বিদেশি সিনেমার প্রচারে আরমীনের বাংলা গান

প্রতিনিধি
বিনোদন ডেস্ক
Thumbnail image
আরমীন মুসা। ছবি: সংগৃহীত

বিদেশি ভাষায় নির্মিত কোন ছবির জন্য বাংলাদেশের শিল্পীর গানকে যদি প্রচারের জন্য ব্যবহার করা হয় তবে সেটি বেশ গর্বের বটে। এবারে একটি হিন্দি সিনেমা ‘উইডোজ শ্যাডো’র প্রচারে ব্যবহৃত হয়েছে বাংলাদেশের একটি বাংলা গান। বাংলাদেশি সংগীতশিল্পী আরমীন মুসার গাওয়া এই গানের শিরোনাম ‘নিদ্রাহীন’।

১৮ এপ্রিল ছবিটি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। যদিও তার আগেই ট্রেলারে শোনা যাচ্ছে গানটি। ছবিটির পরিচালক সুমন অধিকারী আর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শঙ্কলিতা রায় ও পলক কায়াথ।

অবশ্য বিদেশি ভাষার ছবির প্রচারণায় তার গানের এমন ব্যবহারে বেশ আনন্দিত আরমীন মুসা। রোববার বিকেলে আরমীন উচ্ছ্বাস প্রকাশ করে গণমাধ্যমকে জানান, ২০১৫ সালে গানটিতে প্রথম কণ্ঠ দেন তিনি।

আরমীন বলেন, ‘হিন্দি ভাষার সিনেমায় আমার গান, সত্যি খুবই ভালো লাগছে। যেকোনো দেশের সঙ্গে কোলাবরেশন সত্যিই স্পেশাল লাগে। সব সময় ভেবেছি, বাংলা গান বিভিন্ন দেশে নিয়ে যাওয়াটা খুবই জরুরি। যখন যুক্তরাষ্ট্রে ছিলাম, সেখানকার সংগীতের বন্ধুদের সঙ্গেও বাংলা গান গেয়েছি। এই গানটা অবশ্য আমি একাই পিয়ানো বাজিয়ে গেয়েছি।’

হিন্দি ভাষার ছবিতে বাংলা গানের এই সুযোগ কিভাবে পেলেন এমন প্রশ্নের জবাবে আরমীন বললেন, ‘পরিচালক সুমন ভাই বাঙালি, তিনি আসামের মানুষ। আমাদের দেশের সংগীত পরিচালক অদিত তার বন্ধু। সম্ভবত তার মাধ্যমে এই গানটির খবর পান, এরপর আমার সঙ্গে যোগাযোগ। যত দূর বুঝতে পেরেছি, তিনি বাংলাদেশের গানের খোঁজখবর রাখেন। গানটার কথা ওনার সিনেমার যে থিম, সেটার সঙ্গে দারুণভাবে যায়। তাই তিনি গানটি ব্যবহার করতে চেয়েছেন।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

গান নিয়ে আরও পড়ুন

অপমৃত্যু মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের পর এর তদন্তে নেমেছে রমনা থানা পুলিশ। সেই তদন্তের জের ধরে সালমান শাহ ২৯ বছর আগে যে বাসাটিতে বসবাস করতেন সেখানে তদন্তের জন্য আসে পুলিশ

১০ ঘণ্টা আগে

গত ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে ভোর সাড়ে তিনটায় জিবরান আনামের জন্ম হয়। নিউইয়র্কের জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক সম্পন্ন করেছেন নামিয়া

১ দিন আগে

সিনেমাটির শুরুর দিকে ‘দেবদাস’ চরিত্রে অভিনয় করেছিলেন ফেরদৌস আহমেদ এবং ‘পার্বতী’ চরিত্রে ছিলেন সাদিকা পারভীন পপি। দুজনেই মাত্র দুদিনের শুটিংয়ে অংশ নিয়েছিলেন। এরপর থেকেই নানা কারণে ছবির কাজ বন্ধ হয়ে যায়

৩ দিন আগে

এক যৌথ বিবৃতিতে সন্তান আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন পরিণীতি ও তার স্বামী রাঘব। তবে নবজাতকের নাম এখনো প্রকাশ করা হয়নি

৪ দিন আগে