যুদ্ধই থাকত না। কারণ ওরা তখন শুধু শিশুকে নিয়েই ব্যস্ত থাকত

৩ দিন আগে

চলতি বছরের শুরু থেকেই ইলিয়াস কাঞ্চনের শারীরিক নানা সমস্যা দেখা দেয়। কথা বলতে অসুবিধা হতো, স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ছিল। গত ৯ এপ্রিল তাঁকে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে যাওয়া হলে দীর্ঘ পরীক্ষার পর মাথায় টিউমার ধরা পড়ে

৪ দিন আগে

শাহরুখ খান প্রায় ১.৪ বিলিয়ন মার্কিন ডলারের মালিক। এই অর্জনে শাহরুখ পেছনে ফেলেছেন টেলর সুইফ (১.৩ বিলিয়ন মার্কিন ডলার), আর্নল্ড শোয়ার্জনেগার (১.২ বিলিয়ন মার্কিন ডলার), জেরি সাইনফিল্ড (১.২ বিলিয়ন মার্কিন ডলার) এবং সেলিনা গোমেজের (৭২০ মিলিয়ন মার্কিন ডলার) মতো তারকাদের

৪ দিন আগে