লেডি গাগার কনসার্টে বোমা হামলার পরিকল্পনা ব্যর্থ, গ্রেপ্তার ২

প্রতিনিধি
বিনোদন ডেস্ক
আপডেট : ০৫ মে ২০২৫, ১২: ১৫
Thumbnail image
ছবি: সংগৃহীত

ব্রাজিলে মার্কিন পপ গায়িকা লেডি গাগার কনসার্টে বোমা হামলার পরিকল্পনা করেছিল দুষ্কৃতকারীরা! তবে, তা ব্যর্থ করে দিয়েছে পুলিশ। এরই মধ্যে হামলা পরিকল্পনার মূল হোতা ও এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে তারা। কনসার্ট শেষ হওয়ার পরদিন, গতকাল রোববার এই ঘটনা প্রকাশ করে ব্রাজিল পুলিশ। এমনকি লেডি গাগা ও তাঁর টিমও সংবাদমাধ্যমে খবর দেখে প্রথম এ তথ্য জানতে পারে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের পপ তারকা লেডি গাগার এক বিনামূল্যের কনসার্ট ঘিরে রিও ডি জেনেইরোর বিখ্যাত কোপাকাবানা সৈকতে শনিবার সকাল থেকেই ভিড় জমাতে থাকেন তার অনুরাগীরা। ‘লিটল মনস্টার’ নামে পরিচিত গাগার ভক্তদের কেউ কেউ ভোরেই এসে লাইনে দাঁড়ান। বৃহৎ এই আয়োজন ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে ৫ হাজার পুলিশ সদস্য, ড্রোন, নজরদারি ও ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা। এতো নিরাপত্তার মাঝেও ব্রাজিলের রিও ডি জেনেইরোর কোপাকাবানা সমুদ্রসৈকতের কনসার্টে সম্ভাব্য বোমা হামলার পরিকল্পনা করা হয়েছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদনে অনুযায়ী, রিও ডি জেনেইরো রাজ্যের সিভিল পুলিশ জানিয়েছে, বিচার মন্ত্রণালয়ের সহায়তায় পরিচালিত একটি বিশেষ অভিযানে ২ পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় খ্যাতি অর্জনের লক্ষ্যে কনসার্টে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ব্যবহার করে হামলা চালানোই ছিলো তাদের পরিকল্পনার মূল উদ্দেশ্য।

পুলিশ আরো জানিয়েছে, ঘটনার সাথে জড়িত একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও একজন কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। মূল অভিযুক্তকে রিও গ্রান্দে ডো সুল রাজ্যে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে আটক করা হয়, আর কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে শিশু পর্নোগ্রাফি সংরক্ষণের অভিযোগে।

পুলিশ জানিয়েছে, এই গোষ্ঠীটি অনলাইনে ঘৃণামূলক বক্তব্য ছড়াচ্ছিল। বিশেষ করে তাদের লক্ষ্য ছিলো শিশু, কিশোর-কিশোরী ও এলজিবিটিকিউ+ সম্প্রদায়।

তারা কিশোরদের মধ্যে চরমপন্থি মনোভাব গড়ে তোলার কাজেও লিপ্ত ছিল, যেখানে আত্ম-নির্যাতন ও সহিংসতাকে ‘চ্যালেঞ্জ’ ও ‘অন্তর্ভুক্তির মাধ্যম’ হিসেবে উপস্থাপন করা হতো।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ‘অপারেশন ফেক মনস্টার’ নামক এই অভিযানে রিও ডি জেনেইরো, মাতো গ্রোসো, রিও গ্রান্দে ডো সুল ও সাও পাওলোতে তল্লাশি চালিয়ে একাধিক ইলেকট্রনিক ডিভাইস ও সামগ্রী জব্দ করা হয়। এই পরিকল্পনার পেছনে থাকা গোষ্ঠীটি নিজেদেরকে ‘লিটল মনস্টার’ বলে পরিচয় দিত, যা লেডি গাগার ভক্তদের একটি জনপ্রিয় নাম।

রিও শহরের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে বিনামূল্যের কনসার্টটি অর্থায়ন করেছে নগর কর্তৃপক্ষ। অনুষ্ঠান থেকে প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আয় করা সম্ভব হবে বলে ধারণা করেছিলেন তারা।

কনসার্ট ঘিরে প্রায় ৫,০০০ পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি নিরাপত্তার খাতিরে ধাতব শনাক্তকরণ যন্ত্র, ড্রোন ও ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির মতো নানা ব্যবস্থা নেওয়া হয়। কনসার্ট চলাকালীন কিংবা তার আগে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো হুমকির তথ্য দেয়া হয়নি বলে জানিয়েছে লেডি গাগার টিম।

তারা জানান, ‘আমরা গণমাধ্যমে এই ঘটনার কথা প্রথম জানতে পারি।’

শেষবার ২০১২ সালে তার অষ্টম অ্যালবাম মেহেমের প্রচার অভিযানের অংশ হিসেবে ব্রাজিলে পারফর্ম করেছিলেন লেডি গাগা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

গান নিয়ে আরও পড়ুন

চার দিনের সফরে কক্সবাজারে যান সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ফুড পয়জনিংয়ের কারণে তাঁর ডিহাইড্রেশন থেকে শারীরিক অবনতির কারণে রাত সাড়ে ৯টার পরে বিমানবাহিনীর অ্যাম্বুলেন্সে তাকে চিকিৎসার জন্য ঢাকায় ফিরে আসেন

১৫ ঘণ্টা আগে

এটাই প্রথম নয়—২৫ বছর বয়সী আলিজে শাহকে ঘিরে আগে থেকেও বিতর্ক রয়েছে। সাহসী পোশাক–বাছাই ও স্পষ্টভাষী ব্যক্তিত্বের কারণে তিনি একাধিকবার সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হয়েছেন

২ দিন আগে

ছবির অন্যান্য অভিনয়শিল্পীদের নিয়ে শুটিং শুরু হলেও প্রভাস যোগ দেবেন ২০২৬ সালের জানুয়ারিতে, তার হাতে থাকা ‘দ্য রাজা সাব’ ও ‘ফৌজি’-এর কাজ শেষ করার পর। নারী প্রধান চরিত্রে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী ত্রিপ্তি দিমরি

২ দিন আগে

২০১৫ সালের অক্টোবর মাসে শুটিং শুরু হয়েছিল দেব-শুভশ্রীর সিনেমা 'ধূমকেতু'র। এরপরই সেই সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু নানা জটিলতার মাঝে কেটে গেছে প্রায় ১০ বছর। সিনেমাটি মুক্তি পায়নি। তবে তাতে এ সিনেমা নিয়ে বাংলার দর্শকদের আগ্রহ বিন্দুমাত্র কমেনি। এবার অপেক্ষার পালা শেষ— আজ বহু বছর পর দেব-শুভশ্রী

৪ দিন আগে